নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

বুক পকেটের স্বপ্ন।(ছোট গল্প)

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪


গ্রাম থেকে শহরে এসে মেসে থাকি।দারিদ্র্য মানুষকে স্বপ্ন দেখায়।আমি এক বুক স্বপ্ন বুক পকেটে ভরে এসেছিলাম এই জাদুর শহরে।লেখা-লেখি ছাড়া তেমন অন্য কিছু পারিনা।শহরের বড় বড় পত্রিকায় গল্প,কবিতা দিয়ে যা পাই তা দিয়ে সিগারেট, চা আর মেস ভাড়া মিটে যায় কোনরকম। জাদুর শহরে জাদুর সব কারবার! কেউ স্বপ্ন দেখে ইট-সিমেন্টে গড়া বিশতলা অট্টালিকায় বসে আবার কেউ রাস্তার ফুটপাতের ময়লা ঘেষা কোন এক জায়গায় বসে।দারিদ্র্যের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। মাঝে মাঝে বুক পকেট থেকে উঁকি দিয়ে নতুন করে স্বপ্ন দেখায়।এক বুক স্বপ্ন।নতুন করে ভাবায় ।কিন্তু দিনশেষে ওই বুকপকেটেই পড়ে থাকে বুক পকেটের স্বপ্ন।

মাঝেমাঝে মুঠোফোনে খবর নেই আম্মার। সে তিন মাসের শয্যাশায়ী। ছোট বোন সংসারের যাবতীয় কাজ করে।মায়ের জন্য খুব কষ্ট হয়।এক অকর্মক পেটে ধরে শেষ বয়সে এসে কতনা কষ্ট করতে হচ্ছে তাকে।বুকে চাপা কষ্ট নিয়েও বড় লেখক হবার আশায় বেচে আছি।খুব ঘুরে টুরে একটা সংবাদপত্রে চাকরি নিয়েছিলাম।তিন মাস বেতন না দেওয়ায় রাগ করে চাকরি ছেড়ে দিয়েছি।মাঝে মাঝে খুব রাগ হয় নিজের উপর, লেখার উপর।রাগ করে লেখালেখি ছেড়ে দিতে মন চায়।কিন্তু এভাবে নিজের আত্মাকে মেরে ফেলা কি ঠিক হবে!দু-মুঠো ডাল ভাতের জোগাড় ছাড়া যেন কেউ যেন সাহিত্যচর্চা করতে না আসে ।

শীতের মধ্যে ছোটবোন চাদর চেয়েছিল। দিতে পারিনি।সিকান্দার চাচা সিগারেট চাবার সাথে সাথে মুখের উপর না করে দেয়।সে নাকি আমার কাছে আর বাকিতে সিগারেট বেচবেনা।আমি বিষন্ন মুখে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার অন্যদিকে চাই।সেও মন্দ বলেন নি।বাকি পড়েছে চার হাজার ৪২ টাকা।এই ছোট পান সিগারেটের দোকানে এই টাকা নেহাত কম নয়।

মাস তিনেক সংবাদপত্রে কাজ করার সময় পরিচয় হয়েছিল অপ্সরার সাথে।এক সন্ধ্যায় আমার শ্যামলা রঙের হাতের উপর হাত রেখে কথা দিয়েছিল,"তোমাকে ছেড়ে যাবো না কোনদিন। বিয়ে করলে তোমাকেই করবো।না হলে আর কাউকে নয়।"দিন পনেরো আগে সে মুঠোফোনে আমাকে জানালো,"আগামীকাল আমার বিয়ে।দাওয়াত রইল।ভুলেও আসবে না।আই হেটু।"চোখ থেকে দু'ফোটা জল বের হবার আগেই বুঝতে পারলাম আর যাই হোক হাজার দুয়েক টাকায় সংসার চলে না।দারিদ্রদের কান্না করে চোখের জল শেষ করতে নেই। চোখের জলের দাম তো অট্টালিকায় থাকা দুলালদের আছে। আমাদের ওসব নিয়ে ভাবতে নেই।

আমার মানসিক অবস্থা বুঝতে পেরে বন্ধু কাইকর পাশে এসে বসলো ।এক মেসে থাকি ।দারিদ্র দারিদ্র্যের মন বুঝে।কাইকর নাট্যকার ।দারিদ্রদের সবার সামনে কাঁদতে নেই।কান্না করার জন্য খোলা মাঠ আছে ,নদীর পাড়ের ঘাট আছে ,পুকুরপাড়ের গাছ আছে।

কাইকর আর আমি দুজন মিলে খোলা আকাশের নিচে বসে ভেতরে জমে থাকা বুকের চাপা কষ্ট গুলো বের করে দেই ।একজন গল্পকার আরেকজন নাট্যকার ।আমরা দুজনেই পথ হারা পথিক।বিষয় মন্দ নয়।

তবুও বেলাশেষে যেন দুজনের চোখের তারা আজও নিভে যায়নি।ভয় নেই,নতুন করে হারানোর কিছু নেই ।খোলা আকাশের নিচে বসে মানুষের মঙ্গল কামনা করি।শিশির ভেজা দুর্বা ঘাসের উপর শুয়ে শুয়ে।রাতের আধারে চাঁদমামা গায়ে আলো ঢেলে দেয়।মাঝে মাঝে মানুষ এসে ভালবাসার গান শুনিয়ে যায়।মাঝে মাঝে পাগল নামের ভালো মানুষগুলো সিগারেটে দম দেবার যোগান দিয়ে যায়।কম দামি সিগারেট খেয়েও হাসি।জাদুর শহরে এখনো কিছু মানুষ আছে যারা স্বার্থ ছাড়াই গাছের মতো উপকার করে।তবে তারাও নীরিহ ।এখনো আদাপেটে শুয়ে বসে মাজায় গামছা কষে বেঁধে গল্প,কবিতা বুনি।নতুন কোন স্বপ্নের আশায়।জাদুর শহরে বুকপকেটে স্বপ্ন পুষে রাখা, পাগল নামের ভালো মানুষগুলো একসাথে মিলে ভালোই আছে ।সুন্দর আছে ।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মামুন, আজকের গল্পের ফিনিশিংটা ভালোমত হল না যে???:(
তবে শেষের কথাগুলো দারুন লাগল।:)

পুনশ্চঃ
অনেক জায়গায় দাঁড়ির(।) পরে স্পেস দেয়া হয় নি। ওটা ঠিক করে নিও।

অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।খুব একটা সময় নিয়ে লিখিনি ।পরেরবার আরেকটু ভাল করার চেষ্টা করবো ।অফিসে বসে লিখলে যা হই আর কী ।আর স্পেস গুলো ঠিক করে নিবো।

২| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

সিগন্যাস বলেছেন: গ্রাম থেকে শহরে এসে ম্যাচে থাকি
'ম্যাচে' আবার কি? বানান ভুল । এটা হবে 'মেসে থাকি' । প্রতিক্রিয়া ভাইয়ের মন্তব্য ভাল করে দেখুন । সেলিম ভাইয়ের সাথে সহমত

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

কাইকর বলেছেন: আচ্ছা বানান ঠিক করে নিচ্ছি ।ধন্যবাদ প্রিয় ভাই।

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

কাইকর বলেছেন: সেলিম ভাই কোথায় পেলেন এখানে???

৩| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

সিগন্যাস বলেছেন: উনি নিশ্চয় মন্তব্য করবেন । তাই অগ্রিম সহমত জানিয়ে দিলাম ।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

কাইকর বলেছেন: হা হা হা।তবে,সেলিম ভাই আমার প্রতি পোস্টে মন্তব্য করেন।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভাই কাইকর,

বেশ ভালো লাগলো। মন্ডলভায়ের পরামর্শটা একটু দেখলে পড়তে সুবিধা হবে।

শুভকামনা রইল।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।ধন্যবাদ আপনাকে

৫| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
অপসরারা কোয়ালিফাইড এবং স্বচ্ছ্বল পাত্রও ফিরিয়ে দিতে পারে। মাথামোটা অহংকারী হলে ।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

কাইকর বলেছেন: হুম ।ধন্যবাদ মন্তব্য করার জন্য সেলিম ভাই ।আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম।

৬| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০১

মহসিন ৩১ বলেছেন: " নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা ---নীল সবুজের শ্যামল মায়ার ; ড্রিস্টি পড়েছে ঢাকা।"---গান টা আমার আজও খুব ভাল লাগে তাই উদ্ধৃতি দিলাম।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

কাইকর বলেছেন: অনুপ্রেরণা ।ধন্যবাদ আপনাকে

৭| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১০

ধ্রুবক আলো বলেছেন: ছোট গল্প লেখার চেষ্টা ভালো ছিলো। লেখা চালিয়ে যান। শুভ কামনা।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

কাইকর বলেছেন: পাশে থাকবেন ।ধন্যবাদ আপনাকে

৮| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩

যবড়জং বলেছেন: সিকেন্দার চাচা সিগারেট চাবার সাথে সাথে ....
চাওয়ার লিখলে মানানসই হয় ।
সাদামাটা ধরনের কাহিনী, ছোট গল্প হওয়ার শর্তগুলো পূরণ কতে পারেনি (শেষঅংশটা)
বেশি বেশি অন্য লেখা পড়তে হবে..( বিনামূল্যের উপদেশ)
উপরের মন্তব্য গুলোও দেখুন ।


১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

কাইকর বলেছেন: উপদ্রব দেবার জন্য ধন্যবাদ ।

৯| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭

যবড়জং বলেছেন: সিকেন্দার চাচা সিগারেট চাবার সাথে সাথে ....
চাওয়ার লিখলে মানানসই হয় ।
সাদামাটা ধরনের কাহিনী, ছোট গল্প হওয়ার শর্তগুলো পূরণ করতে পারেনি (শেষঅংশটা)
বেশি বেশি অন্য লেখা পড়তে হবে..( বিনামূল্যের উপদেশ)
উপরের মন্তব্য গুলোও দেখুন ।

১০| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

স্রাঞ্জি সে বলেছেন: পাগলগুলো সুখে থাকুক ভাল থাকুক।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১

কাইকর বলেছেন: মহাসুখে থাকুক ।

১১| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: আপনি কি লক্ষ করেছেন আপনার সাথে আমার লেখার মিল আছে।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২

কাইকর বলেছেন: আপনি তো অনেক ভাল লিখেন ।আমি তো আপনাকে দেখে শিখছি ।ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাই।

১২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৮

করুণাধারা বলেছেন: মন বিষন্ন করে দেয়া গল্প। ভালো লেগেছে।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২২

কাইকর বলেছেন: অনুপ্রের। ধন্যবাদআপনাকে

১৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লাগলো বেশ। কথা আর ভাবনা গুলো ।।।সুন্দর বলেছেন ।।।।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৯

কাইকর বলেছেন: অনুপ্রের।ধন্যবাদআপনাকে

১৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবার প্রেম করা সাজে না। পকেটের দিকে তাকাতে হয়...

২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৪

কাইকর বলেছেন: তা বটে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.