নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকের পদবির কী প্রয়োজন?

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৯

এক "দেশপ্রেমিক" আমাকে প্রশ্ন করেছে নাস্তিকের পদবির কী প্রয়োজন?
প্রশ্নটা জরুরি।
তাই ভাবলাম আপনাদের সাথে আলোচনা করি।

কথায় বলে, মানুষ নামের ভিতরেই জাত, ধর্ম খুঁজে নেয়।
একজন নাস্তিকের কাছে জাত বা ধর্ম অর্থহীন।
তাই নিঃসন্দেহে পদবি কোন বাড়তি গুরুত্ব বহন করেনা।


কিন্তু, শুধু তত্ত্বকথায় জীবন চলেনা।
আমাদের মনে রাখতে হবে বিষয়টা ফেসবুকে নাম পরিবর্তনের মত সহজ নয়।
বাস্তব জীবনে ভারতে পদবি সরকারিভাবে বাদ দিতে গেলে কোর্টে গিয়েই তা করতে হয় এবং
তারপর সকল মূখ্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে তা জানাতে হয়।

ভোগান্তির সেখানেই শেষ নয়।
ভবিষ্যতেও বিভিন্ন সরকারি ও আইনি কাজেও ঐ নাম পরিবর্তন সমস্যা তৈরী করতে পারে।
পদবি যেহেতু কোন গুরুত্ব বহন করেনা তাই তার পেছনে এত সময় নষ্ট অর্থহীন মনে করি।

হুজুগে পড়ে পদবি ত্যাগ করলেই কি নাস্তিক হওয়া যায়?
তার থেকে জনচেতনা উন্নয়নের কাজেই নিজেদের শক্তি নিয়োগ করা প্রয়োজন।

পদবি ত্যাগ যদি এতটাই জরুরি হত তাহলে আইনস্টাইন, ডকিন্স, হকিং বা আমার জীবনদেবতা
প্রবীর ঘোষও এই নিয়েই মেতে থাকতেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.