নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

"স্কুল-কলেজের প্রেম-ভালবাসা ও শেষ পরিণতি" (কল্পকাহিনী)

১২ ই জুন, ২০১৮ রাত ১২:০৩


__________________ ________________________

স্কুল ও কলেজ জীবনে সবার মাঝেই একবার না একবার প্রেম-ভালোবাসা নামের একটা বিশেষ অনুভূতি জন্ম নেয়। বিশেষ করে ক্লাস টেনে উঠলে ছেলে-মেয়েদের মাঝে এর প্রবণতা বেশী দেখা দেয়।কলেজে উঠলে তো কথায় নেই! ছেলে-মেয়েরা এগুলার মাঝে ঢুবে থাকতে-থাকতে কবে যে পরিক্ষা চলে আসে সেটাই বুঝতে পারে না। তবে মজার বিষয় হলো-- এসকল প্রেমের মাঝে আবার রোমান্টিকতার ছোয়া বেশী থাকে। এই যেমন-- চোখের ইশারায় কথা বলা,প্রতি মাসে একজন আরেকজনকে কিছু উপহার দেওয়া। মাঝেমধ্যে কলেজ ফাকি দিয়ে সিনেমা দেখা।রাস্তা দিয়ে দুজন দুজনার হাত ধরে হাটা ও ইত্যাদি।

আমার মতে স্কুল-কলেজের প্রেম-ভালোবাসার মধ্যে রোমান্টিকতা বেশী থাকে। থাকে নানারকম খুনসুটি। ছোট-ছোট বিষয় নিয়ে রাগারাগি। তাড়া পড়ার টেবিলে বসে নানারকম স্বপ্ন সাজাই। ভালোবাসার মানুষটির সাথে সারাজীবন থাকার প্রতিজ্ঞা করে। কেউ-কেউ আবার আগে থেকেই ছেলে-মেয়ের নাম ঠিক করে রাখে।নতুন কিছু সবার ভাল লাগে। তাই তাদের প্রেম-ভালোবাসাগুলোও মধুর হয়। তাড়া এটাও প্রতিজ্ঞা করে যে, তাড়া একজন আরেকজনকে ছাড়া কখনো দূরে চলে যাবে না। আরো নানারকম খুনসুটি।যাইহোক, আমি এতক্ষণ যাবত স্কুল-কলেজের প্রেম-ভালোবাসার কথা বলছিলাম।

এখন আমি একটা বাস্তব জীবনের কল্পকাহিনী বলবো------------------------ :

মামুন ও সেঁজুতি দুজন একই ক্লাসে পড়ে। ক্লাস টেনে পড়া অবস্থায় তাদের মধ্যে প্রেম-ভালোবাসা নামক একটা অনুভূতির জন্ম হয়। ভালোই চলছিলো দুজনের। উপরে বলা সব কথাগুলোর একটিও বাদ নেই তাদের দুজনের প্রেম-ভালোবাসার মধ্যে।একজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসে।একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারে না। এভাবে এইসএসসি পরিক্ষা শেষ হয়ে গেল। কথা চলছে তাদের মাঝে মুঠোফোনে আবার মাঝেমধ্যে দেখাও হচ্ছে।হঠাৎ একদিন সেঁজুতি মুঠোফোনে কল দিলো মামুনকে --------------:
____ হ্যালো!
____ হুম বলো সেঁজুতি।
____ মামুন! আমার বিয়ে ঠিক করেছে বাবা।
____ মানে?
____ হুম।আমি কি করবো বুঝতে পারছি না।
____ কার সাথে বিয়ে ঠিক করেছে তোমার বাবা?
____ জানিনা। সে ব্যাংকে চাকুরী করে এতটুকু জানি।
____ ওহ ভালো।
____ তুমি এটাকে ভাল বলছো কিভাবে?আমাকে ভালোবাসো না তুমি?
____ হুম ভালোবাসি।
____ তাহলে কিছু একটা করো।
____আমি কি করতে পারি এখন!
____ এখন বলতেছো -কি করতে পারি! যখন ভালোবেসেছিলে তখন মনে ছিলো না এসব কথা?
____ তোমার কি মনে ছিলনা! আমি না হয় ভুল করেছি।
____ মামুন প্লিজ তোমার বাবাকে বলে দেখ।
____ আরে.... বাবাকে এখন বিয়ের কথা বললে বাবা আমাকে মেরে ফেলবে।সবেমাত্র এইসএসসি পরিক্ষা দিয়েছি। আমার কি বিয়ে করার বয়স হয়েছে। তোমাকে বিয়ে করে খাওয়াবো বা কী। নিজেই তো বাপের হোটেলে খাই।
____ এতো কিছু বুঝেও কেন আমাকে ভালোবেসেছিলে?
____ তখন বুঝিনি।এখন বুঝতে পারছি বাস্তবতা কি।তোমাকে এখন বিয়ে দিলে মানাবে কারণ- তুমি মেয়ে।কিন্তু আমি যদি এই বয়সে বিয়ে করি তাহলে কি মানাবে??
____ আমার কিছু বলার নেই।
____ হুম।আগে যদি বুঝতাম যে, একই ক্লাসে আর সমবয়সীর সাথে প্রেম করা আর অন্যের বউ পাহাড়া দেওয়া সমান কথা। তাহলে আর এগুলা করতাম না।
____ এসব কথা তুমি কিভাবে বলছো?? তুমি না আমাকে না দেখে থাকতে পারো না!
____ এখন থেকে পাড়বো। আজ বিয়ে দিলে কাল তোমার সন্তান হবে। তাতে তোমাকে মানাবেও কারণ-তুমি মেয়ে।
____ মামুন এটা ভালোবাসা ছিলো না।
____ হুম।এটাই বাস্তবতা সেঁজুতি। বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি এখন। আমি যাদের বিয়ে করবো তারা তো সবেমাত্র ক্লাস ফোরে বা ফাইভে পড়ে। এটাও বাস্তবতা। যা আমি আগে বুঝিনি।
____ হুম সেটাই। ভাল থাকবে।
____ হুম তুমিও ভাল থাকবে। আশা করি খুব তাড়াতাড়ি মামা হতে পাড়বো।

________________________________________
এটি একটি কল্পকাহিনী। তবে,এটাই বাস্তবতা।আমি কিছুটা বুঝানোর জন্য এই কল্পকাহিনী সাজিয়েছি। সব গল্প আবার এমন না। তবে এটাই বাস্তবতা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:১৩

ত্রিকোণমিতি বলেছেন: হাইস্কুলের ছেলেগুলো যাদের বিয়ে করবে তাদের মায়ের সাথে প্রেম করে :P :P হাহা। তবে স্বপ্ন দেখে ঠিকই ক্লাসমেটকে বিয়ে করার।

১২ ই জুন, ২০১৮ রাত ১২:১৬

কাইকর বলেছেন: ভাই ঠিক বলেছেন।এই বয়স টা খুব ভয়াবহ

২| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: বাহ!! অল্প বয়সে খুব বাস্তব অভিজ্ঞতা হয়েছে আপনার।

১২ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৫

কাইকর বলেছেন: হয়তো........

৩| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

অশুভ বলেছেন: ভাল লিখেছেন। তবে স্কুলের প্রেম যে একেবারেই পরিণতি পায় না, তা মনে হয় ভূল। আমি নিজেই তার উদাহরণ। ;)

১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:০৪

কাইকর বলেছেন: আমি কিন্তু নিচে সেই বিষয়ে বলে দিয়েছি

৪| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:১৫

সৈয়দ ইসলাম বলেছেন: কাইকর,
লেখার গতি ধরে রেখো ভাই। দু'আ থাকলো তোমার জন্য।

১৩ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪০

কাইকর বলেছেন: ধন্যবাদ ভাইজান। পাশে থাকবেন

৫| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:২৬

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: বাস্তবিক গল্প। ভালো লাগল। শুভ কামনা।ভাই।

১৩ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪১

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.