নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের কথা এখন আর কেউ বলে না... ?

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:২০

আমাদের আর্মি , নেভি, এয়ারফোর্সের হাজার হাজার সদস্য সারা দুনিয়াতে ভাড়া খাটে-সিকিউরিটি দেয়। আর সামান্য একটা বিমান বন্দরের নিরাপত্তা দিতে না পেরে ৫৮ কোটি টাকার বিনিময়ে, ইংল্যান্ডের কোম্পানি ডেকে আনি, কোনো ধরণের ট্রান্সপারেন্ট বিডিং প্রসেস ছাড়াই!
কি অথর্ব একটা রাষ্ট্র পরিণত হয়েছি আমরা। আমাদের সক্ষমতা কোথায় পৌঁছেছে-একটা এয়ারপোর্ট সিকিউরিটি দিতে বিদেশি কোম্পানি ভাড়া করতে হয়।
যে দেশে ১০ হাজার টাকার চাকুরি না পেয়ে ঢাকা ইউনিভার্সিটির ছেলে আত্মহত্যা করে, সেই দেশে ১০০০ কোটি টাকা, ২০০০ কোটি টাকা, ৭০০০ কোটি টাকা লুটপাট এখন এতো হেলায় হয় যে, ৫৮ কোটি টাকা আর যেনো গায়েও লাগে না। রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের কথা এখন আর কেউ বলে না।
বাস্তবতা হচ্ছে, যাদেরই ব্যবসার ধান্দা আছে সবাই বুঝে গেছে, বর্তমান সরকার অগণতান্ত্রিকভাবে টিকে আছে। তাই, সামরিক বাহিনী বাগিয়ে নিই হাজার হাজার কোটি টাকার অস্ত্র, ফ্রিগেট, যুদ্ধবিমান।
প্রশাসন বাগিয়ে নেয়, অচিন্তনীয় ১০০% বেতন বৃদ্ধি এবং অবারিত লুটের সুযোগ।
গার্মেন্টস ব্যবসায়ীরা বাগিয়ে নেয়, ৫% ক্যাশ ইন্সেন্টিভ।
ইন্ডিয়া বাগিয়ে নেয়, ট্রানজিট, প্রটোকল এবং বিদ্যুত কেন্দ্র।
আমেরিকা বাগিয়ে নেয়, টিকফা।
ইউরোপীয় দেশগুলো এ থেকে পিছিয়ে ছিল। এখন তারাও ভাবছে, আমরা কেনো ছেড়ে দেবো ? বিমানবন্দরের সিকিউরিটি কন্ট্রাক্ট ঠিক তেমন একটা প্রতিদান। ওরাও এখন চাপ দিয়ে বাগিয়ে নেয়া শুরু করেছে।
সবচেয়ে ভয় হয়, যেই ভাবে দেয়া শুরু হয়েছে ও লুট, লোন ও পাচারে সব সম্পদ যতো দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং এই সব পাওনাদারদের মুখের হা দিনে দিনে যতো বড়ো হচ্ছে-সব কিছু ফুরিয়ে যাওয়ার পরে, কি দিয়ে এই মুখগুলোকে দু:খিনী এ দেশটা সন্তুষ্ট করবে... ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:১৬

সোহানী বলেছেন: ছি: আমাদের তথাকথিত নেতা নেত্রীদের। ধিক্............ দেশের শ্রমিকরা গায়ের ঘাম ঝড়িয়ে রেমিটেন্স পাঠায় আর তোরা লুট-পাট করিস...

২০ শে মার্চ, ২০১৬ রাত ২:২৩

মানবানল বলেছেন: বড়ো বড়ো কর্তাব্যক্তিরা লুটে খায় আর আমরা বেবাক জনগণ শুধু দেখেই যাই!

২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৬

দায়ী বলেছেন: আমরা বেকার তাতে সরকারের কি, বিদেশীদের কাছে দেশটাকে দেয়ার পায়তারা

২০ শে মার্চ, ২০১৬ রাত ২:২৪

মানবানল বলেছেন: বিদেশি নিয়ন্ত্রণেই তো অনেক কিছুই ঘটছে, যা আমরা কল্পনাও করতে পারবো না!

৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২২

বিজন রয় বলেছেন: কে বলবে?

২০ শে মার্চ, ২০১৬ রাত ২:৩৭

মানবানল বলেছেন: এই দেশে শুধু দৃশ্যের জন্ম হয়। আর ঊর্ধ্বতনরা গলাবাজি করেন! বলার আছেন অনেকেই কিন্তু শুরুটা হচ্ছে না যে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.