নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

এ যেনো স্বর্গীয় স্থান

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫

বিদেশ বা জাফলং নয় কিন্তু। এটি Pangthumai Waterfalls. পানথুমাই সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়নে অবস্থিত। আবার কেউ ভুল করে ভাববেন না যে, এটি জাফলং এ অবস্থিত । এটি জাফলং থেকে প্রায় ২৫ কিমি দূরে। আর সিলেট শহর থেকে এর দূরত্ব ৪০ কি.মি.। জাফলং দিয়ে না গিয়ে সিলেটের এয়ারপোর্ট রোড হয়ে সালুটিকর হয়ে গেলে পথ কম হবে।
ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে, একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটি আসলেই অসাধারণ। মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড়, ঝর্ণা। আর এই ঝরণা থেকে বয়ে আসা পানির স্রোতধারা, সেই স্রোতধারা থেকে সৃষ্টি হওয়া পিয়াইন নদী আসলেই অসাধারণ। পান্থুমাই এ গেলে কেউ এই পিয়াইন নদীতে সাঁতার না কেটে ফিরে আসলে আপনার ভ্রমণ বৃথা হয়ে যাবে। আর দিগন্ত বিস্তৃত চারণভূমি দেখতে পাবেন এই গ্রামটিতে।
কিভাবে যাবেন : ঢাকা থেকে সিলেট গিয়ে আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি ট্যাক্সি নিয়ে বলবেন গোয়াইনঘাট এর মাতরতুল এ যাবেন। ভাড়া দিতে হতে পারে ৬০০ টাকা থেকে ৭০০ টাকা ( রিজার্ভ ) , সেখান থেকে মাত্র ২ কি.মি. পরেই এই পানথুমাই। পানথুমাই পুরো ঘুরে দেখলে বুঝবেন জায়গাটা আসলেই অনেক সুন্দর ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪০

নিহত ভবিষ্যৎ বলেছেন: কিছু মনে না করলে লেখক শেষ কবে গেছেন জায়গাটি তে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৩

মানবানল বলেছেন: জানুয়ারির প্রথম দিকে। কেনো ভাই?

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫

সুমন কর বলেছেন: পানথুমাই সম্পর্কে জানলাম, তবে বিস্তারিত এবং আরো কিছু ছবি দিলে ভালো হতো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

মানবানল বলেছেন: অাপনার সুচিন্তিত মতামতের জন্যে অশেষ ধন্যবাদ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

নিহত ভবিষ্যৎ বলেছেন: কিন্তু এটা ভাল ,তবে ছবির মত অতটা সুন্দর না ।আমিও ফেব্রুয়ারিতে গিয়েছলাম ওখানে। হ্যা তবে দেখার মত জায়গা বর্ষার সময়,আবার পথ টা খারাপ থাকে ঐ সময় ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

মানবানল বলেছেন: বর্ষায় এর মূল সৌন্দর্য্য চোখে ধরা পড়ে। হ্যা, রাস্তাটি অত্যন্ত বেহাল থাকে ওই সময়টায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.