নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সাহসীনি

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৭

বুদ্ধিজীবিরা আপনারা কী মাদাম কুরির নাম শুনেছেন?
খুবই গরীব ছিলেন তাই দুই বোনের পক্ষে একসাথে পড়াশুনা করা সম্ভব হয়নি। তিনি পরিচারিকার কাজ করে দিদিকে পড়িয়েছিলেন। এরপর দিদি উপার্জন করে তার পড়ার ব্যবস্থা করেন। সমাজে মেয়েদের জন্য লোভের হাতছানি সেকালেও ছিল। কিন্তু তারা কেউই তলিয়ে যাননি।

বাংলাদেশের বেগম রোকেয়ার নাম শুনেছেন?
যার বলিষ্ঠ কলম ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠে নারীশিক্ষার পথ প্রশস্ত করেছিল। না, এরজন্য তাকে বর্তমানকালের বিশিষ্ট নারীবাদি লেখিকার ন্যায় উশৃঙ্খল হতে হয়নি।

প্রীতিলতা বা বুড়ি মাতঙ্গিনী হাজরার নামতো নিশ্চয় শুনেছেন। মৃত্যু নিশ্চিত জেনেও যারা আদর্শের তাগিদে পিছপা হননি।

এবার নিচের ছবিটা দেখুন।
মুক্তিযুদ্ধের সময় বাংলার মেয়েদের আর্মস ট্রেনিং। পাক হানাদারদের একটা বুলেটই শেষ করে দিতে পারে উচ্ছল কৈশোরের সকল স্বপ্ন। আর যদি ধরা পড়ে যায়। হায়েনারা ছিঁড়ে খাবে তাদের।
জানত, তবুও তারা লড়েছিল বলেই লাল সবুজ পতাকাটা গর্বে পতপত করে ওড়ে।

কিন্তু, এরা যথেষ্ট সাহসীনি নয়।
কারণ, এরা বিকিনি পরে ফটোশ্যুট করতে পারেননি। এরা ইন্টারভিউতে বলতে পারেননি, ন্যুড সিন করতেও আমার কোন আপত্তি নেই।
আসলে, বর্তমান সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বাজার। এই বাজারই ঠিক করে দেয়, আপনি কী বই পড়বেন, কোন সিনেমা দেখবেন,
কেমন হবে আপনার ফ্যাশন।
বর্তমানে আমাদের মূল্যবোধও নিয়ন্ত্রণ করে এই বাজার। তাই সিনেমায় 'হট' সিন থাকলে আমরাও বলি ভারতীয় সিনেমা সাবালক হচ্ছে।
এই পুঁজিবাদি বাজার নিজস্বার্থেই ঠিক করে দেয় কারা সেলিব্রিটি, কারা হবেন বুদ্ধিজীবি। তাই শেষ ৫ বছরে একটাও হিট গান গাইতে না পারা ব্যান্ডের গায়ক থেকে বি-গ্রেড সিনেমা, সিরিয়ালের (মন্দ লোকে বলে ব্লু ফিল্মও করে) শরীর সর্বস্ব নায়িকা সবাই সেলিব্রিটি, বুদ্ধিজীবি।
মিডিয়াও একটি ব্যবসা, তাই এই বাজারেরই একটি অংশ।
মিডিয়ার লাইমলাইট তাই এদেরই উপর। ফলে হুজুগ সর্বস্ব আমরাও এদের বিনা প্রশ্নে অনুসরণ করি।
তারা টিভির পর্দায় "জ্ঞানগর্ভ" আলোচনা করেন, পর্নোগ্রাফি দেখা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এবং এর সম্প্রচার রোধ হল ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ।
আমরাও বলি বাহবা।
তারা বলেন অমানবিক বেশ্যাবৃত্তিকে তোলার চেষ্টা না করে (যা বাস্তবে সম্ভব) আইনি স্বীকৃতি দেওয়া হোক।
আমরাও বলি বাহবা।
হাজার হোক ওরা সেলিব্রিটি।

আসলে ভারত, বাংলাদেশের মত রাষ্ট্র হল সেক্স ট্যুরিজমের পোটেনশিয়াল মার্কেট। তাই বাজার ধরতে বুদ্ধিজীবি তকমা সেঁটে এই দালালদের বাজারে ছেড়ে দেওয়া হয়েছে।

এসকলই এই বৃহৎ পরিকল্পনার অংশমাত্র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.