নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ খেলা : এই দিন সেই দিন

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:০৭

এই দিন সেই দিন। একাত্তরে যেই দিন বাঙালি প্রথমবারের মতো উড়িয়েছিল মানচিত্রখচিত লাল সবুজের পতাকা। আর হ্যাঁ! সেই দিনের এই দিনে, সেই একই চেনা শত্রু, সেই পাকিস্তানিদের ক্রিকেট লড়াইয়ে বধ করার পর শেরেবাংলার গ্যালারিজুড়ে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীর মাথার ওপরে উত্তাল ঢেউ খেয়েছে আমাদের প্রাণের লাল সবুজের বিশাল পতাকা। ৩০ লাখ শহীদের মতো যে পতাকায় মিশে আছে ক্রিকেটার জুয়েল আর মুশতাকের রক্তও। ঐতিহাসিক পতাকা দিবস উদযাপনে এর চেয়ে বড়ো উপলক্ষ আর কী হতে পারে! জাতি হিসেবে এমন অর্জন আমাদের জন্য কম কিসে!
পুনশ্চ: খেলার সাথে রাজনীতি আপনি মেশাতে না পারেন। কিন্তু আমি মিশাই। যেমনভাবে মিশিয়েছিলেন শহীদ ক্রিকেটার জুয়েল-মুশতাক আর ক্রিকেটার রাকিবুল হাসান।
এবার ভিন্ন প্রসঙ্গ। সাকিবের ব্যাট দিয়ে সেই উইকেটে আঘাতের ঘটনা। মনে আছে বিপিএলের খেলায় এক মা সাকিবের বদলে মাশরাফির দলকে (ইয়াং মায়েরা তাই করবেন) সমর্থন করছিলেন বলে একটা বাচ্চা ছেলে কেঁদে-কেটে একাকার হয়েছিলো। এটা তার ভাবনারও অতীত যে কেউ সাকিবের বিপক্ষ দলকে সমর্থন করতে পারে।
আজ সেই ব্যাট দিয়ে উইকেটে আঘাতের ঘটনার পর যখন বলছিলাম সাকিবের ম্যাচ ফি কাটা যাবে, এমনকি সে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার খাড়ায়ও পড়তে পারে; তখন অন্য একটা বাচ্চা ছেলে কেঁদে-কেটে বুক ভাসিয়েছে। সাকিব খেলতে পারবে না, তার শাস্তি হতে পারে; এটা তার ভাবনারও অতীত।
কথাগুলো এজন্য বলছি যে, আমাদের সন্তানদের কাছে ভালোবাসার ডাকনাম সাকিব আল হাসান। তাকেও বোধহয় বিষয়টা মাথায় এবং হৃদয়ে রাখা উচিত।
পরিশেষে ‘বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন আমরাও... ’
বাবার অন্ধ হবার দরকার হয়নি, আমাদের দেখা হলো অনেক কিছুই,
জয়, জয়, আর জয়
আমাদের ফেরানোর সাহস কেউ-ই রাখে না।
পুনশ্চ : ইসলামাবাদের পতন ঘটিয়ে দিল্লী অভিমুখে বাংলার টাইগার বাহিনী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩১

বিজন রয় বলেছেন: হা হা হা
অভিনন্দন।

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩

মানবানল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.