নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

অন্য ধর্মে বিশ্বাসী শিক্ষার্থীদের বেলায় কি হবে?

২০ শে মার্চ, ২০১৬ রাত ১:২৭

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘সম্প্রতি প্রণয়ন করা নতুন পাঠ্যসূচিতে (কারিকুলাম) নৈতিক শিক্ষার ওপর যে গুরুত্ব দেওয়া হয়েছে, তার প্রধান ভিত্তি হবে ইসলাম।’
খুবই ভালো কথা। তবে একটা প্রশ্ন থেকে যায় এখানে, অন্য ধর্মে বিশ্বাসী শিক্ষার্থীদের বেলায় কি হবে? তাদেরও কি একই কারিক্যুলাম পড়তে হবে? নাকি তাদের জন্য আলাদা কারিক্যুলাম হবে? আমরা এক সময় ‘সার্বজনীন বিজ্ঞানভিত্তিক’ শিক্ষা কারিক্যুলামের কথা শুনতাম। সেগুলো এখন অবশ্য আমরা ভুলেই গেছি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৩

সাগর মাঝি বলেছেন: সর্বধর্মভিত্তিক কারিক্যুলাম চাই। যেখানে সব ধর্মাবলম্ভী শিক্ষাত্রীরা তাদের নিজনিজ ধর্মভিত্তিক ঙ্গান অবলম্বন করতে পারে।

০১ লা জুলাই, ২০১৬ রাত ৩:৪৭

মানবানল বলেছেন: আপনার সাথে সহমত। ধন্যবাদ

২| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪০

বিজন রয় বলেছেন: করবে একটা কিছু।

০১ লা জুলাই, ২০১৬ রাত ৩:৪৮

মানবানল বলেছেন: হুম। কি আর করবেই বা!

৩| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬

আরজু নাসরিন পনি বলেছেন:
সব ধর্মেই কমন কিছু ব্যাপার আছে নৈতিকতার দিক থেকে...আর যে কোন ধর্মেরই সার্বজনীন কিছু নৈতিক ব্যাপার থাকে সেগুলো কারিকুলামে থাকলে তা যদি ইসলাম ধর্মেরও হয় তবে সমস্যা দেখিনা।
দেখা যাক কী আসে...সেই অনুযায়ী কথা বলা যেতে পারে ।
ভাবনা শেয়ার করার জন্যে ধন্যবাদ জানাই।

০১ লা জুলাই, ২০১৬ রাত ৩:৪৯

মানবানল বলেছেন: আমরাও সেই প্রতীক্ষায়। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুচিন্তিত মন্তব্যের জন্যে।

৪| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: আমি একমত, ১নং মন্তব্যকারী “সাগর মাঝির” সাথে ।

০১ লা জুলাই, ২০১৬ রাত ৩:৪৯

মানবানল বলেছেন: আমিও আপনাদের সাথে। ধন্যবাদ

৫| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৭

ঢাকাবাসী বলেছেন: অযোগ্য অপদার্থ

০১ লা জুলাই, ২০১৬ রাত ৩:৫৩

মানবানল বলেছেন: এভাবে বলতে নেই! কবি বোধ হয় এজন্যই বলেছিলেন-সবকিছু আজ অযোগ্যদের দখলে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.