নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

আপনি বেঁচে থাকলেই-বা পৃথিবীর লাভ কি?

১৩ ই জুন, ২০১৭ ভোর ৪:৩১

সাবিনা ইয়াসমিনের চিকিৎসার ফান্ড সংগ্রহের জন্য হানিফ সংকেত একটা বহুজাতিক কোম্পানীর সিইও’র কাছে গিয়েছিলেন, বেশ কয়েক বছর আগে। সেই সিইও হানিফ সংকেতকে চমকে দিয়ে জানতে চাইলেন যে, সাবিনা ইয়াসমিনের চিকিৎসায় সহযোগিতা করলে তাদের কি লাভ? এই লাভের প্রশ্নটা খুবই মৌলিক। যারা যতো বড়োলোক তাদের মাথায় লাভের এই চিন্তাটা ততো বেশি ঘোরপাক খায়। আমাদের মিডল ক্লাস তুলনামূলক স্বচ্ছল হবার পর এখন তাদের মাথায়ও ওই বিষয়টি ঢুকেছে যে, কি লাভ? ফলে সাবিনা ইয়াসমিন কোনোরকম বিপদটা অতিক্রম করে গেলেও প্রায় অর্ধেক চিকিৎসাহীন অবস্থায় মারা গেছেন আজম খান, লাকি আকন্দের মতো শিল্পীরা। চোখ নিয়ে নাজেহাল অবস্থায় আছেন হেলাল হাফিজ।
উনারা সবাই বিখ্যাত। উনাদের-ই যদি এই অবস্থা হয় তবে চব্বিশ/পঁচিশ বছর ধরে থ্যালাসেমিয়া’র সাথে যুদ্ধ করা কবি শ্বেতা শতাব্দীর চিকিৎসার ফান্ড জোগাড় করতে কি যা তা অবস্থা হতে পারে তা সহজেই অনুমান করা যায়। যা তা অবস্থা অতিক্রম করে এটা এখন নিষ্ঠুর অবস্থায় আছে। আমি নিশ্চিত, এদেশের বড়োলোকরা হেল্প করবে না। এই সব ক্ষেত্রে অপচয় করলে ছেলেকে দানব হয়ে উঠতে দৈনিক দুই লাখ টাকা হাত খরচ দেবে কিভাবে?
সামুতে আপনারা যারা ততোটা বড়লোক না আছেন তারা হেল্প করুন। চিকিৎসার জন্য ত্রিশ লাখ টাকা দরকার। খুব বেশি না। দশ হাজার জনে পাঁচশ টাকা করে দিলেও পঞ্চাশ লাখ টাকা ওঠে যায়।
Shatabdi Esh, Janata Bank Ltd. Dhaka University Campus Branch Dhaka, Dhaka- 1000 AC No- 34126636
অথবা
শ্বেতার নম্বরে বিকাশ করুন: 01914867687
শ্বেতার মা-র বিকাশ নাম্বার 01931551865
আর যদি আপনার মনেও সেই সিইও’র মতো প্রশ্ন উদিত হয় যে-লাভ কি? তবে তার আগে ভাবুন যে, আপনি বেঁচে থাকলেই-বা পৃথিবীর লাভ কি?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি আপনার মনেও সেই সিইও’র মতো প্রশ্ন উদিত হয় যে-লাভ কি? তবে তার আগে ভাবুন যে, আপনি বেঁচে থাকলেই-বা পৃথিবীর লাভ কি?

আয়ানায় নিজেকে দেখে ক’জনে????

শ্বেতার আশু রোগমুক্তির অনন্ত প্রার্থনা।

১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:৩৪

মানবানল বলেছেন: আয়নায় নিজেকে দেখতে পাই না বলেই আমাদের মানসিকতারও পরিবর্তন হয় না। ধন্যবাদ বিদ্রোহী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.