নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

হেল্প পোস্ট । প্লিজ হেল্প মি!!

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০


যদি এই বিষয়ে আপনার জানা থাকে তাহলে নিজের ছোট ভাই মনে করে একটু সময় নিয়ে মন্তব্য করবেন ।

যদি আমি ইংলিশ স্পিকিং ও আইসিটি তে খুব দক্ষ হই তাহলে কি ইউরোপের কোন দেশের ভিসা পাবো ? বা সম্ভবনা আছে??
ইউরোপের যে কোন দেশে ঢুকার জন্য আমার কোন বিষয়ে বেশী গুরুত্ব দিতে হবে?? বা ইউরোপের কোন দেশের ভিসার জন্য কি বিষয়ে বেশী দক্ষ হতে হবে??

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আএলটিএস দিতে পারেন । কোচিং করলে সব তথ্য পেয়ে যাবেন ।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭

কাইকর বলেছেন: আএলটিএস মানে বুঝলাম না!!!সেলিম ভাই একটু কি খোলামেলা ভাবে বলবেন ।

২| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৬

দূর পাহাড়ে বলেছেন: আপনাকে এইচএসসি যথাসম্ভব ভাল করতে হবে। আইএলটিএস টোফেলে ভাল করতে হবে। ইউরোপে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আপনাকে আবেদন করতে হবে। সেক্ষেত্রে ওইদেশের ভার্সিটিগুলোতে নজর রাখতে হবে। কখন সার্কুলার হয় এসব জানতে একটি হাইয়ার এডুকেশন ফার্মের সংগে যোগাযোগ রাখতে হবে। আন্ডারগ্রাজুয়েটে ভর্তি হতে গেলে একাডেমিক ভাল রেজাল্ট ভাল কাজ দেয়। ইউরোপে হাইয়ার এডুকেশনে আছেন এমন কারো পরামর্শ নিতে পারেন।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

কাইকর বলেছেন: আমি কি চাইলে পড়াশুনার পাশাপাশি অন্য কোন পেশায় নিয়োজিত হতে পারবো ??? আর আমি চাচ্ছি যে, এইসএসসি তে ভাল রেজাল্ট করে ইউরোপের কোন দেশে ঢুকে যাবো (IT) এর উপর দক্ষ হয়ে ।সেটা কি সম্ভব?? আমি মানবিক শাখাতে পড়াশুনা করি ।ইংরেজি স্পিকিং আর ( IT)এর উপর দক্ষ হয়ে ইউরোপে ঢুকতে চাচ্ছি ।

৩| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

কথার ফুলঝুরি! বলেছেন: আপনি কি ব্যাচেলর এর জন্য যেতে চাচ্ছেন ?
যদি আপনি এইচ এস সি মানবিক এ করে থাকেন সেক্ষেত্রে আপনার আই টি এর জন্য অফার লেটার পাওয়া কঠিন হবে। কারন ব্যাকগ্রাউন্ড ম্যাচ করবেনা।

@সেলিম আনোয়ার বলেছেন: আএলটিএস দিতে পারেন---- "লেখক বলেছেন: আএলটিএস মানে বুঝলাম না!!!সেলিম ভাই একটু কি খোলামেলা ভাবে বলবেন " ------- সেলিম আনোয়ার ভাইয়া IELTS এর কথা বলেছেন। "ই' টা টাইপিং মিস্টেক এ বাদ পড়ে গিয়েছে।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

কাইকর বলেছেন: হুম ব্যাচেলর হিসেবে যেতে চাচ্ছি ।আমি এইসএসসি মানবিক শাখায় ছাত্র।ইংলিশ স্পিকিং এন্ড (IT) এর উপর দক্ষ ।তাহলে কি আর কোন উপায় নেই ?

৪| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪

রাকু হাসান বলেছেন: শুধুমাত্র ইংরেজিতে দক্ষ হয়ে তার উপর নির্ভর করে ইউরোপে আমার মতে ভিসা পাবেন না ,যারা যায় তারা ইংরেজি শেখে যায় ,কমন বিষেয়ের মত । আপনি যদি ইন্টারে ভাল রেজাল্ট পাশাপাশি যদি আইএলটিএস এ ৭++ স্কোর রাখতে পারেন তাহলে মনে হয় একটু ছাড় বা সুবিধা বেশি পাবেন । যদি এক্সট্রা কারিকুলাম দক্ষতা দেখাতে পারেন তাহলেও সুযোগ ভাল পাবেন আশা করি । আইটির উপর দক্ষ হয়ে ইউরোপে ঢুকতেচাচ্ছেন ,সেখানে এই সব দক্ষ লোকের অভাব নেই । তবু উচ্চ মানের দক্ষতা অর্জন করতে পারবেন তাহলে কিছূ কোম্পানি আপনোকে সুযোগ দিবে জব করার । কোন বিষয়ে দক্ষ সেটার উপর এবং মার্কেট চাহিদার উপর নির্ভর করছে । এই ধরেন আপনি ডাটা সাইন্স এ দক্ষ,তাহলে বলার অপেক্ষা থাকে না ,আপনি সুযোগ পাবেন ই ,তবে এটা শেখার জন্য যথেষ্ট সময় দরকার । বিঃদ্র ডাটা সাইন্স বাংলাদেশে শুধূমাত্র বাংলাদেশ সাইন্স সোসাইটি সল্প পরিসরে প্রবাসি বাংলাদেশের সাহায্যে একটি মাত্র অনলাইন কোর্স চালু করছে ।এনড্রোয়েট,প্রোগ্রামিং মত বিষয়ে খুব দক্ষ হলে সুযোগ তাড়াতাড়ি আসার কথা । সুতারাং আমি মনে করি এক্সট্র কারিকুলাম এর পাশাপাশি একাডেমিক রেজাল্ট এর উপর গুরুত্ব দেওয়া উচিত । তাহলে স্কলাশিপ পাওয়া সহজ হবে ,আইএলটিস ও এক্সট্রাকারিকুলাম এগিয়ে রাখবে ইউরোপে সুযোগ পাওয়ার । ডিরেক্টশনের উপর বিদেশে কোন শিক্ষা নেওয়ার ইচ্ছা আছে নাকি ?

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

কাইকর বলেছেন: হুম ডিরেকশনের উপর ইচ্ছা আছে শিক্ষা নেবার ।অন্য কোন কি উপায় নেই ভাল কোন দেশের ভিসা পেতে ??

৫| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪

আমি নই বলেছেন: "ইউরোপে ঢুকতে চাচ্ছি" আপনি কি অবৈধ ভাবে যেতে চাচ্ছেন? আমার মনে হয় বৈধ ভাবে যেতে হলে আইটিতে দক্ষতা প্রমানের জন্য কোনো মান সম্মত ইউনিভারর্সিটির সনদ লাগবে।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫

কাইকর বলেছেন: অবৈধভাবে ঢুকতে চাইলে আর এখানে পোস্ট করব কেন!! মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

৬| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫

আমি নই বলেছেন: লেখক বলেছেন: অবৈধভাবে ঢুকতে চাইলে আর এখানে পোস্ট করব কেন!! মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

সাধারনত যারা অবৈধভাবে যেতে চায় তারাই "ঢুকতে চাচ্ছি" টাইপের উদ্দেশ্যহীন (অনেকটা এমন যে যেন তেন ভাবে ইউরোপ মহাদেশে যেতে পারলেই হয়) শব্দ ব্যবহার করে, তাই জিজ্ঞাসা করেছি।

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

কাইকর বলেছেন: হুম ।আপনি খুব ভাল বুঝেন ।বলা যায় এক দাপ বেশি বুঝেন সবার থেকে

৭| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩

রাকু হাসান বলেছেন: ডিরেক্টশনের উপর নিতে হলে অর্নাস শেষ করে নিতে পারেন ,ভাল বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে অর্নাস চায় । এছাড়া প্রাইভেট ভাবে ডিপ্লোমা করতে পারবেন তবে খরচ অনেক বেশি পড়বে । ছাত্র হিসাবে ভিসা পাওয়া টাই বেটার মনে হয় ,

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

কাইকর বলেছেন: হুম সেটাই চেষ্টা করব

৮| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: ভাষা কোনো সমস্যা।
কোন ভিসায় যাবেন?

ডিলেটলস লিখুন।

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

কাইকর বলেছেন: স্টুডেন্ট ভিসা বা অন্য যে কোন ভিসা ।এক কথায় ইউরোপের কোন এক দেশে যেতে চাইছি ।রাজীব ভাই ব্লগে প্রথম থেকেই আপনার মন্তব্য থেকে অনুপ্রেরণা পাচ্ছি আমি ।সবসময় পাশে থাকেন আপনি।ভাইয়া আপনি যদি এই বিষয়ে ডিটেইল পরামর্শ দিতে চান তাহলে অন্য কোন উপায় বের করতে হবে আমার ।আপনার পরামর্শ খুবই দরকার আমার।আপনার অন্য যেকোনো একটি সাইটের নাম বলুন।যেখান থেকে আপনার সাথে কথা বলতে অনেক সুবিধা হবে।অপেক্ষায় রাজীব নুর ভাই।

৯| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: সবচেয়ে ভালো হয় আপনি ট্রাভেলস এজেন্সীর সাথে যোগাযোগ করুন।

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

কাইকর বলেছেন: হুম

১০| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কানাডায় অনেক ভার্সিটি আছে আই ই এল টি এস ছাড়ায় যাওয়া যায় ।আরো
স্কটল্যান্ড , আয়ারল্যান্ড যাওয়াও সহজ।।।স্টুডেন্ড ভিসার জন্য কোন দালাল বা এজেন্ট এর কাছে না গিয়ে ।।। সরাসরি হাই কমিশনের অফিসে কনসাল্টেন্ট থাকে ।আইনজীবী তাদের সাথে যোগাযোগ করুন।ঢাকা এমন কনসাল্টেন্ট অভাব নাই। আবার বলছি দালাল রা আপনার সাহায্য করবে না।টাকা খাবে ।আর ভুয়া ভিসায় পাঠিয়ে জেলে পাঠাবে

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৭

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই

১১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কানাডায় অনেক ভার্সিটি আছে আই ই এল টি এস ছাড়ায় যাওয়া যায় ।আরো
স্কটল্যান্ড , আয়ারল্যান্ড যাওয়াও সহজ।।।স্টুডেন্ড ভিসার জন্য কোন দালাল বা এজেন্ট এর কাছে না গিয়ে ।।। সরাসরি হাই কমিশনের অফিসে কনসাল্টেন্ট থাকে ।আইনজীবী তাদের সাথে যোগাযোগ করুন।ঢাকা এমন কনসাল্টেন্ট অভাব নাই। আবার বলছি দালাল রা আপনার সাহায্য করবে না।টাকা খাবে ।আর ভুয়া ভিসায় পাঠিয়ে জেলে পাঠাবে

১২| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: ফেসবুকে অনেক গ্রুপ আছে সেগুলো তে এড হতে পারেন, অনেক তথ্য পাবেন।
Bangladeshi Student Association in Hungary
Bangladeshi Students Association in Europe
বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে আমার পোস্ট

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৮

কাইকর বলেছেন: ধন্যবাদ ভাই

১৩| ১৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৭

জগতারন বলেছেন:


ব্লগার আব্দুল্লাহ্ আল মামুন -এর মন্তব্যটি একান্তভাবে অনুসরন করার জন্য বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রীদের বিনীতভাবে অনুরোধ করছি। এতে কনসাল্টেন্ট-দের অতি কথন ও প্রতারনা থেকে বাপের কষ্টার্জিত টাকা অপচয় ও বিড়ম্বনা থেকে নিজের আত্মা শান্তি পাবে ও অভিজ্ঞতা অর্জন হবে, এবং চেষ্টায় লেগে থাকলে এক সময়ে ঠিকই বিদেশে এসে পড়াশুন আরম্ভ করা হয়েছে দেখা যাবে -এ প্রতিশ্রুতি দিচ্ছি ও পরিক্ষিত।

আমি আজ থেকে অনেক বছর আগে কনসাল্টেন্ট ব্যাতিত একক প্রচেষ্টা ও অণ্যান্য বিদেশে এসে পড়াশুনা করা ইচ্ছুক বন্ধুদের সহযোগিতায় নূন্যতম খরচের অ্যামেরিকায় ছাত্র ভিসায় এসে পড়াশুনা করেছি।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২২

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই

১৪| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১১

সিগন্যাস বলেছেন: কমেন্টে দেখলাম আপনি মানবিক শাখায় পড়ছেন । আসলে ইউরোপে ইঞ্জিনিয়ারদের কদর বেশি । আর ইংলিশ সেখানে তেমন পপুলার না তাই আইএলটিএস , টোফেল এইসব কোন কাজে আসবে না । আর তাছাড়া এইচএসসির পর উচ্চশিক্ষার বাইরে যাওয়া কোন ভাল চয়েস না । অনার্স শেষ করে এপ্লাই করার চেষ্টা করতে পারেন ।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৫

কাইকর বলেছেন: ইউরোপ ছাড়া অন্য কোন ভাল দেশে যেতে পাড়বো কি??

১৫| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৬

নতুন বলেছেন: প্রশ্ন ০১:- ইউরোপে কি শিক্ষার জন্য যাবেন? না কি কাজ করে টাকা আয়ের জন্য যাবেন?

প্রশ্ন ০২:- শিক্ষার জন্য খরচ কি বাড়ী থেকে দেবেন নাকি আয় করে ফি দেওয়ার পরিকল্পনা করছেন?

কোন কোন দেশে যাবার ইচ্ছা আছে... ইটালী/জামানী/ডেনমাক/সুইডেন এদের ইংরেজীর কদর কম...তাদের নিজেদের ভাষা শিখতে হবে ঐখানে গিয়ে...

পরামশ`:- অবৈধ ভাবে কখনোই বিদেশে যাবেন না। আর দালাদের গল্পে বিশ্বাস করবেননা।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৪

কাইকর বলেছেন: আমি নিজের টাকায় পড়াশোনা করি নবম ক্লাস থেকেই। আমি ইউরোপের কোন দেশে গিয়ে পড়াশোনার পাশাপাশি আয় করতে চাই। আমি আমার নিজের টাকা দিয়েই পড়াশোনা শেষ করতে চাই ।এটা কি সম্ভব?

১৬| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫০

নতুন বলেছেন: https://www.study.eu/

https://www.topuniversities.com/where-to-study/region/europe/guide

https://www.gooverseas.com/blog/10-universities-where-you-can-study-abroad-in-english

https://ec.europa.eu/education/study-in-europe/welcome/reasons_en

https://europe.graduateshotline.com/free-education.html

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬

কাইকর বলেছেন: সব লিনক ভালভাবে আসে নি

১৭| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

নতুন বলেছেন: জানতে হবে আরো অনেক কিছু.... এই লিংকটা কপি করে ব্রাইজারে পেস্ট করলেই কাজ হচ্ছে.... এখানে হাইপারলিংকটা ঠিক মতন হয় নি।

তোমার জানার বিষয় গুলি সবই গুগুলে আছে... অনেক তথ্য পাবে নেটে...

কাজ করে আয়ের অভ্যাস যেহেতু আছে তবে অবশ্যই পড়ার পাশাপাশি আয় করতে পারবে ।

কিন্তু পাটটাইম আয়ে মনে হয় না টিউশন ফির পুরোটা সম্ভব হবে। তাই বাড়ী থেকে সাপো`টের ব্যবস্থার ব্যাকআপ থাকা ভালো।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৯

কাইকর বলেছেন: ধন্যবাদ ভাই ফের কষ্ট করে মন্তব্য করার জন্য

১৮| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: কাইকর ভাই আপনি ট্রাভেলস এজেন্সীতে যোগাযোগ করুন।
তারা আপনাকে সব বুঝিয়ে দিবেন।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:০০

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.