নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

মাধবীলতা। ( অনুগল্প)

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯



_ প্রায় ছয় বছর পর দেখা হলো আবার তাইনা?
_ হুম। ভোর পাখিদের ডাকে হয়তো!
_ বুঝেও বুঝলাম না। তা কেমন আছো?
_ শেষ বিকেলের পাখির মতন।
_ এখনও সেই আগের মতই আছো!
_ নিজেকে বদলানোর জন্য কখনো তৈরি করিনি। তাই এখনো আগের মতই আছি। তবে, এখন আর শেষ বিকেলের গোধূলি লগনে কারো জন্য ফুল হাতে অপেক্ষা করি না।

_ তোমার লেখালেখি কেমন চলছে?
_ কান্না মুখের হাসির মতো। ভাঙ্গা হৃদয়ের স্বপ্নের মত।
_ এখনো কবিতা দর্শন ছারলে না। এমন কেন তুমি?
_ কখনো কোনো কিছু স্পর্শ করার জন্য ছুঁইনি। ধরে রাখার জন্য ছুঁয়েছি।

_ বাবা মা কেমন আছে?
_ আকাশের চাঁদকে জিজ্ঞেস করতে হবে! তারা কান্না মুখে হাসতে পারে না। ভাঙা হৃদয়ে স্বপ্ন দেখতে পারে না। তাই তারা চাঁদের সাথে আড্ডা দিতে চলে গেছে বছর চারেক আগে।

_ কাইকর। আমরা দুজুন কত না এই সংসদ ভবনের সামনে বসে বাদাম ছিলিয়ে খেতাম। তোমার কি মনে পড়ে?
_ মনে পড়তে দেয়নি কখনো! তাই এখনো বসে বসে একা একাই বাদাম না ছিলিয়েই খাই।
_ এখনো ভালোবাসো মাধবীলতাকে?
_ তোমার মনকে জিজ্ঞেস করো! আমি আমাকে জিজ্ঞেস করলে আমার মন কে অপমান করা হবে। তুমি কেমন আছো?

_ আছি বেশ। মাস দুয়েক আগে দেশে ফিরলাম মামুনকে সাথে নিয়ে।
_ ও...। তোমার কোলের এই ছোট্ট মেয়েটি কে?
_ ওহ... ছরি,বলতে ভুলেই গিয়েছিলাম। আমার ও মামুনের একমাত্র আদুরে সন্তান মোনাকা।

_মোনাকা! বাহ, বেশ সুন্দর নাম তো। দেখতে শেষ বিকেলের রোদের মতো।
_ কাইকর। ভালো থেকো। আজ আমায় আসতে হবে। দেরি হয়ে যাচ্ছে।

অপ্সরা সেদিনের মত আজকেও আমার বুকের মাঝ বরাবর ছোট্ট চিকন সুই গেথে দিয়ে চলে গেল। চাঁদের আলো গায়ে মেখে দুজনে কত না স্বপ্ন সাজিয়েছি আমাদের লাল নীল সংসারের। দুজুনে ঠিক করেছিলাম মেয়ে হলে নাম রাখবো রিমঝিম। যে বেণী দুলিয়ে ছুটবে পুরোটা শহর।

আজ থেকে প্রায় বছর ছয়েক আগে স্বার্থের জন্য অপ্সরা সুরক্ষা মালা পরায় প্রবাসী মামুনের গলায়। এক বাউন্ডুলের ভালবাসাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে। যে কিনা ভালোবেসেছিলো ,ভালোবাসাটা নয়!

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৪

বর্ণা বলেছেন: বেশ লাগলো

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

কাইকর বলেছেন: ধন্যবাদ। ভালবাসা নিবেন।

২| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৬

বাকপ্রবাস বলেছেন: সুন্দর,ছিমছাম।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫১

কাইকর বলেছেন: ধন্যবাদ। ভালবাসা নিবেন।

৩| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাস্তবতার কাছে ভালোবাসা অসহায়। আর প্রেম তো সমুদ্রতটে বালুকণায় আঁকা খেলাঘর।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫১

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন জুনায়েদ ভাই। জাদুর নগরী চিনেও চিনতে ভুল করি।

৪| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:১২

ঢাকার লোক বলেছেন: বহুদিন আগে নিহার রঞ্জন গুপ্তের একটা বই পড়েছিলাম, 'মাধবী ভিলা' , মনে পড়লো ! পড়েছেন ?

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৩

কাইকর বলেছেন: পড়া হয়নি। তবে, খুজে পেলে পড়ে ফেলবো।

৫| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩৬

সাঈদা জান্নাত ফাহমিদা বলেছেন: গল্পের মেইন থিম সুন্দর ছিল। পরবর্তী গল্প গুলো আরো সুন্দর হোক।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৪

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ভালবাসা নিবেন।

৬| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৮

স্বপ্ন কুহক বলেছেন: কথপোকথনে কবিতার কথায় জীবনের কিছু খন্ডিত ঘটনা ভালো লাগলো ।

এমন করে আমিও লিখি আমার ব্লগেই আছে পড়ে দেখতে পারেন

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৯

কাইকর বলেছেন: অবশ্যই পড়বো ভাই। ভালবাসা নিবেন।

৭| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২১

তোমার জন্য মিনতি বলেছেন: ভালোই লাগল, সুন্দর কথোপকথন

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৯

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই। ভালবাসা নিবেন

৮| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৫৫

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: সুন্দর কথোপকথন। প্রচন্ড বাস্তবিকও, "সুরক্ষা মালা" শব্দদ্বয় ভালো লেগেছে বেশি। শুভকামনা পরের লেখার জন্য।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১০

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ প্রিয় ভাই।

৯| ২৩ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালো ই তো। :)

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১০

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম কবি ভাই।

১০| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৪

বিজন রয় বলেছেন: এটা কি আপনার নিজের জীবনের ঘটনা কাইকর?

যে কোন লেখকের লেখা তার নিজের কাছে অনেব মূল্যবান।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১২

কাইকর বলেছেন: এটি কল্পকাহিনি ভাই। আমার জীবন তো সবে শুরু ৬ বছরের রিলেশন ভাঙ্গা থাকবে কখন।

১১| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৫

বিজন রয় বলেছেন: হা হা হা .....

আপনার নিজের জীবনেই ঘটলে যে সেটা আপনার নিজের জীবনের ব্যাপারটা তা নয়, আপনার পরিচিত কারো জীবনের ঘটনা আপনি জানেন, সেটাও আপনার জীবনের ঘটনা ( অভিজ্ঞতা )।

শুভসকাল।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৬

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন ভাই। ভালবাসা নিবেন।

১২| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: অতঃপর হাঁটতে হাঁটতে দাঁড়ালাম নিরঞ্জন নদীর এপারে। ধ্যানমগ্ন সাধকের সমীপে হলাম সমর্পিত। অপেক্ষার অনন্ত প্রহরে দেখলাম জলস্রোতে বয়ে চলা জলের সঙ্গম-একঝাক পাখির উড়ন্ত ডানা-দোলায়িত ফুলেদের বাড়ন্ত বিন্যাস।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৫

কাইকর বলেছেন: বাহ.......শব্দের ছড়াছড়ি।

১৩| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

মৌরি হক দোলা বলেছেন: লেখাটা খুব ভালো লাগল। :)


ভাইয়া, আপনার নাটকগুলোর নায়কও কি ‘কাইকর’ মানে আপনি স্বয়ং? ;) :)

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৬

কাইকর বলেছেন: না। অন্য নাম দেই।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: কি আজিব কেস! পাবলিক তো জানে না, কাইকর, মামুন এক লোক :-B
দেশের ভাই, ঈদ কেমন কাটাইলেন?

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭

কাইকর বলেছেন: সাদামাটা। একখানা মুভি দেখেছিলাম হাউজফুল। তাছাড়া ঘুম। আপনি কেমন কাটাইলেন?

১৫| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগে ছিলাম, বাড়ি যাই নাই, গোসত আর মিরিন্ডা ;)

২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

কাইকর বলেছেন: বাহ.....

১৬| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল বেশ ভাল

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০২

কাইকর বলেছেন: ধন্যবাদ ভাই।

১৭| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২৬

মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: সাধারনের মধ্যে অসাধারণ ভাই

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

কাইকর বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.