নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেমিক সাজার মেড-ইজি ফর্মুলা

১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৭

সকাল সাড়ে আটটা বাজে।
গাবলু বাবু অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে।
এমন সময় কলিংবেল বেজে উঠল।

"আহ্, এখন আবার কার দরকার পড়ল", একটু বিরক্ত হয়েই দরজা খুলতে পা বাড়াল সে।
দরজা খুলতেই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে পড়লেন গাবলুর নতুন প্রতিবেশী গোবর্ধন গুছাইত।
তাকে দেখলেই মনে হয় স্বয়ং পাগলা দাশু বইয়ের পাতা থেকে উঠে এসেছেন।

পৃথিবীতে কিছু দুর্লভ মানুষ আছেন যারা কিচ্ছুটি না জানলেও সকল বিষয়ে "জ্ঞানগর্ভ" বক্তব্য রাখতে পারেন।
আমাদের গোবর্ধন বাবু তাদেরই অন্যতম।
এই তো গতকালই লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে পাড়ার সবজিওয়ালার থেকে হাফদামে সজনে ডাঁটা
কিনতে কিনতে উপস্থিত লোকেদের পাকিস্তানকে কিভাবে পরমাণু বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া উচিত বোঝাচ্ছিলেন।
একেবারে ঘাড় ধরে বুঝিয়েই ছাড়ছিলেন আরকি।

এমন লোককে সাতসকালে আসতে দেখেই চিন্তিত হল গাবলু।
আজ হয়তো অফিস যাওয়াটাই মাটি হবে।
"ও মশাই বড় সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি।"
"আপনি আমার কাছে সাহায্য চাইতে এসেছেন।", হেসে বলল গাবলু।
"না, আসলে কাল একটা ফেসবুক আইডি খুলেছি।
তা এই যুদ্ধের বাজারে একটা দেশপ্রেমের পোস্ট কী দেওয়া যায় বলুনতো?
বেশ অনেক লোক লাইক দেবে।
'জয় হিন্দ' বলে কমেন্ট করবে।
তবেই না আমি ফেসবুক সেলিব্রিটি হতে পারব।"
"আরে মশাই, এত খুব সোজা।
প্রথমে নেট থেকে কোন সুপার ইমপোজ করা ছবি সংগ্রহ করুন।
এই যেমন ধরুন সিংহ কোন শুয়োর শিকার করেছে। কিন্তু সিংহের গায়ে ভারতীয় পতাকা আর শুয়োরের গায়ে
পাকিস্তানের পতাকা আঁকা আছে।
অথবা, কুকুরে পাকিস্তানের পতাকা খাচ্ছে।
এরকম ছবি পোস্ট করুন।
সাথে কিছু জ্বালাময়ী স্লোগান অবশ্যই দেবেন।
এই যেমন, যদি খাঁটি ভারতীয় হন তাহলে অবশ্যই লাইক দিন।
অথবা লিখবেন, ১ লাইক=১ রেসপেক্ট।

পাবলিক এগুলো হেবি খায়।
ঐ একটা লাইকেই প্রমান হবে আপনি আগমার্কা দেশপ্রেমিক।
সে তারপর সারাদিন আপনি যতখুশি দুর্নীতি করুন না কেন।
আর যদি লেখেন, যদি শরীরে মহম্মদের রক্ত না থাকে তাহলে অবশ্যই লাইক দিন।
তাহলেই কেল্লাফতে।
তখন আপনাকে আর পায় কে !
হয়ত পদ্মফুল দলের মন্ত্রীও হয়ে যেতে পারেন।
এটাই এখন দেশপ্রেমের মেড-ইজি ফর্মুলা যা পাবলিক হেবি খাচ্ছে।"
গোবর্ধন বাবু এতক্ষণ চোখ গোল গোল করে এই সব কথা শুনছিলেন।
এবার ঢোঁক গিলে বললেন, "কী বলছেন মশাই এরকম একটা পোস্ট দিলেই আমি দেশপ্রেমিক হয়ে যাব।
তখন ঘুষ খাই আর রেপ করি কেউ কিচ্ছু বলবেনা?"
"তবে আর বলছি কী দাদা !
আপনি উত্তমকুমারের সেই গানটা শোনেননি, সেইযে, 'আমার পদ্ম পাতায় লাগবেনা দাগ, কলঙ্ক পাঁক যতই খাঁটি'।
অতএব আর দেরি করবেননা, দুগগা বলে লেগে পড়ুন।
বেশি দেরি করলে হয়ত অন্যকেউ বাজি মেরে দেবে।
আসলে এখন দেশপ্রেমিক সাজার হেবি কম্পিটিশন।
ডান-বাম কোন দলই সুযোগ ছাড়ছেনা।"
গোবর্ধন বাবু একগাল হেসে বললেন, "আর বলতে হবেনা দাদা।
সব বুঝে নিয়েছি।
সত্যি আপনি না থাকলে দেশপ্রেমিক হওয়ার এত বড় সুযোগটা হাতছাড়াই হয়ে যেত।"

চারলাফে সিঁড়ি পেরিয়ে বড় রাস্তায় নামলেন গোবর্ধন গুছাইত।
তারপর হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটলেন।
যা কম্পিটিশন মার্কেট, কেউ যদি আগেই পোস্টটা দিয়ে ফেলে তখন কী হবে !!!
গাবলু, অবাক হয়ে এই হার্ডল রেস দেখছিল।
৯ টার ঘণ্টা শুনেই হুঁশ ফিরল তার।
আজ হয়ত ৯-৩০ এর নৌকোটাও আর ধরা হবেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.