নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

এরপর যখন আমি কিংবা আপনি কাঁদবো তখন কেউ পাশে আসবে না

২৫ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩২

টিএসসির যৌন নিপীড়কদের শাস্তি হয়নি। তখন আমাদের পুলিশ প্রধান বলেছিলেন ‘এটা দুষ্টু ছেলেদের কাজ’ এই দুষ্টু ছেলেদের সংখ্যা কিন্তু দিন দিগন বাড়ছে মাননীয় পুলিশ প্রধান। আপনার মেয়ে কিন্তু এই দুষ্টু ছেলেদের কাছে থেকে নিরাপদ নয়।
প্রতিদিন স্কুলে-কলেজে যাওয়ার সময় আমার বোনটি আতংকে থাকে। এভাবে আর কতোদিন চলবে? এবার সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। শুরুটা করতে হবে ঘর থেকে।
মানসিকতার পরিবর্তনও দরকার। সেটা পারিবারিক শিক্ষার মধ্য দিয়েই করতে হবে। টিএসসির ঘটনার পর আমরা চুপ থেকেছি। যারা প্রতিবাদ করতে গিয়েছে তাদেরকে আমাদের বীর পুলিশ বাহিনী পিটিয়েছে।
ক্রিকেটার নাসির ও তার বোনের ছবিতে বাজে মন্তব্যকারীদের বিষয়টি তো মনেই আছে!
ব্লগার হত্যার বিচার হয়নি। নিরাপত্তা না পেয়ে কয়েকজন নারী ব্লগার পাড়ি জমিয়েছেন বিদেশ-বিভুঁইয়ে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যারও বিচার হয়নি।
রাষ্ট্রের পরিচালিত পুরুষ পুলিশ ধর্ষণ করে আরেক পুলিশ নারীকে অথবা ইয়াসমিনদের! মনে আছে? আরও কতো কি ঘটেছে, সব বলে কি শেষ করা যায়?
আমি-আপনি এখনও চুপ আছি। যার ঘটছে শুধুই সেই কাঁদছে।যে মেয়েটা আজ লাঞ্ছিত কিংবা ধর্ষিত হয়েছে সে একা কাঁদছে, আমরা হাসছি।
এরপর যখন আমি কিংবা আপনি কাঁদবো তখন কেউ পাশে আসবে না। তাই সময় এখনই কাঁদতে হয় সবাই মিলে কাঁদি। হাসতে হয় সবাই মিলে হাসি। বিচার পাই না তাই বিচার চাই না-এমনতর অবস্থায় প্রতিবাদী হাতগুলো এক হোক সেই কামনা করে যাই...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৫

দইজ্জার তুআন বলেছেন: এরপর যখন আমি কিংবা আপনি কাঁদবো তখন কেউ পাশে আসবে না।
++++++++++++++

০১ লা জুলাই, ২০১৬ রাত ৩:৫৮

মানবানল বলেছেন: সাথে থাকার জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.