নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

জানোয়ার।(ছোট গল্প)

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৫


আমার নাম কাইকর। বয়স সবেমাত্র চব্বিশ কি পঁচিশ এমন। বুকে একটু-আধটু লোম গজিয়েছে। চেহারা খারাপ না তবে ঠোঁটের রঙ কালো জিরার আকার ধারণ করেছে। বাবার টাকায় একখানা শখের বাইক কিনেছি। সকাল-বিকেল গাঁজায় দম দিয়ে পঙ্খিরাজের মত টো টো করে বাইক নিয়ে ঘুরিফিরি। শার্টের কলার উঁচু করে আর বুকের মাঝ বরাবর থাকা দুটো বোতাম খুলে গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বন্ধুদের নিয়ে মদ, গাঁজায় দম দেবার মতোই একটা পিনিক।

গার্লস কলেজের কচি মেয়েদের আমি আড়ালে মাল বলি। মাল বলার মাঝে একপ্রকার লুকানো সুখ আছে। গাঁজায় দম না দিলে বুঝবেন না। তবে এটা প্রকাশ্য কথা না। যারা আমার মত রোজ পিনিক করে, পিনিক শেষে এক কাপ গরম চা খেয়ে হো হো করে হাসতে থাকে, তারাই বুঝবে এর প্রকৃত মজা।

এবার আমার দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ আব্বার কথায় আসি। দেখতে দিব্যি ট্রাম্পের মতো। তবে পেটের সাইজ মাত্রাতিরিক্ত। গরুর পেটের মতো। বাঙালি বেশিরভাগ নেতাদের পেট বুঝি এমন গরুর মতোই হয়। আমাকে আদর করে বেশ ভালো। দু-তিন দিন পর পর হাজার ছয়-সাতেক টাকা দেয় আমাকে কিছু কিনে খাবার জন্য। আমি ওই টাকা দিয়ে বন্ধুদের নিয়ে মাগী আর গাঁজায় দম দেই পরিতৃপ্তিতে। আব্বার হাসিটা আবার শুয়োরদের মতো। যখন হাসে গো গো শব্দ করে হাসে। তবে এমন হাসি আড়ালে হাসে। মানুষের ভিড়ে প্রকৃত মানুষের হাসি টাই হাসে। কিছু ভোট পাবার আশায়। এটাও বোধহয় রাজনীতিবিদদের এক প্রকার লীলাখেলা!
আবার পেটে যখন রঙ্গিন পানির ডোজ বেশি পড়ে। তখন যে আমাকে কি বলে গালি দেয় তার হিসেব দুদিন ভেবেও কষতে পারিনা। যেই আব্বায় আদর করে সব সময় সেই আব্বায় শুয়োরের বাচ্চা বইলা গালি দেয় আর বলে, তোর বাপের ঠিক নাই রে হারামজাদা! বহুরূপী আব্বাকে দেখে তাই আমার অন্তত একটা বিষয়ে কোনো সন্দেহ নেই আর। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ আর মেয়ে মানুষের মন বোঝা একেবারে কঠিন। খুব কঠিন!

বিশেষ ভালো থাকলে আমি লুইচ্চামি করি। লুইচ্চামি করাটা আমার বিশেষ স্বভাব। মন ভালো থাকলে তবেই করি। পিনিক ছাড়া মানুষ এর আসল মজা বুঝবে না। পাতা পোড়া গাঁজার গন্ধে চারিপাশ একেবারে হুলস্থূল অবস্থা। এমন সময় বন্ধু তপন বলল বাড়ির পাশের কচি মাইয়া অপ্সরার কথা। সবেমাত্র ক্লাস নাইনে পড়ে। বয়স পনের কি ষোল হবে! লালাভ চোখে আকাশের দিকে তাকিয়ে দেখি সেখানে একটা গরু ভেসে ভেসে,উড়ে উড়ে যাচ্ছে। গরুর পিঠের উপর অপ্সরা বসে আছে। আমি অপ্সরার পিছনে বসা। আমি দুলাচ্চি পিছন থেকে অপ্সরাকে আর গরু সেই খুশিতে ছুটছে দ্রুত গতিতে।

আজ সন্ধ্যা বেলায় আমি ও পাঁচ বন্ধু মিলে অপ্সরাকে আদর করেছি। সে মাথায় ওড়না পেচিয়ে গুটিগুটি পায়ে বাসায় ফিরছিল। বন্ধু তপন কায়দা করে ধরে তপনের বাসায় উঠিয়েছে। কাঁচা মাংসের গন্ধ পেয়ে বন্ধুরা একে একে ঝাঁপিয়ে পড়েছিল। অপ্সরা পা ছিটাচ্ছিল। আমি এক বোতল হুইস্কি একদমে মেরে সুতাবিহীন শরীরের তিল গুনেছি মেয়েটার। আমি অকৃতজ্ঞ নই। তাই সব ধরনের মালে বন্ধুদের ভাগ বসাতে দেই।

আচ্ছা, ছয়টি হিংস্র পশু যখন কচি একটা হরিণীর উপর জান্তব উল্লাস ঝাঁপিয়ে পড়ে,তখন কি সেটির দুচোখ দিয়ে দুফোঁটা পানি দুদিকে গড়িয়ে পড়ে? কে জানে! তবে মাগীটার পড়েছিল। ঘরময় তীব্র বাংলা মদের গন্ধের মাঝে সেদিন আকাশের চাঁদটা উঠেও সেদিন কালোমেঘের ঘনঘটায় নিভে নীরবে হারিয়ে গিয়েছিল।

এরকম কত কচি মাল যে লাগিয়েছি তার হিসেব নেই। ঘুমানোর আগে দু পেগ হুইস্কি অথবা আব্বার আলমারি থেকে চুরি করা দামি মদের বোতলের মুখ লাগিয়ে শুয়ে পড়ি নতুন ভোরের আশায়।

মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭

স্রাঞ্জি সে বলেছেন: খুচরো চলনসই গল্প।

জানোয়ারের শাস্তি হওয়া উচিত।

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৮

কাইকর বলেছেন: হুম। জানোয়ারকে ভেবে ভেবে লিখলাম। ধন্যবাদ প্রথম মন্তব্য করার জন্য।

২| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২

অক্পটে বলেছেন: সমাজের জানোয়ারগুলোর স্বরূপটা সুন্দরভাবে উঠে এসেছে আপনার এই গল্পে। যেখানে সমাজটা প্রতিদিন ফাইন টিউন হওয়ার কথা সেখানে বর্বরতায় পচে যাচ্ছে প্রতিদিন। সমাজ পরিবর্তনের ডাক আসেনা বলে, লোভী আর সীমাহীন চতুর বনিকে ভরে গেছে সব। আমরা অপেক্ষায় থাকি একটা নতুন ভোরের একটা সুন্দর দিনের। আসুক সেই দিনটি, একটু জলদি আসুক।

২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৩

কাইকর বলেছেন: অনুপ্রেরনা। ধন্যবাদ প্রিয় ভাই।

৩| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কমন প্লট। ভালো লাগেনি...

২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৬

কাইকর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৫

জাহিদ হাসান রানা বলেছেন: পড়লাম এবং আগের মতই মন্তব্যহীন!
একটা অন্য প্রসঙ্গের প্রশ্ন করি,
আচ্ছা ব্রো,সামুতে প্রথম পাতায় লেখা ছাপাতে হলে কি মেয়ে অথবা বেশি বেশি কমেন্টার হতে হয়!!

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:১০

কাইকর বলেছেন: ভাই আমি এই প্রশ্নের উত্তর কিভাবে দিবো। আর আমাকে এই প্রশ্ন করার কোন তো উদ্দেশ্যে আছে। উদ্দেশ্যে টা কি জানতে চাই??

৫| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৬

Monthu বলেছেন: হুম
।।।ভালোকথা।। ভালো লেখার হাত আপনার

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৭

কাইকর বলেছেন: অনুপ্রেরনা। ধন্যবাদ ভাই।

৬| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১:০১

সূচরিতা সেন বলেছেন: আপনার লেখার হাত খারাপ না আশা করি এক সময় আরো অনেক ভালো হবে।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১:০২

কাইকর বলেছেন: পাশে থাকবেন আপু। অনুপ্রেরণা।

৭| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ক্লান্ত কামিনীরা ঘুমিয়ে পড়েছে,
আমার ঘুম কেনো আসেনা ?

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

কাইকর বলেছেন: ওইসব নরপশুদের চিন্তায় আপনার আমার ঘুম হারিয়ে গিয়েছে। ওদের নিষ্ঠুরতা দেখে তো আকাশের চাঁদ উঠেও কালো মেঘের ঘনঘটায় নিরবে নিভে যায়।

৮| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বিষয় নিয়ে গল্প লিখুন।

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৭

কাইকর বলেছেন: গল্প তো আর মাঝে মাঝে লিখি না। প্রতিদিন লিখতে হয় তাই সব প্লট নিয়েই লিখতে হয় ভাবতে হয়।

৯| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

মোগল সম্রাট বলেছেন: অশ্লীল, গর্হীত.......!

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৭

কাইকর বলেছেন: যে যেভাবে নেয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য

১০| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

সাাজ্জাাদ বলেছেন: গল্পের প্লটটা ভালো লাগে নি।

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৮

কাইকর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য ভাই। আশা করি পরেরবার ভাল লাগবে

১১| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


ঘৃনায় গা রি রি করে উঠল! ওই ছেলেটাকে আপনি চিনেন?

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৯

কাইকর বলেছেন: না। তবে, বর্তমান সময়ে এমন ছেলের অভাব নেই।

১২| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৭

সাইন বোর্ড বলেছেন: দু'এক জায়গা ছাড়া চমৎকার বর্ণনা, সময়ের সাথে অাসবে অারো ভাবনার গভীরতা ।

২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ ভাই।

১৩| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

তারেক ফাহিম বলেছেন: দুর্নীতিগ্রস্থ রাজনীতিবিদ আর মেয়ে মানুষ।

মেয়ে মানুষ বলতে আমার আপনার বোনকেও বোঝায় তার আগে পিছে কিছু বলে দিলেই হতো না??

২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩২

কাইকর বলেছেন: ভাল বলেছেন।

১৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

তারেক ফাহিম বলেছেন: ভালো যারা বলে তাদের কথায় কেউ কান দেয় না।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

কাইকর বলেছেন: এই যে আমি কান দিলাম ভাই।

১৫| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:০২

আবু তালেব শেখ বলেছেন: ভাল। তবে গল্পের বাস্তবতাই সবাই যখন অবগত তখন এতো অশ্লীল বাক্যে লেখা উচিৎ হয়নি। লাগানো ফাগানো কথা একেবারেই বেমানান।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৫

কাইকর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৬| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭

তারেক ফাহিম বলেছেন: এই যে আমি কান দিলাম ভাই।

কই আপনিও বা কান দিলেন কই।
মেয়ে মানুষতো মেয়ে মানুষই রয়ে গেলো। তার অাগে পিছে কিছু যোগ করে দিলেইতো বুঝতাম কান দিলেন :|

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০১

কাইকর বলেছেন: আচ্ছা এরপর থেকে দিবো

১৭| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:২০

তারেক ফাহিম বলেছেন: এর পর থেকে দিলেতো হবে না ভাই।

ক্ষত স্থান ভালো হলে মলমে কোন কাজ আসবে না।

দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ আর মেয়ে মানুষের মন বোঝা একেবারে কঠিন। খুব কঠিন!

বাক্যটি ঠিক করে দিলেইতো হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.