নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

আমি পাগল নহে। (ছোট গল্প)

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯


অপ্সরা ভালোবাসার রঙিন ফানুস আমার সাথে উড়িয়ে সুরক্ষা মালা পড়িয়েছে প্রবাসী চয়নের গলায়।
এককালে খুব করে বুনো আদর দিত আমাকে সে।আদর করে আমাকে গুড্ডি বলে ডাকত।হঠাৎ করে কি এমন হয়ে গেল বুঝতেই পারলাম না!সাতসকালে বন্ধু তপন কল দিয়ে বলে, অপ্সরার বিয়ে হয়ে গেছে।শার্টের উপরের দুটো বোতাম খোলা থাকায় আমার আধা ময়লা বুকের লোমগুলো আঙ্গুল দিয়ে আনমনে প্যাঁচাতে প্যাঁচাতে চোখের জল ফেললাম কিছুক্ষণ।অপ্সরা এখন পাড়ি জমিয়েছে নীল তিমির দেশে। যেখানে সাতসকালে উঠে ব্ল্যাক কফির সাথে থাকে সুস্বাদু বার্গার।

ছোটবেলায় মা বাবা হারিয়ে বড় হয়েছি বড় ফুপুর বাসায়।নানারকম অপমান সহ্য করতে না পেরে বেরিয়ে আসি ওখান থেকে অজানা উদ্দেশ্যে।ঐদিন ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলাম,মুক্তি পেয়েছে আমি। সত্যি মুক্তি পেয়েছি ।মুক্তি পেয়েছি আমি......
অপ্সরার বিয়ে হয়ে যাবার পর জীবনটা কেমন যেন ম্যাড়মেড়ে হয়ে গেল।একাকীত্ব ভালো লাগা শুরু করলো।চেনা জানা মানুষ গুলোকে রেখে ভিড় জমানো শুরু করলাম রাতের আঁধারে আধোআলো ল্যাম্পোস্টের নিচে থাকা কুকুর গুলোর সাথে!

আমি এখন পাগল।মানুষ আমাকে এখন পাগল বলে শুধায়।প্রকৃতির নিয়মে আমার সাথে পরিচয় হয় গাজাখোর কামালের।কামাল রোজ বিকেলে স্বার্থ ছাড়াই আমাকে গাঁজা দিয়ে যায়।পাগলের সাথে পাগলের মিল!অতিরিক্ত পরিমাণ গাঁজা খাওয়ায় মাতা আউলেছে।আজ ১৭ তারিখ ।ভুলও হতে পারে!কারণ-আমি পাগল।কখন কি বলি ঠিক নেই তার।এক চাদরে ছয় ঋতু কাটাই।উদ্যানে রাখা ময়লা সিমেন্টের ব্যাগের উপর মাথা রেখে রাতে ঘুমিয়ে থাকি পুলিশের লাথি খেয়ে।শীত আসন্ন।এইতো আর কিছুদিন পর ......আচ্ছামতো গায়ে চাদর জড়িয়ে গাজা টানবো।

আমার পুরনো বন্ধুরা মাঝেসাঝে দেখা করতে আসে আমার সাথে।সেদিন কার কাছ থেকে যেন শুনে দেখা করতে এসেছিল একসময়ের ঘনিষ্ঠ বন্ধু তপন।সে তো নাছোড়বান্দা,আমাকে নিয়েই যাবে যেকোনোভাবে।চিকিৎসা করাবে।ভালো মন্দ খেতে দিবে।তোষক পাতা বিছানায় ঘুমোতে দিবে। আমি সবকিছু শুনে আমার বিচ্ছিরি দাড়ি চুলকাতে চুলকাতে বললাম,দোস্ত পঞ্চাশটা টাকা দিবি??এক পোটলা গাঁজা কিনতাম।দোস্ত আবার হতাশায় স্তব্ধ হয়ে শালা খোর বলে ঠিক তিন হাত দূরে থুথু ফেলে রেখে চলে গেল।
মাঝে মাঝে খুব মরে যেতে ইচ্ছে করে। ইচ্ছা করে গাছের পাতার ফাঁকে সেই অন্ধকার হয়ে যায়।
আমি পাগল নই।আমি মানুষ।রাস্তাঘাটে শুয়ে থাকলেই কেউ পাগল হয়ে যায় না।আমারও খিদে লাগে। কেউ মারলে ব্যথা পাই ।কামবোধ জাগ্রত হয়।অপ্সরাকে প্রথম কোমর জড়িয়ে চুমু খাওয়ার কথা মনে পড়ে।পতিতা মাধুরী কখনো ভাই ডেকে রাতের খাবারের ভাগ দিলে চোখের কোণে জল জমে।চাদের আলো এড়িয়ে সেটা কাউকে দেখতে দেই না।

শীত এসে শীত যায়।গায়ের উত্তাপ একটাবার এসে দেখে যাবার কেউ নেই।এখন আর চোখের দুপাশ দিয়ে গড়িয়ে পড়া জল মুছবার তোড়জোড় করিনা।ভোর সকালে চোখের দুপাশে লেপ্টে থাকা জলের দাগ মুছবার তোড়জোড় করিনা।বখাটে রোদ খুব সমারোহে চোখে লাগার পরেও ময়লাযুক্ত টি-শার্ট পরা ছেলেটা জোর করে চোখ বুজে পেট বুজে শুয়ে থাকে।তোমরা দূর থেকে যাকে উঁচুগলায় নিচুমতোন পাগল বলে গর্ববোধ কর।

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ট্রাজেডি।লিখতে থাকুন। একসময় অসাধারণ গল্প হয়ে ওঠবে আপনার সেসব লেখা পড়ার প্রত্যাশায় থাকলাম ।

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

কাইকর বলেছেন: আপনারা মন্তব্য করলে অনুপ্রেরণা পাই।মাঝখানে লেখা বন্ধ করে দিয়েছিলাম আবার শুরু করলাম দেখি কি হয়।

২| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

বলেছেন: ভালবাসা ই আমাকে- তোমাকে ভুগায়--

চমৎকার

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।ধন্যবাদ আপনাকে

৩| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১২

কাছের-মানুষ বলেছেন: আপনি লেখতে থাকুন। লেখা চালিয়ে গেলে আসতে আসতে বৈচিত্র নিয়ে আসতে পারবেন লেখায়!

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

কাইকর বলেছেন: হয়তো ।দোয়া রাখবেন সবসময় ।ধন্যবাদ আপনাকে

৪| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জীবনে বেঁচে থাকার জন্য সততার সাথে যুদ্ধ করার নামই সংগ্রাম।

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

কাইকর বলেছেন: কথা সত্য ।তবে,অনেক সময় চাইলেও বেঁচে থাকার জন্য সততার সাথে যুদ্ধ করা যায় না।

৫| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট - যেমন কর্ম তেমন ফল(ছোট গল্প) পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
এটা পরে আবার এসে পড়বো।

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১

কাইকর বলেছেন: আপনার মন্তব্যের অপেক্ষায়

৬| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সনেট কবি বলেছেন: চমৎকার

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।ধন্যবাদ প্রিয় সনেট কবি

৭| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সিগন্যাস বলেছেন: সেলিম ভাইয়ের সাথে সহমত

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

কাইকর বলেছেন: আপনি নিজ থেকে আলাদা ভাবে ভাল-মন্দ বললে খুশি হতাম ।

৮| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ব্লগ মাস্টার বলেছেন: দারুন। :-/

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

কাইকর বলেছেন: ধন্যবাদ ভাই ।

৯| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

নতুন নকিব বলেছেন:


Good! +

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কাইকর বলেছেন: হুম ।আপনাকে ধন্যবাদ

১০| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

স্রাঞ্জি সে বলেছেন: বর্তমান ভালবাসা গুলি কি এরকমই হয়..??

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কাইকর বলেছেন: হয়তো বা ।আপনার অভিজ্ঞতা আছে কিনা আগের??

১১| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

জুন বলেছেন: কাইকর আপনার ছোট গল্পটি অনেক বড় মাপের একটি দাগ কেটে গেল মনের মাঝে ।
তবে ঘটনা যাই হোক এই সব গাজা বা মাদক যাই বলেন কোন অবস্থাতেই তা গ্রহন আমার কাছে গ্রহনযোগ্য নয়।
গল্পে ভালোলাগা ৪ ।
+

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।ধন্যবাদ আপনাকে

১২| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রেম করার সময়ই প্রেম ভাঙার কথা মাথায় রাখা উচিত। তাহলে আর পাগল হতে হবে না...

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

কাইকর বলেছেন: কথা সত্য ।কেউ কেউ যে বুকের মধ্যে একরাশ স্বপ্ন নিয়ে প্রেম করতে যায় তাদের দশাই আজ এমন মনে হয় ।মিছেমিছি মনকষাকষি এসব প্রেম-ভালোবাসায় জুড়ি নেই।

১৩| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৭

শামচুল হক বলেছেন: মন্দ নয় - - -

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৪| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৯

পদ্মপুকুর বলেছেন: একটা থেকে অন্যটা বেশ আলাদা। ভালো। ইদানিং ব্লগে বেশ ভালো ভালো গল্প পড়ছি। ব্লগটা অনেক চনমনে লাগছে।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।ধন্যবাদ আপনাকে ।সবাই মিলে একসাথে এভাবে আরো জমাই তুলতে হবে ব্লগটিকে ।

১৫| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৫

আখেনাটেন বলেছেন: ওহে কাইকর ভায়া, তুমি তো সে দিনই অপ্সরাকে মেরে ফেললে কোনো একটা গল্পে। আজকে আবার ফিরে এনেছ। ভাঙিছ-গড়িছ এ কোন খেলায় মেতেছ ব্রো। :P

যাহোক গল্প ভালো হয়েছে। অারো সুন্দর গল্পের অপেক্ষায়।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩১

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।ধন্যবাদ আপনাকে

১৬| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: :: কিরে মন খারাপ কেন?
:: চাকু ঠেকিয়ে ছিনতাইকারী তিন লাখ টাকা নিয়ে গেছে।
:: তুই যে গত সপ্তাহে একটা পিস্তল কিনলি?
:: ওটা লুকিয়ে রেখেছিলাম বলে নিতে পারেনি, নইলে তো ওটাও নিয়ে যেত।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৫

কাইকর বলেছেন: আপনার কঠিন ভাষার মন্তব্য ভালভাবে বুঝলাম না রাজীব নুর ভাই

১৭| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার কঠিন ভাষার মন্তব্য ভালভাবে বুঝলাম না রাজীব নুর ভাই

আন্তরিকভাবে দুঃখিত।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

কাইকর বলেছেন: দুঃখ প্রকাশ করছেন কেন প্রিয় ভাই !!!একটু গুছিয়ে সহজ-সরলভাবে বললেই তো বুঝতে পারতাম।

১৮| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৭

সাাজ্জাাদ বলেছেন: চমৎকার লেখা হয়েছে। পড়ার মধ্যে একটা ছন্দ ছিল।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৬

কাইকর বলেছেন: অনুপ্রেরণা।ধন্যবাদ আপনাকে

১৯| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩২

উদাসী স্বপ্ন বলেছেন: প্লট টা গতানুগতিক কিন্তু এক্সপ্রেশনটা ভালোই ছিলো। লিখতে থাকুন

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫২

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।ধন্যবাদ আপনাকে ।

২০| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আবেগী কথাবার্তা। তবে আপনার গল্পে মানুষের হতাশার প্রতিচ্ছবি ফুটে উঠে।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।ধন্যবাদ আপনাকে

২১| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: ভাই কাইকর,

আজ এক অন্য কাইকরকে পেলাম। দ্রোহের জ্বালা যার হৃদয়ে সে আর পাগোল কোথায়??? আমরাই যে তাকে পাগোল সাজিয়ে দিয়েছি।

আমার এখনও পর্যন্ত এটাকে বেস্ট লেগেছে। লাইক দিয়েছি ।

শুভকামনা রইল।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

কাইকর বলেছেন: খুব ভাল লাগছে আপনার মন্তব্য পেয়ে ।ধন্যবাদ আপনাকে ।

২২| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

রাকু হাসান বলেছেন: পাগল হলে কি হবে গল্পও লিখতে পারে =p~

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

কাইকর বলেছেন: আমি পাগল নহে।

২৩| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

তারেক ফাহিম বলেছেন: এত আবেগ ক্যারে??

আবেগ না হলে যে গল্প সুন্দর হয় না ;)

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

কাইকর বলেছেন: আবেগ!! ধন্যবাদ আপনাকে

২৪| ২০ শে জুলাই, ২০১৮ ভোর ৫:১৬

সোহানী বলেছেন: অসাধারন লিখার হাত আপনার। অনেকটা সুনীল এর ছোয়া। প্লিজ চালিয়ে যান, থামবেন না।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫২

কাইকর বলেছেন: প্রিয় সুনীলের কথা যখন বললেন তখন আর থামি কিভাবে। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.