নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

সুন্দরী প্রতিযোগিতা ২০১৮।

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪


সুন্দরী প্রতিযোগিতা ২০১৮ -

বেশী কিছু বলবো না। কারণ- আমি যা বলি সরাসরি বা খাটি বাংলা ভাষায় বলি। তাই অনেক সুশীল ভাই-বোনদের অসুবিধে হতে পারে। যাইহোক,
আমি আমার যাইগা থেকে বলি,
মেয়েটি "H₂o "মানে কী এটার উত্তর দিয়েছে ( ধানমন্ডি তে একটা H₂o নামে রেস্টুরেন্ট আছে) ঠিকই বলেছে। যেমন প্রশ্ন তেমন উত্তর।

সবাই তো মেয়েটিকে নিয়ে হাসাহাসি করছেন। শিক্ষিত বিচারক সাহেব কে নিয়ে হাসাহাসি করছেন না কেন? ওই ভদ্রলোক এতো শিক্ষিত হয়ে কিভাবে প্রশ্ন করলো-H₂o মানে কী? H₂o মানে তো বলতে পারি - হালা টু ও।
শিক্ষিত বিচারকের প্রশ্ন করা উচিৎ ছিল এভাবে - H₂o কিসের সংকেত?
বিজ্ঞান বিষয়ক প্রশ্ন যদি মানবিক শাখার প্রশ্নের মতো করে তাহলে তো উত্তর - " ধানমন্ডিতে
H₂o নামে একটা রেস্টুরেন্ট আছে। " আসবেই।

মানুষের বিবেক এমন কেন? যে সকল মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করছে তারা এক প্রকার ছাগল আর বিচারক হালাই পাগল। ওরে বিচারক হিসেবে যে নিয়োগ দিয়েছে সে হলো রামছাগল।

প্রশ্ন ঠিকভাবে করতে পারো না। কিন্তু শিক্ষক হিসেবে চেয়ারে ঠিকই বসে গেছ।
বিচারকঃ H₂o এর মানে কী?
উত্তর ঃ হালা তুই ছাগল।

সঠিক প্রশ্ন ঃ H₂o কিসের সংকেত?
উত্তর ঃ পানি।
বিজ্ঞান বিষয়ক প্রশ্ন যদি, মানবিক শাখার প্রশ্নের মতো করো উত্তর তো " হালা তুই ছাগল " আসবেই।
ভাই-বোনরা আপনাদের কাছে রিকুয়েস্ট , কোনকিছু নিয়ে হাসাহাসি করার আগে সে বিষয়ে ভালভাবে জানবেন।
আজ সবাই ওই মেয়েটিকে নিয়ে হাসাহাসি করছেন। কিন্তু একবার কী ভেবেছেন, ওই মেয়েটির মানষিক অবস্থা এখন কেমন? ভুল করেছে ছাগল বিচারক আর ভুলের মাশুল গুনছে মেয়েটা।
দয়া করে সবাই চোখ -কান খুলেন এবং সমালোচনা করেন।

সবচেয়ে বড় কথা ঃ ওইটা একটা বড় মঞ্চ। যে কেউ ওই মঞ্চে দাঁড়িয়ে সহজ কিছু কঠিন বানিয়ে ফেলবে বা ফেলতে পারে। আমি নিজে ওই তাদের একজন। এলাকার অনেক গোল্ডেন এ প্লাস স্টুডেন্টদের দেখেছি, চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে জানা সব প্রশ্নের উত্তর দিতে পারে না ভয়ে। ওই মেয়েটির জাইগাই তো এমন হতে পারে। মেয়েটি হয়তো অনেক ভয়ে ছিল।

আমার প্রশ্ন বিচারকদের নিয়ে। মানলাম মেয়ে ক,খ বলতে পারে না বা চিনে না। কিন্তু, ওই মেয়েগুলো কিভাবে সেরা ১০ জনের মধ্যে জাইগা করে নিল? বিচারক সাহেবরা তখন কোথায় ছিল? আপনারা সবাই কেন মেয়েটিকে দোষারোপ করছেন! বিচারক সাহেবদের নিয়ে সমালোচনা করছেন না?

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

নজসু বলেছেন: আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,
যেমন প্রশ্নকর্তা
তেমন উত্তরদাতা।
:D :D :D :D :D :D

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

কাইকর বলেছেন: হুম।

২| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সনেট কবি বলেছেন: বেশ

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি।

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: সভ্য বিচারক B-)

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬

কাইকর বলেছেন: হুম।

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

সূর্যালোক । বলেছেন: ভাইয়া আপনার ভাষা খারাপ কেন ? সকল বিচারকদের তুচ্ছ করলেন । H20 মানে নিশ্চয় কোনো রেস্টুরেন্টের কথা জিজ্ঞেস করেনি । এই কমন সেন্সটা থাকা উচিত ছিল । শেষ কথাগুলোর আমি একমত । আমার জানতে ইচ্ছা করছে আপনি কত বড় একজন ।
নতুন হিসাবে এসব বলা ঠিক হয়নি । সরি ।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

কাইকর বলেছেন: আমার প্রশ্ন ওই মেয়েগুলো কিভাবে সেরা ১০ জনের মধ্যে আসলো? বিচারক সাহেবরা আগে কই ছিল?

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬

ঢাবিয়ান বলেছেন: আন্তর্জাতিক পর্যায়ের সুন্দরী প্রতিযোগিতায় সুন্দরীদের general knowledge পরীক্ষা করা হয়। আমাদের বিচারকগন তাদের general knowledge এত দৌড় দেখাইতে বাংলিশ ( বিদখুটে বাংলা ও ইংলিশের সং্মিশ্রন) ও ক্লাস ফাইভের বিজ্ঞানের জ্ঞান হাজির করেছে। =p~ =p~

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭

কাইকর বলেছেন: হা হা হা। কিছু বলার নেই। সুশীল সমাজকে বুঝান

৬| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮

মোছাব্বিরুল হক বলেছেন: H₂o এই প্রশ্নের উত্তরে মেয়েটা ভালই উত্তর দিয়েছে কারন প্রশ্নটাই ছিল অস্পষ্ট। কিন্তু যখন একটা উইশ করতে বলা হল তখন মেয়েটা বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন এসব কে উইশ করল। এটা সত্যিই হাস্যকর। তখনই প্রশ্ন জাগে- যে উইশ মানে বুঝে না সে এতদূর আসল কিভাবে?

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৮

কাইকর বলেছেন: আমারও প্রশ্ন ওই মেয়েগুলো কিভাবে সেরা ১০ জনের মধ্যে আসলো? বিচারক সাহেবরা আগে কই ছিল? দোষ কাদের?

৭| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

ফেনা বলেছেন: আপনার কি মনে হয় এই সুন্দরী প্রতিযোগীতা দেশের কাজে বা ভাল কোন উদ্দেশ্য নিয়ে করা হয়!!!
দেশে আবালের অভাব নাই!!!
সহজ কথায় কিছু ব্যবসায়িক প্রয়োজনে এবং বিশেষ কিছু মহলের শারীরিক এবং মানসিক মনোরঞ্জনের জন্য করা হয় এই সুন্দরী প্রতিযোগীতা।
সুন্দরী প্রতিযোগীতায় নাকি যাওয়ার জন্য ভা্জিন লাগে!!! প্রতিযোগীতা শেষে একবার মেডিক্যাল চেকআপ করায়েন ত। আপনার মুখ হা হয়ে যাবে।
আজ পর্যন্ত সুন্দরী প্রতিযোগীতা কম হয়েছে!!!! কই এত এত সুন্দরীরা???? খুজে বের করুন। দেখুন তারা কি করছে??
এই দেশে কাপড় ছোট বা না পড়লেখুব ভাল, আর বুদ্ধিহীন হলেই দেশ সেরা সুন্দরী হয়া যায়। আর গুণের কথা বলবেন-- যারা গুণের বিচার করবেন তাদেরই ত গুণ বলতে কিছু আছে কিনা উপর ওয়ালা মালুম।

(্মাফ করেবেনঃ আমার মুখে সেন্সর বোর্ড নাই)

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন ভাই।

৮| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল যে শব্দ দুটি, তাহলো- H2O এবং Wish। বিশেষকরে H2O তে ভেসে গেছে নিউজফিড।
সামাজিক মাধ্যমে গতকাল থেকেই রসায়নের রসবোধ উপচে পড়ছে। পানির রাসায়নিক সংকেত নিয়ে ফেসবুক রসিকতায় টইটুম্বর।
একজন লিখেছেন, জীবন মানে জি -বাংলা হতে পারলে রেস্টুরেন্ট এর নাম H2O হতে পারবেনা কেন?
কেউ লিখেছেন, দোকানদারকে H2O হিট করে একটা চা দিতে বললাম, সে পাত্তাই দিলনা। এই দোকানদারের জন্য তোমরা এখন কী Wish করবা বন্ধুরা?
ব্যাপারটি নিয়ে ট্রল কম হচ্ছেনা। বিভিন্ন গ্রুপ, পেইজে এসব শেয়ার হচ্ছে।
এর পেছনের কাহিনী জানেন না যেসব পাঠক তাদের মনে প্রশ্ন জাগবেই, দেশটা রসায়ন শাস্ত্রকে নিয়ে পড়েছে কেন?
তাহলে আসা যাক ঘটনার পটভূমিতে। এ ঘটনার মঞ্চ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হল। যেখানে রোববার এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগীতার গ্রান্ড ফাইনাল আয়োজিত হয়েছে। ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের প্রতিযোগীতায় সেরা সুন্দরীর মুকুট পড়লেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
প্রসঙ্গত, এ ধরণের প্রতিযোগীতায় বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি প্রতিযোগী কতটা জ্ঞাণী, কতটা উপস্থিত বুদ্ধিসম্পন্ন সেদিকেও বিশেষ নজর দেয়া হয়। সে লক্ষ্যে বিচারকদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় সুন্দরীদের।
২০১৭ এর লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগীতায় বিচারক প্রশ্ন করেছিলেন- কোন রাতে পৃথিবীতে উল্কা পড়ে না? উত্তর প্রতিযোগী বলেছিলেন আমি কমার্সের ছাত্রী!
সে রকমই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। গতকাল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগীতায় এক প্রতিযোগীকে প্রশ্ন করা হলোঃ H2O মানে কী?
উত্তরে প্রতিযোগী অনেকটা সময় কাচুমাচু করে বললেন: ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে এই নামে…।
অন্য আরেক প্রতিযোগীকে জিজ্ঞেস করা হলোঃ তুমি সুন্দরী হলে বাংলাদেশের জন্য কী উইশ করবে? তিনি ইংরেজী শব্দ 'উইশ' এর অর্থ বুঝলেন না।
তিনি বললেন, ‘অ্যাট ফার্স্ট অবশ্যই আমার কান্ট্রির জন্য উইশ করব। বাংলাদেশের একটা লংগেস্ট সি বিচ আছে। কক্সবাজার সমুদ্র সৈকত। বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরবন। অনেক বিউটিফুল। নেক্সট আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর পাহাড় পর্বত রয়েছে। আমি এগুলোকেই উইশ করব।’
অনুষ্ঠানে প্রতিযোগীদের এমন বোকার মতো উত্তরে ক্ষোভ ঝেড়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন - আমরা কি এই সুন্দরী চেয়েছিলাম?!
বিজ্ঞের মতো অনেকে প্রশ্ন রেখেছেন, আমাদের দেশে সুন্দরী প্রতিযোগীতা শুধুমাত্র সৌন্দর্য খুঁজে। সে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে তারা , জ্ঞানের প্রতিযোগিতায় নয়। কাঁঠাল থেকে আমসত্ত্ব আশা করেন কীভাবে? এ আপনাদের কেমন বিবেচনা?
যাই হোক ফেসবুক যেন আজ H2Oতে ছয়লাব।
ফেসবুকে এখন শব্দ দুটি তুমুল ভাইরাল। কেউ কেউ এ প্রশ্ন উত্তর পর্বটির ভিডিও শেয়ার করেছেন।
তবে বিজ্ঞ বিচারকদের নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তাদের মতে এমনসব প্রশ্নে রীতিমতো প্রতিযোগিরা বিব্রত। বিচারকদের সমালোচনা করে কেউ কেউ লিখেন, প্রশ্ন হওয়া উচিৎ ছিল -H20 কিসের সংকেত? H20 মানে কী নয়। তবে যতই ট্রল আর সমালোচনা হোক, দিন শেষে সচেতন নাগরিকদের মনে যে কথার উদয় হয় তাহলো - সুন্দরী বলতে কী আমরা শুধু গায়ের রঙ, গঠন ও আকর্ষণীয় মুখমণ্ডল বুঝি?
কারণ মিস ইউনিভার্স কিংবা মিস ওয়ার্ল্ড আসরের প্রতিযোগীদের কঠিন প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দেখে বিশ্ব পুলকিত হয়।
মেধার কাছে হেরে যায় তাদের দৈহিক সৌন্দর্য। আর আমাদের H2O-মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগীদের প্রত্যুৎপন্নমতিত্বের এহেন হাল! আমাদের এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশের অবস্থান তাহলে কোথায় গিয়ে ঠেকেছে? এর উত্তর একটাই।
৩০ সেপ্টেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজদর্শন হলে প্রতিযোগীরা সে উত্তর দিয়ে ফেলেছেন।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

কাইকর বলেছেন: ভাই আমার প্রশ্ন ওই মেয়েগুলো কিভাবে সেরা ১০ জনের মধ্যে আসলো? বিচারক সাহেবরা আগে কই ছিল? দোষ কাদের?

৯| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

সাইন বোর্ড বলেছেন: খুবই যৌক্তিক কথা ।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

কাইকর বলেছেন: ভালবাসা ভাই। ভাল থাকবেন

১০| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দরী প্রতিযোগিতা দিয়ে আমরা করবো কি?
বাজারে জিনিসপত্রের দাম কি কমবে?

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬

কাইকর বলেছেন: টেনশন হচ্ছে।

১১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭

মেমননীয় বলেছেন: বিরক্তিকর বিষয়!
সারাদিন এটা নিয়ে পোষ্ট চলছেই।

H₂O বলার পর যদি কারো কোন রেস্টুরেন্ট এর নাম মনে আসে তাকে মৃত্যুদন্ড দেয়া উচিৎ।

কেননা সে স্কুলে গিয়ে জাতির মুল্যবান সময় নষ্ট করেছে কিন্তু কিছুই শিখেনি।

যা আমাদের শিক্ষা ব্যবস্থার দুরাবস্থা নির্দেশ করে, কারন তাকে কেউ শেখাতে পারেনি।

ইহারাই GPA-5 জেনারেশন!

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭

কাইকর বলেছেন: আসলেই বিরক্তিকর বিষয়। আমার প্রশ্ন ওই মেয়েগুলো কিভাবে সেরা ১০ জনের মধ্যে আসলো? বিচারক সাহেবরা আগে কই ছিল?

১২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

মিজান.ঢাকা বলেছেন: ভাই আপনাকে প্রথমে বুঝতে হবে IQ test মানে কি? এটা ক্লাস এইটের বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নয়। IQ test-এ প্রশ্ন একটু ঘুরিয়েই করা হয়- বুদ্ধির দৌড় পরীক্ষা করার জন্য। বিষয় অনুধাবন করতে না পেরে আপনি যে উত্তেজিত হয়ে গেছেন তা দেখে "আই এ্যম জিপিএ-ফাইভ হয়ে গেলাম"।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮

কাইকর বলেছেন: হা হা হা। বাহ, সুন্দর বলেছেন ভাই। ভাই আমার প্রশ্ন ওই মেয়েগুলো কিভাবে সেরা ১০ জনের মধ্যে আসলো? বিচারক সাহেবরা আগে কই ছিল? এই উত্তরটা দয়া করে দিবেন।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কাউকে কষ্ট দিয়ে হাসাহাসি করা আমার পছন্দ নয়।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

কাইকর বলেছেন: মনের কথা বলেছেন ভাই।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

মোছাব্বিরুল হক বলেছেন: দোষ কাদের এটা নিয়ে মনে হয় পর্যালোচনা করলে বাজারের লিস্ট হয়ে যাবে।
আর কেঁচো খুড়তে গিয়ে বেড়িয়ে আসবে মস্ত অজগর। তাই কবির নিরব থাকাই ভালো।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

কাইকর বলেছেন: নিরব থাকেন তাহলে ভাই।

১৫| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭

হাবিব বলেছেন: বিচারকরা যখন সেরা দশে এসে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না ঠিক মতো তখন আমার মনে হচ্ছে তারা শুধু তাদেও উপরের চামড়া সাদা বলে এই পর্যন্ত নিয়ে এসেছে। পরে তাদের হুশ হলো হাইরে ১০ জনই তো অনেক সুন্দর, কাকে রেখে কাকে বাছাই করি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবচেয়ে সহজ প্রশ্নটাও যে পারবেনা এটা তাদের মাথায় ছিলো না। তবে বিচারকদের দোষ দিয়ে লাভ নেই। মানুষ মাত্রই সুন্দরের ভক্ত, তারা আসলে কাউকেই বাদ দিতে চাননি। যা করেছে তা শুধু পেশার জন্য করেছে।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

কাইকর বলেছেন: হা হা হা।

১৬| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬

যাযাবর চখা বলেছেন: যেমন বিচারক, তেমন প্রতিযোগি।
আবালদের বিচারে আবালই বিজয়ী হবে, এইটা আর নতুন কি?
বিচারক, বিজয়ী, আয়োজক সব আবাল জেনারেশানের সদস্য।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪

কাইকর বলেছেন: হা হা হা

১৭| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: সব গুলো মন্তব্য আবারও পড়লাম।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৪

কাইকর বলেছেন: পড়ে কি ঠাহর করতে পারলেন প্রিয় ভাই?

১৮| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩

বাকপ্রবাস বলেছেন: সুন্দরী প্রতিযোগীতা, সেখানে শরীর এর ব্যাপার এইচ টু ও ব্যাপার না, ব্যাপার যেটা আছে সেটা হল অসভ্যতা আর আধুনিক সুড়সুড়ি, দেখা যাবে উহ করা যাবেনা, যার পয়সা বেশী সে তত মোজ মাস্তি করবে।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫

কাইকর বলেছেন: হুম। সঠিক কথা

১৯| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেমন বিচারক তেমন প্রতিযোগী!!
প্রশ্ন যেমন উত্তর তেমন।
প্রশ্ন করা হলোঃ H2O মানে কী?
আমি উত্তরে বলতামঃ হাগে ২ জন ওখানে!!

যতি প্রশ্ন হতোঃ H2O কিসের সংকেত?
তা হলে উত্তর হতো ঃ পানি

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২১

কাইকর বলেছেন: হা হা হ

২০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ২:৫৯

আলআমিন১২৩ বলেছেন: H₂o নয়।এটা হবে H₂O।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

কাইকর বলেছেন: ভাই সুন্দর বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.