নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় উৎসবে নাস্তিকদের কর্তব্য

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭

অনেকেই মনে করেন নাস্তিকরা সমাজবিচ্ছিন্ন জীব।
তারা ধার্মিকদের নিচু নজরে দেখে এবং তাই তাদের ধর্মীয় উৎসবে সামিল হননা।

আমি জানাতে চাই যে, এই ধারণা সর্বৈব ভুল যে আমরা ধার্মিকদের নিচু নজরে দেখি।
আমরা তাদের ঘৃণা করিনা, কারণ বুঝি যে তারা ভুল ধারণার স্বীকার।
তারাও এই সমাজেরই অংশ, তাই তাদের ভুল না ভাঙালে সমাজ এগোবেনা।

এজন্য আমরা তাগা-তাবিজ, পূজা-রোজায় বিশ্বাসী বন্ধুদের সাথে সরল ভাবে মিশে সহজ ভাষায় তাদের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি।
আমরা সবাই একদিন এভাবেই নাস্তিক হয়েছি।
আমাদের লক্ষ্য হল আমাদের সাথে মিশে একদিন তারা নিজেরাই বুঝবে তাদের শোষণ বঞ্চনার কারণ কোন ইশ্বর-আল্লা নয়।
কিছু মানুষের অপরিসীম লোভই তাদের দারিদ্রের কারণ।
এটা বুঝলে তারা নিজেরাই তাগা-তাবিজ খুলে ফেলবে।


কিন্তু, আমরা যদি "মোরা তোমাদেরই লোক" প্রমাণ করতে নিজেরাও পুজোতে অংশ নিই বা দরগায় চাদর চড়াই তাহলে সমাজে একচুলও এগোবেনা কিন্তু দ্বিগুণ পিছিয়ে যাবে।

তাই আমরা পুজোমন্ডপে বসে আড্ডা দিতে পারি, অনেক মানুষের কাছে পৌঁছতে কুসংস্কার বিরোধী বইয়ের স্টলও দিতে পারি।
কিন্তু ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করিনা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: নাস্তিকরা আকাশ থেকে পড়ে না । ধর্মের বাণী ও উদ্দেশ্যের সঙ্গে যখন বাস্তবতার মিল হয় না, বিজ্ঞানের সাথে সংঘাত বাঁধে, দর্শনের সঙ্গে বাঁধে দ্বন্দ্ব, প্রশ্ন করেও যখন মানুষ তার জবাব পায় না, মানুষ যখন দেখে কারণ ব্যতীত কার্য হয় না, নিজের ভাগ্য নিজের হাতে, আমার ভালো মন্দ অন্যের হাতে নয়- তখন মানুষ নাস্তিক হয়ে যায় । এ ছাড়া উপায়ই বা কী? হয় বিশ্বাস, নয় অবিশ্বাস । পৃথিবীতে এই দুই মতেরই লোক আছে, থাকবে ।

বার্ট্রান্ড রাসেল ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪

মানবী বলেছেন: :-)

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৭

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: ভাল লাগলো, দাদা। ফেসবুকে এই বিষয়ে যে বিতর্ক শুরু হয়েছে, এই লেখাটা সেখানে প্রাসঙ্গিক।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাই আমরা পুজোমন্ডপে বসে আড্ডা দিতে পারি, অনেক মানুষের কাছে পৌঁছতে কুসংস্কার বিরোধী বইয়ের স্টলও দিতে পারি।
কিন্তু ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করিনা।
ভালো.........অকপট নাস্তিক।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধার্মিকরা আপনাদের সার্টিফিকেট নেয়ার জন্য বসে আছে তো.....আপনি গেলেই কি আর না গেলেই কি। গাঁয়ে মানে না, আপনি মোড়ল টাইপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.