নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

‘ফায়ার আই’ সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৩:০৬

‘ফায়ার আই’ নামটির সাথে এতোক্ষণে আপনারা সবাই পরিচিত হয়ে গেছেন। বাংলাদেশ ব্যাংকের হ্যাক হওয়া টাকা উদ্ধারে এই কোম্পানিটিকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে খবর বেরিয়েছে। ২০০৪ সালে শুরু হওয়া কোম্পানীটি মাত্র ১০ বছরে অর্থ্যাৎ ২০১৪ সালে কোম্পানিটির প্রতিষ্ঠাতা আশার আজিজকে ‘বিলিওনারি’ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। বিশ্বখ্যাত ‘ফোর্বস’ ম্যাগাজিন তাদের বার্ষিক ‘বিলিওনারি’র তালিকায় ২০১৪ সালেই তাকে অন্তর্ভুক্ত করে।
তবে তার বিলিওনারি হওয়ার উপখ্যানটা আরও চমকপ্রদ। ‘ফায়ার আই’ শেয়ারবাজারে প্রাথমিক শেয়ার ছাড়ে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। প্রথমটিতে প্রতি শেয়ারের দর ১৫ ডলার করে নির্ধারণ করা হলেও শেষ মুহুর্তে ৩ ডলার বাড়িয়ে ১৭ ডলার করা হয়। বাজারে এসে প্রথমদিনে ২০ ডলার করে শেয়ারটি লেনদেন হয়।
তারপর থেকেই শেয়ারটি যেনো রকেট গতিতে উড়তে থাকে। মাত্র ৬ মাসের ব্যবধানে শেয়ারের দর ৩৭৭ শতাংশ ডলার বেড়ে প্রতিটি শেয়ারের দর ৯৬ ডলারে দাঁড়ায়। মজার ব্যাপার হচ্ছে, কোম্পানীর ৭.৮ শতাংশ স্টেকের মালিক আশার আজিজের একাই ছিলো ১০,৮৩৫,০০০ টি শেয়ার।
শেয়ার দর আকাশছোঁয়া উচ্চতায় উঠতেই কোম্পানীর পরিচালকরা তাদের শেয়ার বিক্রি করতে শুরু করেন। ফেয়ার আই’ এর প্রতিষ্ঠাতা ১০৪৩৯০৪টি শেয়ার বিক্রি করে দেন উঁচুমূল্যে। এখন অবশ্য ‘ফায়ার আই’ এর প্রতিটি শেয়ারের দর ১৮.২৭ ডলার মাত্র।
পুনশ্চ : ফায়ার আই কোম্পানীটি ভারতীয় বাঙ্গালোর এর কোম্পানী।
আমার শুধু একটি কথাই মনে আসে, এন্টি ভাইরাস বিক্রির জন্য ভাইরাল ওয়ার্ল্ডে আগে ভাইরাস ছড়াতে হয়, এটি কিন্তু সে রকমই একটি বিনোদন হিসেবে নিতে পারেন আপনারা। এই প্রসঙ্গে আরও একটা ঘটনা মনে পড়ে গেলো-ইংল্যান্ডের এক গাড়ি পার্কিং সিকিউরিটি কোম্পানী, তাদের একজন সিকিউরিটি প্রধানের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল। যার অভিজ্ঞতা হিসেবে চেয়েছিল, গাড়ি চুড়ির অভিজ্ঞতা।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৮

সাগর মাঝি বলেছেন: চোর ধরতে হলে অন্য কোন চোরের আশ্রয় নিতে হয়।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২২

মানবানল বলেছেন: পরীক্ষিত সত্য বটে। ধন্যবাদ

২| ১৩ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৩

সাঈদ জামিল বলেছেন: ভাই হ্যাক ফ্যাগ কিছু না! নিজেরা টাকা খেয়ে হ্যাকারদের কপাল পুড়াচ্ছে।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩

মানবানল বলেছেন: তাই-ই তো দেখতে পাচ্ছি, আমরা। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৩| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২১

শূণ্য পুরাণ বলেছেন: চোরে চোরে মাসতুত ভাই

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

মানবানল বলেছেন: সে-কি আর বলার অপেক্ষা রাখে! ধন্যবাদ, প্রবচনসহ মন্তব্যে।

৪| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি মগের মুল্লুক.. নিজ দেশের কেন্দ্রীয় ব্যাংকের সবচে সেনসিটিভ শাখার দায়িত্বে ভিনদেশী!!!!!!!!!!!!!!!!!!

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

মানবানল বলেছেন: কি আর করার আছে আমাদের। কিছু বলবো না, কারণ যদি কালো আইনে ধরা খাই!

৫| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৩

বিপরীত বাক বলেছেন: রক্ষকই প্রকারান্তরে ভক্ষক হয় দেখছি।
চারিদিকে তুঘলকি কান্ড কারখানা।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬

মানবানল বলেছেন: আরও কতো কি দেখার আছে আমাদের! অপেক্ষা করুন আর দেখতেই থাকুন, বিনোদন আর বিনোদনের দেশে!

৬| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯

আরইউ বলেছেন: দ্য়াকরে তথ্যসূত্র দিন!

And please stop missleading people with unauthinticated information.

৭| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩

ঢাকাবাসী বলেছেন: হ্যাক ফাক কিসসুনা টাকা কারা মেরেছে আমরা সবাই জানি।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:১৩

মানবানল বলেছেন: খবরদার ভাই, এ কথা কাউকে জানাবেন না আবার, রাষ্ট্রের তথ্যফাঁসের কারণে মামলা হবে কিন্তু!

৮| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই টাকা উদ্ধার হবার কোন সম্ভাবনাই নেই। ভুয়া গাল গল্প শোনার জন্য সবাই তৈরি থাকুন।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:১৪

মানবানল বলেছেন: দুদক তবুও বিনা পয়সায় দায়মুক্তি সাটিফিকেট দেয়। এই ফায়ার আই গোয়েন্দাগিরি বাবদ কতো হাতায় তাই এখন দেখার বিষয়। দেখি কোন গল্পে মোড় নেয় এটি।

৯| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

গেম চেঞ্জার বলেছেন: টাকা উদ্ধার হবে না সেরকম মনে করি না। তবে এইসব ফাও ফায়ারআই কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিলে কি হবে বুঝাই যায়। :| :|

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:১৪

মানবানল বলেছেন: দুদক তবুও বিনা পয়সায় দায়মুক্তি সাটিফিকেট দেয়। এই ফায়ার আই গোয়েন্দাগিরি বাবদ কতো হাতায় তাই এখন দেখার বিষয়। দেখি কোন গল্পে মোড় নেয় এটি।

১০| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৯

আরণ্যক রাখাল বলেছেন: দেখা যাক না কী হয়

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:১৭

মানবানল বলেছেন: ‘রাজকোষ’লোপাট কিংবা অরক্ষিত হয়ে পড়লে, তা নিয়ে রাজা-উজিরদের উদ্বিগ্ন হতে নেই বুঝি? সেই উদ্বেগটা কোথাও কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাক কি হয় আবার!

১১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:২৬

আরণ্যক রাখাল বলেছেন: আমি ব্যক্তগতভাবে উদ্বিগ্ন বোধ করছি না, এটা আমার অক্ষমতা। তাই এই ছেড়ে দেয়া ভাব।

২০ শে মার্চ, ২০১৬ রাত ১:৩২

মানবানল বলেছেন: দেখা যাক কী হয় অবশেষে

১২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:১৭

সোজোন বাদিয়া বলেছেন: চমকপ্রদ। ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৬ রাত ১:৩৫

মানবানল বলেছেন: আসলেই কিন্তু এই দেশে শুধু চমকই দেখি। আরও কতো চমক বাকি আছে! আপনাকেও অশেষ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। স্বাগতম

১৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৩

চাঁনপুইরা বলেছেন: @ "আরণ্যক রাখাল" কে - রাজা উজিরদের উদ্বিগ্ন না হওয়ার কারন হতে পারে দুটির যে কোন একটি,
হয় তারা যে পরিমান লুটপাটের সাথে জড়িত তার তুলনায় ৮০০ কোটি অতি সামান্য ,
আর না হয় জড়িত দের ব্যপারে আগেই সব জেনে চুপ হয়ে আছে কারন তারা নিজস্ব লোক।

২০ শে মার্চ, ২০১৬ রাত ১:৪২

মানবানল বলেছেন: ভালো বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.