নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

কাইকর কামলার বউ। (অনুগল্প)

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮


কাইকর কামলার বউ আমি। কামলাডারে দেহুন যায় আম্যাবাইশার লাহান অন্ধকার। একখান ময়লা লুংগি কাছার দিয়া বেশী পইরা থাহে। স্নান করে না কামলাডাই। মাইনসে এইজন্যে কত না কথা কই। দুপুরে হাত না ধুইয়াই খাওন খাইতে বহে। মাইনসে কত না কথা কই আমারে এইজন্যে। মাইসের কথাই কান না দিয়াই বিয়া করছিলাম কামলাডারে।

আমি শিক্ষিত না। বাপমাই ছোট বইয়ের বড় জ্ঞান পরাই নাই। তাই অশিক্ষিত। কাইকর কামলাডাও অশিক্ষিত। ভরদুপুরে ছেড়া কাথা গাই দিয়া ঘুমাই থাহে। মাঝে-মইধ্যে কাথার ভিতর থাইকা বলে "আলাভিউ" আমার হুন্দরি বুউ।

বউডারে বড্ড সোহাগ করে কামলাডাই।রোজ রাইতে একখান কইরা ফুলের মালা গলাই পরাই দিয়া কই "আলাভিউ" বুউ।

সহজ-সরল আলাভোলা আমার জামাইডা গ্রামের আর হকলের চাইতে আলাদা ও অন্য মনের। বাপমাই মরা জামাইডা অতো বেশী আনন্দ করবার চাইনা।

আমি রোজ সকালে ভাতের লগে তারে কিছুমিছু দিয়া ভাতের বাটি সাজাই দেই। জামাইডাই খুশি মনে আমার কপালে একখানা বড় কইরা চুমু দিয়া কামের লাইগা বাইর হই। কোমড়ে গামছা আর কান্দে কোদাল ফালাইয়া।

রাইতে আইসা গামা গায়ে আমারে জড়াই ধইরা কই "আলাভিউ" বুউ। তার ঘামা গায়ের গন্ধডারে ভালাই লাগে আমার তহন। তার কালা হাতের উপরে চুমু খাইয়া আমিও কই " আলাভিউ" আমার আলাভোলা জামাই।

রাইতে বড় পাংগাস মাছের ঝোলের লগে ভাত মিশাইয়া খাওয়াই দেই তারে। কামলাডাই মেলাক্ষুন ভেজা চোহে আমার দিগে তাকাই থাহে। বোকা গলাই কই, "বুউ আমি তোরে খুউব ভালাবাসি। বাপমাইয়ের লাহান তুই আমারে রাইখা যাবি না ক? তুই ছাড়া তো আমার কেউ নাইরে বুউ। বাপ-মার লাইগা মনডা অনেক টানে রে বুউ। মাঝেমইধ্যে জোরে কইরা চিক্কুর দিবার মনডা চাই"। আমি তার হাতে হাত রাইখা কই " আমিও ভালাবাসি তুমারে। মেলা ভালাবাসি তুমারে। কামলাডাই আমার মুখে এই কথা শুইনা আমারেও খাওয়াইয়া দেই ঝোলা ভাতের লগে পাংগাসের গোস।

বাপমাই মরা আমার আলাভোলা জামাইডা বেশ আছে, ভাল আছে, খুউব ভাল আছে। গ্রামের হগল মাইনসে তো আর জানে না যে, কাইকর কামলাডাই আমারে কত ভালাবাসে। তারা তো আর জানে না, ছোট্ট ছোট্ট সংসারে বড় বড় সুউখ থাকে, সুউখ। মনের সুউখ, গামা গায়ের গন্ধের সুউখ, মাটিতে বইসা খাওয়ার সুউখ, টিনের চালার ফুটা দিয়া আকাশ দেহুনের সুউখ।

মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: য়ো ব্রো

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

কাইকর বলেছেন: কিহ??

২| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: কেমন আছেন? চিনতে পেরেছেন? বহুদিন পর এলাম। তা সাইকো গল্প আর দেন না কেন? খালি ভৌতিক ছবি দেন মিয়া। আর ব্লেড দিয়ে কচকচ করে 'ওটা' কাটার কথা বলতে হাত পা কাঁপে না।
আপনি কোন মাইনষের জাতই না মিয়া, আপনে একটা কাইকর :D

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

কাইকর বলেছেন: চিনতে পারবো না কেন ভাই। কাছের মানুষ আপনারা। ভুলা কি যায়। আছি লাল ও নীল মিশিয়ে। আপনি কেমন আছেন? আর ব্লগে আমিও আর তেমন সময় দিতে পারি না। ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছি।

৩| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

বলেছেন: অসাধারণ চিত্র তোলে ধরলেন

সুউখ আর সুউখ

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয়। ভালবাসা নিবেন

৪| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই মজা করে পড়লাম ভাই, ভালো লাগলো, সুন্দর কথার মালা

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

কাইকর বলেছেন: শুনে মনে শান্তি পেলাম। ভালবাসা নিবেন।

৫| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: আরে ভাই টিভি নষ্ট, জানি আপনার নাটক দেখাবে :(
য়ুটিউব লিংক দিয়ে একটা পোষ্ট দিয়েন! আমি এখন কম আসবো, কিন্তু আপনাদের লেখা পড়ি এবং পড়বো নিয়মিত।
আলাভিউ থেকে মনে পড়লো! লেবু ওয়ালা বলে --অ্যাই লেভু, আমি শুনি---- আই লাভ ইউ
হাঃ :-/ কষ্ট

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০১

কাইকর বলেছেন: অবশ্যই লিংক দিবো ভাই। কোনকিছু নিয়ে ব্যস্ত আছেন নাকী??

৬| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: কলেজে যাই, কোচিং করি, প্রচুর চাপ ভাই। তাই ব্লগ থেকে ইস্তফা নিয়েছি। ঈদের ছুটিতে লিখছি। এখন থেকে ভাই ছুটিছাটায় লিখবো।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

কাইকর বলেছেন: কলেজে পড়েন? কোন কলেজ? আর কোথায় থাকেন আপনি ভাই?,

৭| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

সনেট কবি বলেছেন: লিখতে থাকুন এক সময় হয়ত ভাল গল্প হবে।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৬

কাইকর বলেছেন: এটা ভেবেই এখনো লিখি। ভালবাসা নিবেন প্রিয় সনেট কবি।

৮| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

স্রাঞ্জি সে বলেছেন:

যত সুখ গরীবের। যত দুঃখ মধ্যবিত্তের। যত আরাম উচ্চবিত্তের।

আজকের গল্প খানি ব্যতিক্রম। আগে কিযে পাগলতাগল নিয়া ছ্যাঁচড়ামি করতেন।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

কাইকর বলেছেন: হা হা হা। সুন্দর মন্তব্য করেছেন। ছ্যাচড়ামি করতাম।

৯| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
ধনীর কপালে সুখ জোটেনা।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম ভাই। অগ্রিম ঈদ মোবারক।

১০| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাইকরের বু্উডার জন্য সত্যি মায়া হয় !!

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

কাইকর বলেছেন: আলাভিউ ভাই।

১১| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই সরকারি বিজ্ঞান কলেজ (ফার্মগেট)। থাকি রামপুরা, আপনিও তো ঢাকাতেই আন্দোলনের ছবি দেখেছি!

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০

কাইকর বলেছেন: হুম। আমার বাড়ী গাজীপুর। থাকা হয় উত্তরা। ভালবাসা নিবেন।

১২| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার বাড়িও গাজীপুর!!! কালীগঞ্জ, কেমনে কি??? আমরা দেখি এলাকার ভাই ব্রাদার!

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

কাইকর বলেছেন: হুম। পুরাই। আমার পুবাইল কলেজ গেট। চিনেন নাকি??

১৩| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: কি বলেন! ঐটা না চিনলে বাড়ি যাই কেমনে? :D ঐখান থেকে ৩০ মিনিট লাগে। গোলাবাড়ি গ্রাম। আপনি কি ঐখানে থাকেন?

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

কাইকর বলেছেন: হুম। বাড়ী মিরেরবাজার। ভাই-ব্রাদার

১৪| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই অসাধারণ লিখেছেন ভাই। সুখ জিনিটা টাকা পয়সা থাকলেই শুধু হয় না, ওটা মানসিকতার ব্যাপার।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ভালবাসা নিবেন ভাই৷

১৫| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

সাদা মনের মানুষ বলেছেন:

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

কাইকর বলেছেন: বাহ

১৬| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২০

আরণ্যক রাখাল বলেছেন: এটা স্বান্তনার সুখ। কেন যেন মনে হয়।
তবে স্বান্তনার সুখটাও সুখ৷
মজা করে পড়েছি। কাইকর সত্যিই গোসল করে না নাকি?

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

কাইকর বলেছেন: বলতে পাড়েন। ওইরকমি। বাউন্ডুলে। তা কেমন আছেন ভাই?

১৭| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বিরাদার ছুনদর হয়ছে কইলাম

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

কাইকর বলেছেন: ধন্যবাদ। ভালবাসা নিবেন

১৮| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালোবাসার গল্প। দারুণ!
ভাষা'টাও বেশ মজাদার।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয়

১৯| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

বাকপ্রবাস বলেছেন: আপনার কাছে অনেক বড় প্রত্যাশা করি তায় সমালোচনাও করছি। খুবই ভাল লেখা। অণুগল্প বিচারে একটু দূর্বলতা আছে, তবে ছোট গল্প বিচারে শতভাগ।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৫

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। সমালোচনা আমি পছন্দ করি। ভালবাসা নিবেন।

২০| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০২

আরণ্যক রাখাল বলেছেন: ভাল৷ আপনি?

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৬

কাইকর বলেছেন: সাদামাটা।

২১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৮

নাজিম সৌরভ বলেছেন: এই গল্পটা ব্যতিক্রম হয়েছে। :)

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৭

কাইকর বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা নিবেন।

২২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার হাত ভালো। তবে, গল্পটা কিন্তু কাইকরের বউরে নিয়া হয় নাই, কাইকর কামলাডারে নিয়া হইছে।

গল্পটা মনে হয় গল্প হয় নাই, এটা কাইকরের জীবন যাপন প্রণালি। এর ভেতরের গল্পটা ফুটে ওঠার জন্য একটা গল্পের দরকার ছিল।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৯

কাইকর বলেছেন: বড় করে একটা উপন্যাস লেখা যাবে এই প্লট দিয়ে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৩| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: য় আর ই ব্যবহারে সমস্যা! বর্ণনা ভালো।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৬

কাইকর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন ভাই।

২৪| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: ভাই কাইকর একটা অনুরোধ- লেখার সময় তাড়াহুড়া করবেন না।

ঈদ মোবারক।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

কাইকর বলেছেন: ঠিক ধরেছেন প্রিয় রাজীব নূর ভাই ।আমি একটি অণুগল্প লিখতে খুব বেশি হলে ৩০ মিনিট সময় নেই। এর বেশি নেই না। ঈদ মোবারক

২৫| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখাটি ভালো হয়েছে । আরো সাবধান হতে হবে। এক দিন হাত পাকবে। সেই দিন আসবে।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

কাইকর বলেছেন: ধন্যবাদ ।ভালবাসা নিবেন ভাই

২৬| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


এই গল্পে জীবন আছে, বেচে থাকার প্রকৃত সুখ আছে!

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

কাইকর বলেছেন: ধন্যবাদ। ভালবাসা নিবেন।

২৭| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৪

বর্ণা বলেছেন: বাহ। বেশ।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬

কাইকর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.