নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণের শাস্তি মৃত্যু

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬

এখনো আমাদের সমাজে এমন অনেক 'মানবতাবাদী' আছেন ধর্ষকদের দুঃখে যাদের বুক কেঁদে ওঠে।
তারা নানারকম যুক্তি হাজির করেন।
"একজন মানুষকে মেরে ফেলার অধিকার কারো নেই।"
"মৃত্যুদন্ড দিলেই কী ধর্ষণ বন্ধ হয়ে যাবে?"
"পৃথিবীর বহু দেশে মৃত্যুদন্ড উঠে গেছে।"
এরকম কত কী।
ধনঞ্জয়ের সময়েও এরা একই রকম কাঁদুনি গেয়ে তাকে প্রায় শহীদ বানিয়ে তুলেছিল।

আসলে প্রশাসন তত্পর ও বিচারের দীর্ঘসূত্রিতা বন্ধ হলেই ধর্ষণ কমে যাবে, এমনকি শূণ্যের ঘরে নামিয়ে আনাও বাস্তবেই সম্ভব।

একটা ঘটনা মনে পড়ছে।
কিছু বছর আগেও বিহার, ঝাড়খন্ডের রেলে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ছিল দৈনন্দিন ঘটনা।
রেল পুলিশও ছিল নির্বিকার। কারণ, লুঠের মাল থেকে নারী 'ভোগ' সকল কিছুরই ভাগ পাওয়া যেত।
একদিন রবিবার সকালে বাজারে এরকম কিছু বীরপুঙ্গবরা গতরাতের ঘটনা গর্বের সাথে সাথীদের জানাচ্ছিল।
পুলিশরাও বুক ঠুকে জানাচ্ছিল, ইতনা লেড়কিয়োঁ কা নাশ কিয়া।
এমতাবস্থায়, কিছু লোক বাজারে ঢুকে প্রকাশ্য দিবালোকে তাদের গুলি করে মারে এবং কিছু পোস্টার ছড়িয়ে দিয়ে বলে এরপর থেকে প্রতিটা ঘটনায় এই ব্যবস্থাই নেওয়া হবে।

সকলেই বুঝেছিল এগুলি ফাঁকা আওয়াজ নয়।
তাই রাতারাতি সবাই সাধুপুরুষ বনে গেল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ধর্ষণের শাস্তি এমন হওয়া উচিত:-
1# ধর্ষকের কপালে উল্কী দিয়ে লিখে দিতে হবে 'ধর্ষক' ।
2# ধর্ষকের সমস্ত সম্পত্তি বিক্রি করে ধর্ষিতাকে দিতে হবে ।
3# ঔষদের দ্বারা ধর্ষককে যৌনক্ষমতা নষ্ট করে দিতে হবে ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৪

কবি এবং হিমু বলেছেন: মৃত্যুদন্ড দিলে তো সব শেষ।আমার মতে তার চেতনার দন্ডখানা একদম কেটে ফেলা উচিত।তারপর ১০ হাজার টাকাসহ তাকে নিয়ে দৌলতিয়ার পল্লীতে ছেড়ে দেয়া হোক।তারপর হবে তার আসল শাস্তি।যাকে বলে হাতে নয় ভাতে মারা :P

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৭

অদ্বিত বলেছেন: ঠিকই তো, কোন অপরাধের জন্যই শাস্তি মৃত্যুদন্ড হওয়া উচিত না।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

মণীশ রায় চৌধুরী বলেছেন: আপনি কি অপরাধের পাশবিকতার কথাটা জেনে মন্তব্য করছেন?

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

প্রণব দেবনাথ বলেছেন: ন্যয় বিচার বলতে এটাই বুঝি অন্যায়কারী ফের অপরাধ করতে ভুলে যাবে,যার প্রতি অন্যায় হয়েছে সে অনুভব করবে আইন আর সমাজ তার সাথে আছে।তাহলেই কমে যাবে অপরাধ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

মণীশ রায় চৌধুরী বলেছেন: আপনি কি অপরাধের পাশবিকতার কথাটা জেনে মন্তব্য করছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.