নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

জিটিভি’র নির্ঝরের সেটআপ গেম আর সিলেটিদের হৈ-হল্লা...

০৭ ই জুন, ২০১৭ ভোর ৫:৪১

জিটিভি'র বাচ্চা সাংবাদিক জাওয়াদ নির্ঝরকে নিয়ে আপনারা যারা হৈ-হল্লা করছেন, তাদেরকে মূল মতলবটা জানাই। জাওয়াদ সিলেটিদের নিয়ে কটুক্তি করেছিলো। এর প্রেক্ষিতে জিটিভি তাকে চাকুরিচ্যূত করেছে। এর ফলস্বরূপ যা হবে তা হলো-জাওয়াদ আর বাংলাদেশে ফিরবে না। সে বিলাতে পলিটিক্যাল এসাইলাম চাইবে। বলবে, বাংলাদেশে গেলে সিলেটিরা তার কল্লা কেটে ফেলবে। সে যখন বিলাতে কেস ফাইল করবে, তখন তার লইয়ার/এডভাইজার/সলিসিটরও কিন্তু দেখা যাবে হয়তো কোনো এক সিলেটি!
কি বুঝলেন ভাইয়েরা/বোনেরা!
সবই ছিলো সেটআপ গেম! বাচ্চা লোক তালিয়া লাগাও...

যে ব্রিটিশদের হাওয়ায় ভেসে নির্ঝর নিজ দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলের মানুষকে নীতিবিবর্জিত ভাষায় কটাক্ষ করেছেন সেই “কিছুটা নন্দিত, খানিকটা নিন্দিত" বায়োধারী নির্ঝর কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের জন্যে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-----
At this moment i really shocked to see that Mr Ibrahim ibz mia...wrote on his Facebook that,Sylhet community is looking for me! He said that Who ever find me, get my details! Mr ibrahim will rewards 1800 pounds. So i saw the message in fb and i fell insecure in this Great Britain,where people have a freedom ..As a guest i should deserve better and feel secure where ever i go any where. He is treating me..what will happen...if he find me? i am now in life threat...dont know what will happen next...By the way...till now i am safe..but dont know what will happen next. IS THAT I AM SAFE IN LONDON OR UNSAFE???..ইব্রাহিম মিয়া নামে ইংল্যান্ড প্রবাসী এক বাঙ্গালী ভাই আমাকে খুজছেন। যিনি আমাকে খুজে দিলে ১৮০০ পাউন্ড পুরস্কার দিবেন!চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অংসখ্য প্রাননাশের হুমকি দেয়া হচ্ছে। যাই হোক আমি ঠিক আছি। জানি না কতসময় পর্যন্ত সেফ থাকবো। আর লন্ডন অবস্থানকালে আমার কিছু হলে দায়ভারটা ইব্রাহিম মিয়ার মতো কিছু অসুস্থ মানুষদের নিতে হবে। আমার ফোন হারায় গিয়েছে...দ্রুতই আমি ফোন কানেকটেড করে সব প্রশ্নের জবাব দিবো...আর যারা গালি দিতে চান আমাকে..তাদের জন্য ফ্লোর ওপেন...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৭ ভোর ৫:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি ঠিক বলেছেন, তবে তা কপালে দুঃখ আছে। তার ছবি ভাইরাল হয়েছে।

অন্যদের জন্য সে সমস্যার সৃষ্টি করেছি।

০৮ ই জুন, ২০১৭ রাত ২:৪৪

মানবানল বলেছেন: ধন্যবাদ। হয়তোবা

২| ০৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৪০

খরতাপ বলেছেন: আপনারা কেউ এই ব্লগারের বিরুদ্ধে রিপোর্ট করছেন না কেন?

০৮ ই জুন, ২০১৭ রাত ২:৪৫

মানবানল বলেছেন: কার কথা বলছেন?

৩| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

০৮ ই জুন, ২০১৭ রাত ২:৪৫

মানবানল বলেছেন: কি আর করা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.