নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

এই দেশে নেতার অভাব নেই! এই নেতা তো সেই নেতা। এই লীগ তো সেই লীগ। প্রকৃত অর্থে এরা কারা? এদের দিয়ে কি হয় আমাদের?

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯


দেশের প্রত্যেক এলাকায় ১০ জন করে ছোট-খাটো নেতা এখন। এই লীগ,সেই লীগ। একজন জুতা মুছার পদে তো অন্যজন জুতা মালিশ করার পদে। এতো পদ যে কোথা থেকে আসে আর এই পদ দিয়ে যে তারা কি করে সেটা তারা নিজেরাই জানে না।

এলাকার নতুন চুল উঠা ছেলে-মেয়েরা তাদের আশকারা পেয়ে জুতা পরিষ্কার করার জন্য প্রস্তুত হয়।তারা আবার এই গলির, সেই গলির নেতা।এই নতুন চুল উঠা ছেলেদের একটাই ডাইলোগ -* আমি জুতা মুছা ভাইয়ের ছোট ভাই *আমার সাথে গ্যান-জ্যাম করতে আইসো না। আমি নতুন বেলেট দিয়ে তোমাদের **ল কেটে দিবো।এতো যে ভাই,কাজের সময় থাকেন কোথায়?? আমার তো কোন এলাকায় জুতা মুছা বা জুতা মালিশ করা ভাই নেই তাহলে এখন আমার কি হবে??আমি কি এই দেশের নাগরিক হতে পারবো না?? ভাই এইসব **ল দিয়া কোন কাজ নেই।পারলে নিজের হ্যাডাম নিয়া চলেন।

এইসব কথা বলার একটাই কারণ- আমাদের এলাকায় ৭ জন নেতা আছে। মাসে তাদের ১ টা করে প্রোগ্রাম থাকে। তারা এতো বড় নেতা যে - এলাকার নতুন চুল উঠা ছেলেদের পিছনে-পিছনে ঘুরে। তারা ওইসব ছেলেদের এক প্রকার পাশে থাকার আশা দিয়ে লেলিয়ে দেয়। সদ্য চুল উঠা ছেলেরা আশকারা পেয়ে নানারকম খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। মজার কাহিনী হচ্ছে - আমাদের এলাকার যেই ৭ টা নেতা আছে তাদের সবাই আমাকে ফোন দিয়ে বলতেছে তাদের কিছু পোলাপাইন দিতেই হবে। না দিলে তারা আমার উপুর রাগ করবে। এলাকায় কোন গ্যান-জ্যামে পরলে দেখবে না আরো কত কিছু। এখন আপনারাই বলেন আমি ওই ৭ জন নেতার মধ্যে কোন নেতাকে পোলাপাইন দিবো। ৭ জনই আমাকে নানারকম কথা বলে। এখন আমি কি করবো? তাদের কথা যদি অমান্য করি তাহলে কি জাতি আমাকে মেনে নিবে???

বি:দ্র: কিছু অশালীন ভাষা হয়তো ব্যাবহার করেছি এজন্য দুঃখিত ও লজ্জিত। আমি কোন প্রকার রাজনৈতিক উদ্দেশ্যে এই পোস্ট করিনি। আমি রাজনীতির সাথে জড়িত না। আমি রাজনীতি করি না। বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছি। আমার সাথে ঘটে যাওয়া বাস্তব চিত্র তুলে ধরেছি।ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই ও প্রিয় সিনিয়র ব্লগারদের কাছে এই বিষয়ে মন্তব্য আশা করছি। এখন আমার কি করা উচিৎ??

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

প্রতীক মজুমদার বলেছেন: তাদের বলে দিন। ভাংতি নাই। :D

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৫

কাইকর বলেছেন: হা হা হা।এটাই কি সঠিক প্রতিউত্তর?

২| ১১ ই জুন, ২০১৮ দুপুর ২:১০

নাজিম সৌরভ বলেছেন: নেতার চেয়ে এই দেশা 'খ্যাতা' বেশি ভাই । নেতা হওয়া কি এতো সহজ ?

১১ ই জুন, ২০১৮ দুপুর ২:২৯

কাইকর বলেছেন: ভাই খ্যাতা গুলাই তো নেতা বলে দাবী করে।এটাই তো খারাপ।

৩| ১১ ই জুন, ২০১৮ দুপুর ২:৩১

কামরুননাহার কলি বলেছেন: আপনে তো বেশ বাটে পরে গেলেন ভাইয়া। হাহাহাহাহা।

১১ ই জুন, ২০১৮ দুপুর ২:৫২

কাইকর বলেছেন: দেখা যাক কি হয়!!

৪| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:২১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: এসব দেখে দুঃখ লাগে। স্বাভাবিক কোন বুদ্ধি মাথায় খেলে নাহ।

আমার স্বল্প জ্ঞানে বলছে, আপনার সামনে তিনটে পথ আছে।
এক) ওদের সবাইকে বলেন, তাদের বোন বা নিকট আত্মীয়কে আপনার কাছে বিয়ে দিতে, আপনি পোলাপান পয়দা করার প্রকল্পে নেমে যান, সংসারের ভাতা ওদের থেকে নিবেন।
দুই) নেতারও নেতা থাকে। সাত জনের যে নেতা আছে, সেই নেতারও নেতা আছে। সেই নেতার সাথে সখ্যতা গড়ে তুলুন। তখন এরাই আপনার জন্য জুতা মোছা, জুতা পালিশ, আর নতুন বেলেট ( :P ) নিয়ে দাঁড়িয়ে থাকবে।
তিন) এসব কিছুই না পারলে বিবাগী হয়ে দেশ ছাড়ুন, নিদেন পক্ষে এলাকা।

১১ ই জুন, ২০১৮ রাত ৯:৫০

কাইকর বলেছেন: ধন্যবাদ মোবাইল।

৫| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৯

লাবণ্য ২ বলেছেন: দারুন লিখেছেন!

১১ ই জুন, ২০১৮ রাত ৯:৫০

কাইকর বলেছেন: ধন্যবাদ।

৬| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: এরা নেতা না এরা কুলাঙ্গার।

১১ ই জুন, ২০১৮ রাত ৯:৫১

কাইকর বলেছেন: ভাই ঠিক বলেছেন।

৭| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছাত্রাবস্থায় রাজনীতি সমর্থন করা যায় না...

১১ ই জুন, ২০১৮ রাত ৯:৫১

কাইকর বলেছেন: হুম

৮| ১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৫৮

সোহানী বলেছেন: একি অবস্থা! সবাই নেতা হলে জনতা কে হবে??? ভালোতো দেশ তাহলে সতত্যিই এগিয়ে যাচ্ছে..........

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:০৭

কাইকর বলেছেন: আশে-পাশের তো এই অবস্থাই দেখি এখন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.