নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

স্বামীর কাছে লেখা বরিশাইল্লা বউয়ের ঈদের ভার্চুয়াল চিঠি

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:০১

গেউদ্দার বাপ,
সালাম লইবেন। আশা হরি বালো আচেন। গুরাগারা লইয়া মুইও খাড়াপ নাই। কতা অইল, কয়দিন পরই ঈদ। বাড়ি যে গরু বাছুর থুইয়া গ্যাছেন হ্যাতে যা জ্বালায় কি কমু। কুডকাডা কিন্না দিয়া গ্যালানা কোলায় কি ঘাস আছে নাহি? পোলা ছোডোডায় কতাই হোনেনা, ইসকুলে যাওয়ার সোমায় কয় প্যাডে ব্যাতা ওটচে। বড়ডায় মাদ্রাসায় গুইন্দা আইয়া কয় মাদ্রাসায় পড়বেনা, ইসকুলে যাইবে। কনেছেন দেহি এই দুউগ্গারে লইয়া মুই এহন কি হরমু। আস মুরহা গুলা খালি ওইগরের কাইনহাডিতে দৌড়ায়। ব্যার খাইল আতাইয়া থোয়না কিচু। বাচুরডার গলা ফুইল্লা ওটছেলে। ইরানীর বাফেরে বোলাইয়া আহন পাতা দিয়া ফোর দেওয়াইছি। দেওইর দিন আইয়া পরচে। ওশ্যা দিয়া টেপরানি পরে। কইছি নারাইদ্দা ছাইয়োনা, মোর কতা তো হোনবানা।
মুই এউক্কা কতা কমু, রাকপেনন! রাগঅবানা তো? মোরে এউক্কা টাচ ফোন কিন্না দেবেন? সেমফনি না অপ্পো টিবিতে দেহায়। হ্যাতে ইমু আছে বোলে, দেইক্কা কতা কওয়া যায়। রাগ অইয়োনা, আমনহেরে দ্যাকতে মন চায় একছের।
হোনেনন, টাহা পাডাইছেন পাইছি। গুরাগারারে জামা কাফুর গরি চশমা জোতা কিন্না দিছি। ছোডোডা একছের চ্যাঙ্গর। আতরগোম ফুডাইবে হেইয়ার লইগ্গা টাহা চায়। ওর মামুরা ও দুই ছুট জামা কাফুর কিন্না দেছে।
মুই একজোড়া কাফুর, কিনছি, লিটন খলিফার দারে ছায়া ব্লাউজ বানাইতে দিছি আর মেন্দি কিনছি একটা।
ঠিক মত খাইয়েনন দাইয়েন। মোগো লইগ্গা চিন্তা হইরেনননা, মুই গুরাগারা লইয়া ভালো আচি।
মোবাইলে বাংলা ল্যাকতে পারিনা, হেইতে মানবানল দাদোরে দিয়া মোনের কতাগুলা লেহাইছি। আবার মাইন্ড হইরেননা।
ভালো থাকপেন। ব্যাক্কের শ্যাষে আমনহের চরনে কদমবুচি নেবেন।
-ইতি
তোমার জন্নায়

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মোবাইলে বাংলা ল্যাকতে পারিনা, হেইতে মানবানল দাদোরে দিয়া মোনের কতাগুলা লেহাইছি। আবার মাইন্ড হইরেননা। ;)

ঠাকুর ঘরে কেরে? মুই কলা খাইনা :P

হা হা হা

ঈদ মোবারক :)

২৬ শে জুন, ২০১৭ রাত ৩:৫২

মানবানল বলেছেন: হাহাহা। আমি কিন্তু কলা খাই না। আপনাকেও ঈদ শুভেচ্ছা নিরন্তর।

২| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর। ঈদ মোবারক।

২৬ শে জুন, ২০১৭ রাত ৩:৫৩

মানবানল বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনিও ঈদ শুভেচ্ছা নিন।

৩| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:১১

হয়ত তোমারই জন্য বলেছেন: হা হা মোগো বরিশাইল্যা গো লইয়া লিখছেন ভালই ৷

২৬ শে জুন, ২০১৭ ভোর ৪:২৭

মানবানল বলেছেন: তয় মুই কিন্তুক বরিশাইল্যা না Hoyto Tomari Jonno

৪| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:১৬

বেঙ্গল রিপন বলেছেন: মানবানল দাদো চমেৎকার ল্যাকছে, রাগ অইয়োনা, আমনহেরে দ্যাকতে মন চায় একছের। এই ল্যাহা টুহুন পইড়া আমার বুহের মাইদ্যে খইলসা মাছের ল্যাহান কি য্যান খলবলাইয়া উটছে!!!!!

২৬ শে জুন, ২০১৭ ভোর ৪:৫৪

মানবানল বলেছেন: এ মনু! এইয়া দেহি মোগো বেড়ার ধারের মানুজন! মোর যে কি ফুর্তি লাগতে আছে, হেইয়া কেম্নে বুজাই! নয়া কুর্তা পেরন ফিন্দা হকাল হকাল আউজ্ঞাইয়া আইয়া পইরেন।

৫| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:১৬

বিজন রয় বলেছেন: ভাল লাগল। দারুন একসেন্ট! বরিশাল।

২৬ শে জুন, ২০১৭ ভোর ৪:৫৭

মানবানল বলেছেন: আপনার ভালোলাগায় ধন্যবাদ।

৬| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:০৬

হয়ত তোমারই জন্য বলেছেন: Greetings of Eid.
"Eid Mubarak" ;)

২৭ শে জুন, ২০১৭ রাত ১২:১৯

মানবানল বলেছেন: আপনাকেও ঈদ শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.