নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া এতো নিশ্চুপ কেন !!

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪


বিঃদ্রঃ ছবির মানুষটি আমি।

মিডিয়া কই??? পালাইছে??
মিডিয়া এগুলো দেখে না কেন? প্রচার করে না কেন??
নাকী ওইসব নরপশুদের ভয়ে প্রচার করছে না।
মাদার অফ হিউম্যানিটি কোথায়?, এগুলো কি আপনার চোখে পড়ে না? আপনি কি অন্ধ?
মিডয়া কে ভয় দেখিয়ে চুপ করাই রাখছেন। কিন্তু ছাত্র সমজাকে রুখবেন কি করে!!

এই বাইনচোদ.......তুই মুসজিদের মধ্যে কথা বলিস কেন!!!

এই টাইপের মানুষের কাছে বিচার চেয়ে আর কি হবে।

ধর্ষকের কাছে ধর্ষিতার বিচার চাইতে গিয়ে আজ দেশের ভবিষ্যত ছাত্ররা সামান্য এসএসসি সার্টিফিকেটধারী মূর্খদের হাতে লাঠি পেটা হচ্ছে।
তোমরা রুখে দাড়াও এসব ভদ্র সমাজের অভদ্র মুখোশধারী মানুষদের উপর।
তোমরা পারবে। জয় হবেই...........

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

আপেক্ষিক মানুষ বলেছেন: এসব বলতে যাবেন না, গুম হয়ে যাবেন। :P

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

কাইকর বলেছেন: ঘুম হবার ভয় করিনা।

২| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকে স্যালুট। লাঠি পেটার ভয় করবেন না। নিশ্চয় আল্লাহ আপনাদের সাথে আছেন। আমার বয়স ৬৪ বছর। একবার স্ট্রোক এবং একবার হার্ট এ্যাটাক হয়েছে। শারীরিক সামর্থ্য নাই। থাকলে নিশ্চিত ঢাকায় গিয়ে আপনাদের আন্দোলনে যোগ দিতাম।

আরও একবার স্যালুট আপনাদের সবাইকে।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

কাইকর বলেছেন: আপনাকেও স্যালুট। বাহিরে না আসতে পারলেও ভিতর থেকে প্রতিবাদ করুন। মিডিয়ার দরকার নেই আমরাই মিডিয়া।

৩| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

সনেট কবি বলেছেন: বিষয়টা নিয়ে সরকারের ইতিবাচক ভাবনা প্রয়োজন।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

কাইকর বলেছেন: তা আর ভাবলো কই।!!

৪| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

ঢাবিয়ান বলেছেন: সাংবাদিকরা এখন রেডিসনের এসিরুমে নিজেদের বিক্রি করতে ব্যস্ত। নিলামে চড়িয়েছে তাদের বিবেক, বুদ্ধি, কলম।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

কাইকর বলেছেন: সব নরপশুর দল।

৫| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: ভেরি গুড কাইকর।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২

কাইকর বলেছেন: ভালবাসা রইলো প্রিয় রাজীব নুর ভাই। আপনারা রাস্তায় এসে প্রতিবাদ না করতে পারলেও দয়া করে ব্লগে প্রতিবাদ করে দেশকে আরো ভালভাবে জানিয়ে দিন। মিডিয়ার দরকার নেই। আমরাই মিডিয়া।

৬| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১

বিদ্যুৎ বলেছেন: খুবই সাধারণ একটি ব্যাপার ছিল। মন্ত্রীকে বরখাস্ত করে ন্যায় বিচারের প্রক্রিয়া চালু করা। কিন্তু সরকার এটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

কাইকর বলেছেন: সবকিছু নিয়েই তো এই সরকার বারাবারি করে। জনগণের কথায় কান দেই কে।

৭| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হিরো, বৃষ্টিতে ভিজে অসুখ বাধিও না।

এদিক একটু গুছিয়ে নি, তরুণ সমাজকে আরেকটু বুঝি। তারপর একদিন যুদ্ধে যাবো....

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

কাইকর বলেছেন: আপনার অপেক্ষায়।

৮| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

সনেট কবি বলেছেন: সরকার ভাল কথা না ভাবলে সেটা সরকারের জন্যই মহা ক্ষতি।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

কাইকর বলেছেন: ক্ষতি আর কই হচ্ছে। এভাবে কত আন্দোলন যে রাতের আঁধারে তারা মিশিয়ে দিল। কত মায়ের বুক খালি করল তারাই জানে।

৯| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মায়াবী ঘাতক বলেছেন: একজন ব্লগারকে পেলাম যিনি সক্রিয়ভাবে আন্দোলনে রয়েছেন। আপনাকে স্যালুট।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

কাইকর বলেছেন: আপনাকেও স্যালুট ভাই।

১০| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

শাহারিয়ার ইমন বলেছেন: পুলিশ কোন চ্যাটের বাল

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

কাইকর বলেছেন: মিরপুরে কি শুরু করেছে তারা।

১১| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সনেট কবি বলেছেন: ভাল ভাবনা না ভাবলে সরকারের অপমৃত্যু ঘটতে পারে, এমন অতীতে অনেক দেখা গেছে। সরকারের আয়ু বৃদ্ধির জন্য তাকে অবশ্য সাস্থ্য সচেতন হতেই হবে।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

কাইকর বলেছেন: দেখা যাক কি হয়।

১২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:৪০

অনেক কথা বলতে চাই বলেছেন: কেউ কি আছেন ওদেরকে আরও backup দিতে? ইসস, college-university থেকে student রা এসে ওদের সাথে যোগ দিলে আরও ভালো হতো!

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

কাইকর বলেছেন: হুম ভাই।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:২৮

সোহানী বলেছেন: আপেক্ষিক মানুষ বলেছেন: এসব বলতে যাবেন না, গুম হয়ে যাবেন। .......... সহমত।

সাবধানে থাকো কাইকর আর তোমার মতো কাউকেই বড় দরকার এখন..........।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

কাইকর বলেছেন: পাশে থাকবেন সবসময়।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

মোহাম্মদ এন ইউ ইসলাম নাজিব বলেছেন: কাইকর তোমার প্রতিবাদী কলম আরও জোড়ালো হয়ে উঠুক দোয়া করি।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

কাইকর বলেছেন: ভালবাসা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.