নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্র চায়, তাই ভাগ্যের ব্যবসা চলছে

০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সেদিন অফিস যাচ্ছি।
উল্টোডাঙাতে জ্যামে বাস দাঁড়িয়ে আছে।
রাস্তার দুধারে প্রচুর মানুষ তাদের পসরা সাজিয়ে নিয়ে বসে।
প্রতিটি রেলস্টেশনেই এটা খুবই কমন দৃশ্য।
দিন আনি দিন খাই মানুষের খুবই স্বল্প পুঁজির ব্যবসা।
ট্রেনের নিত্য যাত্রীরাই তাদের মূল ক্রেতা।

এমন সময় সরকার পরিচালিত একটি লটারির টিকিট বিক্রির গাড়ি সেখানে এসে পৌঁছাল।
এক মা তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন তিনি কয়েকটা টিকিট কিনলেন।
ঐ স্বল্প পুঁজির ব্যবসায়ীরাও সরকারি "ভাগ্যের ফেরিওয়ালার" কাছ থেকে টিকিট কিনল।
5, 10 টাকার বেশ কয়েকটা টিকিট।
ঐ মানুষগুলোর কাছে, সংসার খরচ বাঁচিয়ে টাকা জমানো ঐ মায়ের কাছে ঐ টাকাই অনেক।
তবুও কিনল।
যদি লেগে যায়।
কোন বারই লাগেনা।
তবুও বৃথা আশা মরিতে মরিতে মরেনা।

কারো কি 'ভাগ্য' খোলেনা?
মাঝে মাঝে কাগজে বেরোয় কোন দরিদ্র মানুষ লাখ টাকার টিকিট জিতেছে।
প্রবাবিলিটির নিয়মেই কখনো কখনো তারাও জেতে।
এসকল খবরই তাদের আশা বাড়িয়ে দেয়।
মনে মনে ঈশ্বরকে তারা মানত করে,লটারি পেলে এবার ঠিক ঘটা করে পুজো করবে।
ভাবে পূর্বজন্মের পাপের ফলেই এই দারিদ্র।

রাষ্ট্রযন্ত্র চায় মানুষ তার প্রতিটা না পাওয়ার জন্য সিস্টেমকে দায়ি না করে,অধিকার দাবি না করে
ঈশ্বরের কাছে দয়া প্রার্থনা করুক।
রাষ্ট্র চায়, তাই ভাগ্যের ব্যবসা চলছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.