নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মাদারের সেন্টহুড এবং বাংলায় অলৌকিক লকেট শিল্পের প্রস্তাবনা

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

আমাদের মহিমাময়ী বঙ্গেশ্বরী দিদিমণি মাদার টেরেসাকে সেন্টহুড দেওয়ার "ঐতিহাসিক" ঘটনার সাক্ষী থাকতে ভ্যাটিকানে গেছেন।

যেকোনো প্রকৃত শিক্ষিত মানুষ মাত্রই জানেন মানবসেবা জাতীয় কোন কাজের জন্যেই কিন্তু সেন্টহুড দেওয়া হয়না।
সেন্টহুড পাওয়ার এক এবং একমাত্র পরাকাষ্ঠা হল "অলৌকিক ক্ষমতা" লাভ করা।
শুধু তাই নয়, মনে রাখতে হবে খৃষ্টধর্মে জীবিত অবস্থায় কেউ কোনদিন সেন্ট হতে পারেনা।
মৃত্যুর অন্তত পাঁচ বছর পরে যদি কোন পাদ্রি বা নানের অলৌকিক ক্ষমতার "প্রমাণ" পাওয়া যায় তবেই তাকে সেন্ট ঘোষণা করা হয়।

প্রিয় বন্ধু, আমরা কি একটি বারের জন্যেও প্রশ্ন করবনা কেন বেঁচে থাকতে কেউ সেন্ট হতে পারবেনা?
উত্তর টা খুবই সহজ।
মরা মানুষকে তো আর যুক্তিবাদীদের সামনে তাদের তথাকথিত অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে হবেনা।

অজ পাড়া গাঁয়ের জটা তান্ত্রিকরা এই দাবি করলে আমরাই তো বলি শালা চিটিংবাজ, বুজরুক।
তাহলে, এখন আমাদের শিক্ষিত সমাজ চুপ কেন?
ভ্যাটিকানের ডলারের অভাব নেই।
তাই মিডিয়াগুলি আবেগ গদ গদ স্বরে আমাদের বোঝাতে চাইছে এই সেন্টহুড প্রাপ্তি বাঙালি তথা ভারতবাসীর কাছে অতিশয় গর্বের বিষয়।
কিন্তু, আমরা কি ভুলে যাব এই ভাবে কুসংস্কারের প্রচারের সহায়তা করে ভারতীয় সংবিধানে বর্ণিত "বিজ্ঞানমনস্কতার প্রসারের"ই বিরোধিতা করছি।
যেসকল মাননীয় মন্ত্রীগণ আমাদেরই ট্যাক্সের টাকা ধ্বংস করে এই সংবিধান বিরোধিতা দেখতে গেছেন তারা কি দেশদ্রোহী নন?


মাননীয় মমতা দিদির কথা দিয়েই শুরু করেছিলাম, তাই তার কথা বলেই এই লেখা শেষ করছি।
দিদিমণি, প্রায় প্রতিটা জনসভাতেই ফিরিস্তি দিয়ে থাকেন তার আমলে কতগুলি সুপার স্পেসালিটি হসপিটাল তৈরি হয়েছে।
দিদিগো, এত সব হসপিটাল তৈরির দরকার কি?
তুমি তো শুনেছি, সততার প্রতীক।
তুমি যদি সত্যি বিশ্বাস কর যে মাদারের লকেট দিয়েই সব রোগ সারিয়ে ফেলা যায় তাহলে পাড়ায় পাড়ায় "চপ শিল্পে"র মতন "অলৌকিক লকেট তৈরির কারখানা" শুরু কর।
তবেই তো আমরা গর্বের সাথে বলতে পারব, দিদির আমলে স্বাস্থ্যক্ষেত্রে সারা দেশে "এগিয়ে বাংলা"।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১

তানভীরএফওয়ান বলেছেন: Right!! B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.