নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা( ছোট গল্প)

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫


একদিন খুব করে কোষে-কোষে মাজায় গামছা বেঁধে তাকে নিয়ে ভালোবাসার কবিতা লিখলাম।ওতে তার নাকি মন ভরেনি।তাকে নিয়ে প্রতিদিন বৈকালিক আড্ডা দিতে হবে জাদুর শহরের পাশে।এটা তার আদেশ বা অনুরোধ।তার দেওয়া হলুদ পাঞ্জাবিটা পড়ে এক বৈকালিক সন্ধ্যায় তাকে নিয়ে খুব করে আইসক্রিম খেয়ে জিব্বার পাতায় রং আঁকলাম।একজন আরেকজনকে জিহ্বা বের করে দেখাতাম কার কতখানি রং বেশি হয়েছে।রাস্তার পাশের পথচারীরা আমাদের পাগলামো ভালোবাসা দেখে একটু দাঁড়িয়ে আবার হাটা শুরু করতো।

দুজনের সাপ্তাহিক এক আয়োজন ছিল। টিএসসির চত্বরে বসে আমার হাত পায়ের নখ কেটে দিতো। নখের সাথে চামড়া তুলে আনতো।সে এক বিভীষিকাময় স্মৃতি!টিএসসি চত্বরে লোক জমে যেত আমার চামড়া হারানোর আর্তচিৎকার শুনে।ও ভয়ে কাঁপা ঠোঁটে চুমু দিত ক্ষণে ক্ষণে আমাকে শান্ত করার আশায়।যতটা না ব্যথা পেতাম তার চেয়ে ভান ধরতাম বেশি।তার চুমু পাবার আশায়। নিজেকে খুব সুখী মনে হতো তখন। জীবনটাকে সুন্দর মনে হতো।

এক বিকেলে আমার একটুখানি পায়ে ব্যথা পাওয়ায় তার কি যে চোখে-মুখে চিন্তার ছাপ। কোমরে ভালোবাসার দড়ি বেঁধে নিয়ে গেল ডাক্তারের কাছে ।ফের সাত দিন তো আমার কত যত্ন।ঠিকমতো গোসল, ঘুম,খাওয়া-দাওয়া, ওষুধ ইত্যাদি ইত্যাদি ।তার যেন টেনশনের শেষ নেই। সহজ-সরল মেয়েটা খুব ভালোবাসতো আমাকে।

শীতের দিনে এক চাদরে বসে বসে বাদাম খেতাম দুজন সংসদ ভবনের সামনে। তাকে তীব্র শীতে বাসায় পৌঁছে দিতাম প্রতিদিন।নিজের বাসায় তখন টুক টুক করে হেটে ফিরতাম অনেকটা পথ।ক্লান্তি লাগতোনা। সত্যিকারের ভালোবাসা ভোরের মতো।সকালবেলার সূর্যের আলোর মতো।বাতাসের মতো।রবীন্দ্রনাথের গানের মতো।হাটার মাঝে ওর কথা ভাবতাম।আমাদের সারাদিনের লাল,নীল ও হলদেটে ভালবাসাবাসির কথা ভাবতাম ।এর মাঝে ওর সরল আদরে দু-একটা মুঠোফোনে বার্তা।আমার হাটতে কষ্ট হচ্ছে নাকী??এই হিম বাতাসে মাঝে খানিকটা আরাম করে রিকশায় ফিরলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত!

আমার ওপর রাগ করলে আমার বুকেই মাথা রেখে কান্না করতো । আমি তার মাথায় হাত বুলিয়ে একশো একবার সরি না বললে কান্না থামাতো না। অনেক সময় দুজনেই খুব নিশ্চুপ থাকতাম। ওর অনামিকা আঙ্গুল দিয়ে আমার হাটুর একটু উপরে খোঁচা দিত তামিল নায়িকাদের মত করে।চিমটি কাটতে ভালবাসতো।

অনেক কষ্ট পেয়ে আমার বুকে এসে মাথা রেখেছিলো মেয়েটা। ভালবাসার প্রথম দিনই প্রতিজ্ঞা করেছিলাম, তাকে কাঁদাবো না কোনদিন।বড় কষ্ট দিয়ে তাকে কাদায় নি কখনো।
আমি কবিতা লিখতাম। ভালবাসার প্রথম দিন থেকেই তাকে একটা করে কবিতা আবৃত্তি করে শোনাতে হতো সাথে একটা করে ছোট গল্প।হাজার খানেক গল্প লিখে রেখেছিলাম তার জন্য।প্রতিদিন একটা করে গল্প নিয়ে যেত ভ্যানিটি ব্যাগে করে বাসায়।গল্প ভালো লাগলে পরদিন এসে একটা আদুরে চুমু দিতো কপালের মাঝবরাবর। কাগজে লিখে নিয়মিত চিঠি দিতাম।সে যত্ন করে তার ভ্যানিটি ব্যাগে রেখে আমার হাত ধরে ঘুরতো পুরোটা শহর।

আজও সে ঘোরে। একা একা কল্পনায় ।কি সব যেন ভেবে হাসে!জাদুর শহর তার কষ্টটুকু বুঝলে থমকে দিত নাগরিক কোলাহল কিছুদিনের জন্য।আমিও ঘুরি।আমার কষ্টটা অন্যরকম ।অনুভূতি শূন্য এক মানুষ। বুকে চাপা চাপা কষ্ট।দেখা যায় না ছোঁয়া যায় না ভেতরে অনবরত রক্তক্ষরণ।আশীর্বাদপ্রাপ্ত সুখী দুটো মানব-মানবীকে এভাবে বোহেমিয়ান মত ঘুরতে দেখে আজকাল জাদুর শহর ঢাকা অনেক সহজ বিষয়ের হিসেব মিলাতে পারে না।গম্ভীরমুখে দীর্ঘশ্বাস ফেলে।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ভালোবাসার গল্প।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম ভাই।

২| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ভুয়া মফিজ বলেছেন: টিএসসি-র চত্বরে বসে ক্ষনে ক্ষনে ঠোটে চুমু খাওয়া.......এ এক অসম্ভব কল্পনা!
লেখা মোটামুটি ভালোই হয়েছে। :)

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।ধন্যবাদ আপনাকে

৩| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

মহসিন ৩১ বলেছেন: ভাল! ভালবাসার আদ্য পান্ত খুব সুন্দর তুলির আঁচড়-- বুক করে গেছেন।।। ওহ হউ ! আমার বউ! গেছে আদাবর। তাকে আনতে জেতে হবে।মন্তব্য ইন কমপ্লিট ।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কাইকর বলেছেন: আচ্ছা ভাই আদাবর থেকে ফিরে এসে মন্তব্য কমপ্লিট কইরেন।

৪| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোভাই ,

আমার বোধহয় অনেকটা বয়স হয়েছে, যেকারনে একটু একঘেয়েমি লাগলো। গতবছর ডিসেম্বরে পুত্রকে নিয়ে শহরের পার্কে গেছিলাম। এক সেকালেত্ব আমাকে তাড়া করছিলো। বেশিক্ষণ না কাটিয়ে সামান্য কিছু রাইড চড়িয়ে মোট্রোধরি। সেখানেও একই ছবি। নামলাম স্টেশনে , পুরানো কিছুই পেলামনা। কাজেই নির্দিষ্ট সময়ের আগেই বাড়ি ফেরায় গিন্নির কৌতুক জিজ্ঞাসা ' ছেলেকে কোলকাতা দেখাতে পারলেনা? আমার উত্তর ছিলো, নতুনত্ব শহরকে গিলে ফেলেছে । কাজেই আমরা সেকেলেই রয়েগেলাম। তবে বর্ননা সাবলীল ।

শুভকামনা রইল।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কাইকর বলেছেন: প্রিয় বড় ভাই সময় নিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ।একদিন ঘুরতে আসবো কলকাতা ।

৫| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: বেশ!

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

মিঠু পারভেজ বলেছেন: আহাময় ভালোবাসা

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

কাইকর বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: নিশচয়। অপেক্ষায় থকবো তোমার আগমনের।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

কাইকর বলেছেন: দেখা হয়ে যাবে কোন একদিন আপনার সাথে

৮| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কারণট্য অব্যক্ত থাকলেও বিরহটুকু ছুঁয়ে গেল :)

+++

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৪

কাইকর বলেছেন: অনুপ্রেরণা।ধন্যবাদ আপনাকে ।ভাল থাকুন সবসময় ও ভাল রাখুন সবাইকে ।

৯| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৮

চঞ্চল হরিণী বলেছেন: অনামিকা আঙ্গুল দিয়ে আপনার হাঁটুর একটু উপরে খোঁচা দিত তামিল নায়িকাদের মত- এই লাইনটা বেস্ট ছিল ;)

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১০

কাইকর বলেছেন: বাহ ....আপনি তো খুব মনযোগ দিয়ে পড়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

১০| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার গল্প কাইকর !
ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৮

কাইকর বলেছেন: অনুপ্রেরণা।ধন্যবাদ নুর ভাই ।ভাল থাকুন সবসময় ও সবাইকে ভাল রাখুন ।

১১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৫

স্রাঞ্জি সে বলেছেন: কোথায় যেন হারিয়ে গেলাম। ভাল লাগল পরিচালক সাহেব।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৮

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।ধন্যবাদ প্রিয় ভাই

১২| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৩

জাহিদুল হক শোভন বলেছেন: ভালো লাগলো। পরের গল্পের অপক্ষোয় থাকলাম।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।খুব তাড়াতাড়ি পাবেন ।

১৩| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: দারুন রোমান্টিক বাস্তব গল্প।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২১

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.