নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

মুসলিম: সমাজের দৃষ্টিভঙ্গি

২৫ শে মে, ২০১৯ রাত ১০:৫৫


চিত্র: গুগল হতে ডাউনলোডকৃত

আজকে আমরা মুসলিম জাতিটা নিয়ে আলোচনা করি চলুন। মুসলিম বা আত্মসমর্পণকারী বলতে আমরা আসলে কি বুঝি? চলুন দু'টি প্রেক্ষাপট দেখে আসি।

১ম প্রেক্ষাপট :-
*আমার বাবা তার বাবা তার বাবা বিশ্বাস করতেন আল্লাহ আমাদের রব এবং রাসুল (সাঃ) আলাহর রাসুল, আমাদের নবী।
আমিও সেটাই বিশ্বাস করি।

* মুসলিম হিসাবে আমার দায়িত্ব মাঝে মাঝে জুম্মার নামাযে উপস্থিত থাকা। তানাহলে সমাজে মুখ দেখানো দায়।

*১লা বৈশাখ, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠান আমার জন্য পালন করা আবশ্যক কারন আমি বাঙালী এবং সেই সাথে আমি বিশ্বাস করি উৎসবে ধর্মের কোন বাধা নিষেধ নেই।

*নিয়মিত ধুমপান করলে কিছু হয় না, শেষ বয়সে ছেড়ে দিলেই হল।

*কর্মক্ষেত্রে আমি ফ্রি-মিক্সিং এ বিশ্বাসী। কারন আমি মেনে নিয়েছি নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই উন্নতি সম্ভব।

*প্রেম জিনিসটা ঐশ্বরিক। যাকে বিয়ে করব তার সাথে বিয়ের আগে মেলামেশা তেমন সমস্যা না। এতে একে অপরকে বুঝতে সুবিধা হয়।

*কোন গানের ভিতরে আল্লাহ, মাওলা ইত্যাদি শব্দ থাকলেই গানটা ইসলামিক হয়ে যায়। সেটাতে ড্রাম, গিটার, বাঁশি যাই ব্যবহার করা হোক না কেন।

২য় প্রেক্ষাপট
*আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা কাজ ইসলামের মাপকাঠিতে জাস্টফাইড হতে হবে। অর্থাৎ আমি যদি খেতে চাই, কিভাবে খাব, কি খাব সব ইসলাম নির্দিষ্ট করে দিবে।

*পাঁচ ওয়াক্ত নামায বাধ্যতামূলক। সেটা যেই অবস্থায়ই যেখানেই থাকি না কেন।

*আমি কোন উৎসবে যাব, কি করব সব আল্লাহ এবং রাসুল (সাঃ) এর নির্দেশনার পরিপন্থী হতে পারবে না।

আমি বাঙালী হওয়ার আগে এটা মাথায় রাখা উচিৎ এই বাংলায় পাঠিয়েছেন আমাকে আমার আল্লাহ।

*ইসলাম যদি আমাকে মদ খেতে অনুমতি দিত তবে আমি মদও খেতাম। ঠিক একইভাবে ইসলাম যদি আমাকে ভাত খেতে নিষেধ করে তবে আমি ভাত খাব না।

*দাঁড়ি রাখার চেষ্টা করছি, টাখনুর উপরে প্যান্ট পড়ছি কারন এটাই আমার চিহ্ন যে, আমি এক আল্লাহর নিকট আত্মসমর্পণকারী।

*আল্লাহ যাদের প্রতি ভালবাসা প্রদর্শন করতে বলেছেন তারা ব্যাতীত অন্য কারও প্রতি ভালবাসা প্রদর্শন করা আমার জন্য নিষিদ্ধ।

*আমার বিনোদন গ্রহনের মাধ্যম, আনন্দ প্রকাশের কারন, দু:খ প্রকাশের কারন, কৌতুক করার পদ্ধতি সব ইসলামের গন্ডির মধ্যে হতে হবে।

১ম প্রেক্ষাপটে সমাজের দৃষ্টিভঙ্গি :
এরাই আসলে ভাল মুসলিম। কোন ঝুট ঝামেলায় নেই। সামাজিকতা রক্ষা করতে জানে। এরা অল ইন অন। সব কিছুতেই সেরা। আধুনিকতা মেইনটেইন করতে জানে। সেই সেকেলে আমলের ধ্যান ধারনা নিয়ে পড়ে নেই।
.

২য় প্রেক্ষাপটে সমাজের দৃষ্টিভঙ্গি :
ধর্ম এত কঠিন নাকি? এদের ভিতরে জঙ্গী হওয়ার লক্ষন প্রবল। যুবক বয়সে দাঁড়ি রাখছে মানে নিশ্চিত উগ্রবাদী কোন সংগঠনের সাথে জড়িত। আরে আধুনিক দুনিয়ায় ফ্রি-মিক্সিং কোন বিষয় হল? এরা এত এক্সট্রিমিস্ট কেন?
.
শেষ কথা:
ইসলামকে সঙ্গায়িত করছে আমাদের সমাজ। মুসলিমকে তার কর্মকান্ড নির্দিষ্ট করে দিচ্ছে আমাদের সমাজ। কতটা হাস্যকর!! ইসলামে পর্দার বিধান নিরুপন করছে নাটক সিনেমায় অভিনয় করা ফ্রি-মিক্সিং এ অভ্যস্ত ব্যাক্তিবর্গ। টুপি পড়ে পিযূস সাহেবের সাথে বসে তার দেওয়া মন্তব্যে কাঁধ মেলাচ্ছে সাদা জুব্বার ঐ ব্যাক্তিটি। সিস্টেমে ঢুকে সিস্টেম চেঞ্জ করার মত হাস্যকর পদ্ধতি অবলম্বন করছে। জিনিসটা এমন যে তোমাদের মদ খাওয়া বন্ধ করাতে হলে আমাকে আগে মদ খেয়ে এটার খারাপ জিনিসগুলো বের করে তোমাদের বুঝাতে হবে এটা খারাপ।
আপনি কোন মুসলিম নিজেকে প্রশ্ন করুন আয়নার সামনে দাঁড়িয়ে। সমাজের বেঁধে দেওয়া সংগায় আপনি মুসলিম নাকি পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব স্বীকার করে নেওয়া মুসলিম?
Always remember that you never hide yourself from Death.

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৯ রাত ১১:১০

ইব্‌রাহীম আই কে বলেছেন: প্রত্যেকটি মুসলমানকে ইসলাম সম্পর্কে আরো বিস্তর জানা উচিৎ।

২৭ শে মে, ২০১৯ ভোর ৬:৪০

মামুন রেজওয়ান বলেছেন: জ্বি আল্লাহই কিন্তু প্রথমে বলেছে ইক্বরা।

২| ২৬ শে মে, ২০১৯ রাত ৩:০৫

মেঘ প্রিয় বালক বলেছেন: খুবি গুরুত্বপূর্ণ ও দরকারী পোস্ট।

২৭ শে মে, ২০১৯ ভোর ৬:৪১

মামুন রেজওয়ান বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

৩| ২৬ শে মে, ২০১৯ সকাল ৭:৩৮

রাজীব নুর বলেছেন: পোস্ট টি ভালো লাগলো।

২৭ শে মে, ২০১৯ ভোর ৬:৪১

মামুন রেজওয়ান বলেছেন: আলহামদুলিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.