নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

এবার তনুর ছোট ভাই আনোয়ার হোসেনের বন্ধু গুম!

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:০৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনার পর গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে মিজানুর রহমান সোহাগ (২০) নামের এক তরুণ। নিখোঁজ এই তরুণ নিহত তনুর ছোট ভাই আনোয়ার হোসেনের বন্ধু।
সোহাগের বাবা নুরুল ইসলাম শনিবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে হাজির হয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন। সোহাগের বাবা জানান, গত ২৭ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন বুড়িচং উপজেলার নারায়ণসার গ্রামের নিজ বাড়ি থেকে আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকের একদল লোক সোহাগকে ডেকে নিয়ে যায়। ৩০ মার্চ বুড়িচং থানায় সোহাগের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
নুরুল ইসলাম বলেন, ‘তনু হত্যার খবর টেলিভিশনে দেখে তনুর ভাইকে ফোন করেছিল সোহাগ। তখন তনুর ভাইয়ের ফোন বন্ধ ছিল। এরপর তনু হত্যাকাণ্ডের বিচার চেয়ে এলাকার তরুণদের সংগঠিত করেন সোহাগ। এরপর বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন তিনি। এসব কারণেই সোহাগকে র‌্যাব তুলে নিয়ে গেছে।’
‘নিখোঁজ’ সোহাগের বাবা দাবি করেছেন, তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভের ঘটনার পর থেকে আশপাশের এলাকার অনেক যুবককেই জিজ্ঞাসাবাদের জন্য আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। তবে তাদের অনেকেই ফিরেও এলেও আসেনি আলেকজান মেমোরিয়াল কলেজের ছাত্র সোহাগ। তাকে সাদা পোশাকধারীরা তুলে নেওয়ার চতুর্থ দিনে থানায় জিডি করেন তিনি। পুলিশ সুপারসহ আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর অনেকের সঙ্গে পরে যোগাযোগ করেছেন। কেউ ছেলের কোনো সন্ধান দিতে পারেননি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সর্ব্বনাশ এতো দেখছি মরার উপড় খাড়ার ঘা। এখন কি হবে ?

০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:১৬

মানবানল বলেছেন: এই দেশে কি আর হবে? যা হবার তাই হবে। দেখতেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.