নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: এক সিংহপুরুষ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

আচ্ছা, আমরা কেমন সিংহ দেখতে পছন্দ করি?
কেশরওয়ালা তেজোদ্দীপ্ত, গর্জনরত সিংহ না হাড় জির জিরে রুগ্ন মৃতপ্রায় সিংহ, কোনটা আমাদের মন ভরিয়ে দেয়?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেমনি এক সিংহপুরুষ।
ফেসবুকে তার শ্মশান যাত্রার একটি করুণ চিত্র পাওয়া যায়।
আমরা সবাই "লহ প্রণাম" বলে সেই ছবি শেয়ার করি।

কিন্তু কেন?

তার তেজোদ্দীপ্ত মুখের ছবি তার বক্তব্যের সাথে পোস্ট করলে এবং তার দেখান পথে চললেই তো তাকে শ্রদ্ধা জানান হয়।
ঐ দৃষ্টিকটু করুণ চিত্র টা কি না দিলেই নয়।

বাড়ির গুরুজনরা মারা গেলে আমরা তার রোগাক্রান্ত শেষ অবস্থার ছবি দেওয়ালে লাগাই না।
তার সুস্থ অবস্থার হাসি মুখের ছবিটাই আমরা স্মৃতিতে ধরে রাখতে চাই।

তাহলে এই পরম শ্রদ্ধেয় মানুষটির ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে কেন?

সবাই কে ভেবে দেখতে অনুরোধ করছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

ইমরান আশফাক বলেছেন: আপনার সাথে পূর্ন সহমত আমি। বাংলা সাহিত্যে উনিই প্রথম গদ্যধারা, বিরাম ও যতিচিহ্ ইত্যাদি প্রবর্তন করেছেন যার উপর ভর করে বাংলা সাহিত্য তরতর করে এগিয়ে গেছে।

২| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭

মণীশ রায় চৌধুরী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.