নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

যতো বেশী ভালোবাসা ততোবেশী হারানো

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৩৪

মানুষ কখনও-ই নিজেকে নিজের মতো গড়তে পারে না। প্রত্যাশা আর প্রাপ্তির দূরত্বটা সাগরের এপার আর ওপারের মতো। আমরা ভাবি এক, হয় আর এক। স্বপ্ন আর বাস্তব খুবই গোলমেলে। সুতরাং, আমরা যা পাই তাই নিয়েই খুশি থাকতে চাই, আনন্দ পেতে চাই। ভাবি এটাই হয়তো পাওয়ার কথা ছিলো। যা পাইনা, ভাবি এটা পাওয়ার কথা ছিলো না। তা না হলে জীবন হয়তো আরও বিষাদময় হতো। কিন্তু তারপরও অন্তরের কোথায় যেনো একটা চিন চিনে ব্যথা, না পাওয়ার বেদনা অহর্নিশ কুড়ে কুড়ে খায়। কাউকে বোঝানো যায় না। কেউ বোঝেও না। আপনজনকেও মনে হয় দূরের। পাওয়ার পরও মনে হয় যেনো পাইনি তো! কাছে পেয়েও কেমন শূন্য শূন্য লাগে! যতো বেশী ভালোবাসা ততোবেশী হারানো।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৪৪

শাহিদা খানম তানিয়া বলেছেন: হায় আল্লাহ, বলে কি।

০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:১৪

মানবানল বলেছেন: যতো বেশী ভালোবাসা ততোবেশী হারানো। একমত?

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:২৪

রিপি বলেছেন:
যতো বেশী ভালোবাসা ততোবেশী হারানো।

হুম সহমত।

০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:১০

মানবানল বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

শহীদুল ইসলাম কামাল বলেছেন: যত আকর্ষন তত বিকর্ষন, সহমত রেখে গেলাম।

০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:১১

মানবানল বলেছেন: সুন্দর উপস্থাপন। প্রীত হলাম।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

কানিজ রিনা বলেছেন: যত উচ্ছৃংখল ততো বিচ্ছৃংল,যে যত বেশী
পেতে চায় ততো বেশী হারায়,
তাই মানুষের উচিৎ বিবেগ তারিত হওয়া।

০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:১৪

মানবানল বলেছেন: এটাই তো মানুষের চিরন্তন স্বভাব। বিবেকতাড়িত হলে আবেগ কাজ করবেই! ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.