নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নকশাল

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭

নাম- শঙ্কর গুহনিয়োগী
নিজের সর্বস্ব দিয়ে ছত্তিশগড়ের নিপীড়িত, বঞ্চিত মানুষের স্বাধিকারের জন্য লড়ে যাওয়া এই মানুষটিকে পুলিশ প্রশাসন বরাবরই 'নকশাল' বলে সন্দেহের চোখে দেখেছে এবং নানাভাবে হেনস্থা করেছে।
পরিণতি- মাফিয়াদের হাতে খুন।

নাম- ডা. বিনায়ক সেন
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই ডাক্তার দরিদ্র আদিবাসীদের জন্য জীবন অতিবাহিত করছেন।
পরিণতি- নকশাল-মাওবাদীদের সমর্থক বলে গ্রেপ্তার হন।

নাম- হিমাংশু কুমার
এই গান্ধীবাদী প্রবীণ ব্যক্তি 'বনবাসী চেতনা আশ্রম' গড়ে আদিবাসী শিশুদের প্রাথমিক শিক্ষাদান করে মানুষ করতে চেষ্টা করতেন।
পরিণতি- দেশপ্রেমিক(!) আধা সামরিক বাহিনী মাওবাদীদের আড্ডা বলে আশ্রমটি গুঁড়িয়ে দেয়।

নাম- অলোক সাগর
IIT দিল্লীর এই অধ্যাপকের নাম সাম্প্রতিক কালে সামনে এসেছে। শহুরে জীবনের স্বাচ্ছন্দ্য ত্যাগ করে গত 30 বছর মধ্যপ্রদেশের আদিবাসী উন্নয়নের কাজ করছেন।
পরিণতি-নকশাল সন্দেহে আটক করে পুলিশ।

তালিকাটিতে আরো অনেকের নাম করা যেত।
রাষ্ট্রীয় পীড়ন এড়িয়ে ক'টা খবরই বা জানতে পারি।
প্রশ্ন হল, আদিবাসীদের অধিকারের জন্য যারাই লড়েছে তাদেরই নকশাল তকমা দেওয়া হয় কেন?
রাষ্ট্র নিজেই কী বুঝিয়ে দিচ্ছেনা, কারা আদিবাসীদের হয়ে লড়াই করছে???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ডাঃ বিনায়ক সেনের ব্যাপারটা শুনেছি।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

শামছুল ইসলাম বলেছেন: দুঃখজনক !!!

আদিবাসীদের অধিকার তো রাষ্ট্রেরই সংরক্ষণ করা উচিত । সেটা তো হচ্ছেই না, উল্টো ....

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

গিলগামেশের দরবার বলেছেন: গনতান্ত্রিক ভারত বা বাংলাদেশে বসে আপনি আদিবাসীদের পক্ষে কথা বলছেন? বিপদ!

মাথা আমার কিন্তু একটা! সব স্টেটই এইরকম খারাপ। রেড ইন্ডিয়ান, মাউরিদের বেলায়ও ঘটনা একই ঘটেছে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

গিলগামেশের দরবার বলেছেন: গনতান্ত্রিক ভারত বা বাংলাদেশে বসে আপনি আদিবাসীদের পক্ষে কথা বলছেন? বিপদ!

মাথা আমার কিন্তু একটা! সব স্টেটই এইরকম খারাপ। রেড ইন্ডিয়ান, মাউরিদের বেলায়ও ঘটনা একই ঘটেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.