নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

ঝড়-জলোচ্ছ্বাসে ধ্বংস হবার জন্য আপনার জন্ম নয়!

১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

প্রচণ্ড ঝড়ে বনের সব থেকে উঁচু গাছগুলোই আক্রান্ত হয় বেশি। ঝড়ের প্রাবল্যে মাটিতে নুয়ে পড়ে গাছ। শিকড় বেরিয়ে মাটির ওপর ওঠে আসে বৃক্ষমূল। কাণ্ডগুলো সব লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকে এদিকে-ওদিকে। গাছের ফলগুলো ঝরে পড়ে সমগ্র বনের মাঝে! একটা মাত্র কঠিন ঝড় কেড়ে নেয় একটি গাছের সদা দণ্ডায়মান অস্তিত্ব! তবে তার এমন পতনে গাছটির সমাপ্তি ঘটে না। কিছুদিন পর গাছের গোঁড়া থেকে বেরিয়ে আসে নতুন মূল, নতুন লতাপাতা, নতুন দুইটি অংকুর। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফলগুলো পায় নবজীবনের অস্তিত্ব! ছোট ছোট নতুন গজানো গাছের চারা বনটাকে আবার ভরিয়ে তোলে। ধীরে ধীরে গাছগুলো বড় হয়, ফুল হয়...। আর এভাবেই একটি বৃহৎ গাছের ধ্বংস হাজারটা নতুন গাছের আগমনের বার্তা হয়ে আসে। ঝড়-বাতাসের বিপক্ষে গাছেদের টেক্কা-"আমরা ধ্বংস হবার নয়, কেননা আমাদের মাঝে আছে প্রাণের অস্তিত্ব"!!
জীবন কখনও কখনও খানিকটা ভিন্নদিকে মোড় নেবে এটিই স্বাভাবিক!
কিছু মারাত্মক ভুল কিংবা সামান্য কোনও অপরাধ জীবনের আশাকে ধ্বংস করে দেবে-এমনটা হবার নয়!
গতকালের ইতিহাস পিছনে পড়ে রবে, যদি আগামীকালের ইতিহাস হয় আরও উজ্জ্বল!
সুতরাং কী করেছেন, কী হয়েছিল তা আজ সুদূর অতীত! তাই বরং আজকের ইতিহাসটিই ঠিক করুন।
সবসময় মনে রাখবেন, ঝড়-জলোচ্ছ্বাসে ধ্বংস হবার জন্য আপনার জন্ম নয়! আপনার জন্ম হয়েছে সংগ্রাম করে বেঁচে থাকার পাশাপাশি টিকে থাকার জন্য! তাই বাঁচার মতো করে বাঁচতে হবে!
ধ্বংস হয়ে যাওয়া গাছের সাথে নিজেকে মিলিয়ে নিয়ে নবজীবনের স্বাদ আস্বাদন করুন!
বিশ্বাস আনুন নিজের প্রতি-"আপনার ভিতরে আছে প্রাণের সঞ্চার। সুতরাং এতো সহজে আপনি ধ্বংস হবার নন"!
বিশ্বাস করুন, আপনি পারবেন। পারবেন নিজেকে বদলাতে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:০১

মহা সমন্বয় বলেছেন: খুবই আত্নবিশ্বাস জাগানিয়া বক্তব্য, কিছুটা হলেও আত্নবিশ্বাস শক্ত হইল।
ধন্যবাদ। :)

১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৬

মানবানল বলেছেন: আত্মবিশ্বাস হোক ইস্পাতসম। আপনাকেও অশেষ ধন্যবাদ

২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:১২

মহা সমন্বয় বলেছেন: কিন্তু মাঝে মাঝে এমন কিছু চরম মুহুর্ত আসে তখন ইস্পাতসম আত্নবিশ্বাসও গলে গলে পানি হয়ে যায়.. দুনিয়াডা বড়ই কঠিন মনে হয় তখন :((

২০ শে মার্চ, ২০১৬ রাত ১:৩০

মানবানল বলেছেন: আসলেই। বিশ্বাস তখন গলে যায় মাংসের মতোন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.