নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে এখন থেকে তাহমিদ একটি অর্থনৈতিক সমৃদ্ধির নাম!

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ২:৫৫

বাংলাদেশের প্রতিষ্ঠিত ধনকুবের জহুরুল ইসলামের নাতি, আফতাব গ্রুপের ব্যবস্থাপকের ছেলে জঙ্গী তাহমিদকে জামিন দেয়া হয়েছে! শুধু জামিন নয়, তাকে অব্যাহতিও দেয়া হয়েছে মামলা থেকে! কারণ, তদন্ত কর্মকর্তা ছানাউল্লাহ মফিজ! যুগান্তর এই ছবিটা ফাঁস করে দেয়াতে মাঝে তিনি বিপদে পড়ে গিয়েছিলেন! এভারেস্ট কন্যা থেকে শুরু করে একজন প্রভাবশালী মন্ত্রী তাহমিদের মুক্তির জন্য সুপারিশ করেন! সব মিলিয়ে গুলশান তদন্ত পথ হারিয়েছে।
জঙ্গী তাহমিদের নাম মিডিয়ায় রাতারাতি পাল্টে গিয়ে হয়ে গেলো 'গুলশানে জিম্মি তাহমিদ মুক্ত !' রোববার (০২ অক্টোবর) রাতে তাকে জেলখানা থেকে মুক্তি দেয়া হয়েছে!!
পুলিশ রিপোর্টে বলা হয়েছে, তাহমিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। এর জন্য তাকে অব্যাহতি দেবার আবেদন করে পুলিশ। বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন। আসল ঘটনার সাক্ষ্য-প্রমাণ যারা দিবে তারা তো সকলেই নিহত হয়েছে। হাসনাত তো আর তাহমিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না! এখন টাকওয়ালা হাছনাত করিমকেও মুক্তি দেয়া হোক! তাহমিদ অস্ত্র হাতে মুক্তি পেলে হাছনাত করিমের হাতে সিগারেট ছিলো, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ অস্ত্রের চেয়ে সিগারেট ক্ষতিকারক‘! তাই সিগারেট ছেড়ে অস্ত্র ধরো!
একদিকে জঙ্গীবাদের চাপাতি অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের হাতকড়া আমাদের সব ভুলিয়ে দিয়েছে। আমরা এভাবেই একে একে সব বেমালুম ভুলে যাই। ভুলে যাওয়াই যে আমাদের স্বভাব!
বাংলাদেশে এখন থেকে তাহমিদ একটি অর্থনৈতিক সমৃদ্ধির নাম। ওরা আমাদের সম্পদ! বেঁচে থাকুক হাজারও জঙ্গীর রক্ষক হয়ে। হায়‌ বিচার ব্যবস্থা! হায়, আমার দেশ! সালাম পৃথিবী, তোমাকে সালাম। দুনিয়াকে করেছো টাকার গোলাম!

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:৪৮

নতুন বলেছেন: পুলিশ রিপোর্টে বলা হয়েছে, তাহমিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। এর জন্য তাকে অব্যাহতি দেবার আবেদন করে পুলিশ। বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন।

দেশে টাকা হইলে সবই মেলে?

এমন ঘটনায়ও টাকা দিয়ে মুক্তি মেলে?? :(

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৬

মানবানল বলেছেন: সব চেতনাই ধাপ্পাবাজি, ওনলি ম্যানি ইজ রিয়েল। সব সম্ভাবনার দেশ, আমাদের এই বাংলাদেশ!

২| ০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি বুঝলাম না শেখের বেটী এখন আর কারে ভয় পায়?

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৩

মানবানল বলেছেন: শেখের বেটী কাউকেই ভয় পায় না, কি যা তা বলেন, আপনি? আপনার সাহস তো কম না মিঞা...

৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৫:০২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আইএসের নামে এই হত্যাকান্ড কেন করা হল, কার নির্দেশে করা হল, জাতি হয়ত কোন দিনই জানবে না... :(

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৬

মানবানল বলেছেন: জাতি এভাবেই একদিন সব ভুলে যায়। অনেক কিছুই জাতি জানতে পারে না, জানবেও না কোনোদিন। তবে জাতি ঠিকই বুঝে নেয় সত্যটুকু...

৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি বুঝলাম না শেখের বেটী এখন আর কারে ভয় পায়?

ক্যায়া বাত কাহা ভাইজান...............আদাব আরজ

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৪

মানবানল বলেছেন: ভাইজান, আমার জানামতে-শেখের বেটী কাউকেই ডরায় না! স্পেশালিষ্টরা সফল। সফল টাকার কেরামতি। এই দেশ ঠিক একইভাবে প্রিয় নেত্রীকে হারাবে। বড়ো কষ্টকর হবে সেই দিনটি আমাদের সবার জন্য। আর কিছু বলার ভাষা নেই।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



যে টাকার কারণে মুক্তি পেলো, সেগুলোও মানুষের জমিন দখল থেকে; ভুমি দস্যুদের বন্ধুরা বাংলাদেশ চালচ্ছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৮

মানবানল বলেছেন: চলিতেছে সার্কাস। দেখতেই থাকুন আর ডিজিটাল বিচার ব্যবস্থার সঙ্গেই থাকুন

৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৫

নিরাপদ দেশ চাই বলেছেন: জঙ্গী দমনে সরকার জিরো টলারেন্স দেখিয়েছে বলেইতো মনে হয়। অল্পবয়সীরা যদি খারাপ পথে গিয়েও থাকে তবে তাদের দ্বীতিয় একটা সুযোগ পাওয়া উচিৎ বলেই মনে করি যদি তারা সরাসরি খুন খারাপির সাথে জড়িত না থাকে। তবে সেটা যদি হয় টাকার বিনিময়ে, তা কোনক্রমেই কাম্য নয়।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:০০

মানবানল বলেছেন: যা কাম্য নয়, তাই এ দেশে বারবার ঘটে। আর আমরা নির্বোধ জাতি তা দর্শক হিসেবে উপভোগই করি শুধু ...

৭| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩০

সজীব মোহন্ত বলেছেন: তাহমিদ জঙ্গি না, আল্লাহর সৈনিক।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৮

মানবানল বলেছেন: তাহমিদ জঙ্গী না, সে আরবের খুরমা!

৮| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৬

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: যে বিচার ব্যবস্থা শাহবাগের মত একটা অবৈধ আন্দোলনের (রাস্তা দখলের জন্য তার পুলিশের অনুমতি পর্যন্ত নেয়নি) সস্তা দাবীর কাছে নতি (!) স্বীকার করে বিশ্বে এর আগে কখনও হয়নি - এরকম একটা ট্রায়ালে একজন নির্দোষ মানুষকে ফাঁসিকাষ্ঠে ঝুলাতে পারে, তাদের কাছে ন্যায়বিচার কিভাবে আশা করে এই বেকুব জনতা?

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৫

মানবানল বলেছেন: সকল সম্ভাবনার দেশ বাংলাদেশ!

৯| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
সুধু তাহামিদও না।
মোক্ষম প্রমান হাতে পাওয়ার পরও ব্যারিষ্টার সাকিলাকে ছেড়ে দেয়া হয়েছিল।
সাকিলা গত বছর ধরাপড়ার পরপর জবানবন্দিতে বলেছিলেন, মামলা পরিচালনার জন্য তিনি টাকা নিয়েছিলেন। কিন্তু মামলায় জামিন না হওয়াতে টাকা ফেরত দেন।
মুল ঘটনা বলতে উনি বলছেন, চট্টগ্রামের উসমান আমিন নামের এক মক্কেল ব্যারিষ্টার শাকিলাকে মামলা চালাতে টাকাগুলো দিয়েছিলেন। পরে অস্পষ্ট কারনে তিনি ঢাকার মনিরুজ্জামান নামের (হামজা ব্রীগেড নেতা) এক ব্যক্তির একাউন্টে টাকা ফেরত দেন। মনিরুজ্জামানকে শাকিলা চেনেন না।
লিঙ্ক - view this link
মক্কেলের টাকা চট্টগ্রামে মক্কেলকে না দিয়ে কেন ঢাকায় অচেনা হামজা ব্রীগেডের জঙ্গি মনিরুজ্জামানের একাউন্টে দিলেন, তার কোন জবাব পাওয়া যায়নি। সুধু জা্মিনের জন্য উকিলকে ১ কোটি ৮ লাখ টাকা ফি অবিশ্বাস্য।
আদালতের নির্দেশনা ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বিভিন্ন ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ‘শহীদ হামজা ব্রিগেড’-এর জন্য সংগৃহীত কোটি কোটি টাকার মধ্যে এই আইনজীবীর মাধ্যমে ১ কোটি ৮ লাখ টাকা দেয়া হয়েছিল। গ্রেফতারকৃত মনিরুজ্জামানসহ কয়েকজন জঙ্গির স্বীকারোক্তিতে ব্যারিষ্টার ফারজানা ও অর্থের মুল জোগানদাতা হিসেবে দুবাইয়ের নাগরিক আল্লামা লিবদির নাম জানা যায়।
এত প্রমান থাকার পরও সাকিলাকে ছেড়ে দেয়া হয়।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৮

মানবানল বলেছেন: আমরা হতবাক, জাতি অবাক, জঙ্গী সহযোগিরা সবাক।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৯

অেসন বলেছেন: এই হোল আমাদের জিরো টলারেন্স! অস্ত্র হাতে জঙ্গিদের সাথে ঘুরে বেড়ানোর ছবি পাওয়ার পরও তথ্য প্রমান পায় না। অর্থ আর ক্ষমতার কাছে বাংলাদেশ ন্যায়বিচার বার বার পরাজিত।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:১২

মানবানল বলেছেন: সরকারের ভিতরেই জঙ্গী আছে তা আরও একবার প্রমাণিত হলো। অর্থই যে এখন সব। তথ্য প্রমাণের কথা বলে অার কি হবে! তারা প্রেমালাপ করছেন! এটা সবাই বুঝলো অবশেষে!

১১| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আর এই ক্ষেত্রে ঘটনা সব ক্লোজ ডোরে হওয়ার কারণে কোন জজ মিয়া খুজে পেল না, আফসোস!!

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৫

মানবানল বলেছেন: জজ মিয়া নাটকের অবতারণা করা হয়েছিলো। জজ মিয়ার পরিবর্তে পুঁজির দাপট এখানে অপ্রতিরোধ্য হয়েছে।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৪৪

দুর্বার ২২ বলেছেন: বাকস্বাধীনতা নাই.......
পৃথিবীটা এখন আয়নাবাজদের জন্য

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩০

মানবানল বলেছেন: আর এই আয়নাবাজরাই এখন আমাদের সম্পদ! ওরা বেঁচে থাকবে হাজারও জঙ্গির রক্ষক হয়ে...

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৫

মানবানল বলেছেন: সকলের জন্যে একটি শুভ সংবাদ! গুলশান হামলার চার্জশীট হয়নি এখনও। তাহমিদকে কানাডায় পাঠিয়ে দেবার ব্যবস্থা হয়েছে! জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিম জড়িত কি না, এ ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ। সুতরাং, টাকলুও এখন খালাস পেয়ে যাবার পথে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.