নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

বাহ, জাস্টিন ট্রুডো মোজাটাও হালাল হয়ে গেছে!

২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৫৭

কানাডিয়ান পলিটিশিয়ানদের জন্য এবারের ঈদটা ছিলো খানিকটা চ্যালেঞ্জের। মুসলমানদের ঈদ আর ‘সমকামী’দের বাৎসরিক উৎসব ‘প্রাইড প্যারেড’ একই দিনে উদযাপিত হয়েছে টরন্টোতে। ক্ষমতাসীন লিবারেল পার্টির মন্ত্রী ও এমপিরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের জামাতে ছুটে গেছেন। ছুটে গেছেন প্রভিন্সিয়াল সরকারের প্রধান প্রিমিয়ারও। শুধু প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’র ক্ষেত্রে ঘটনাটা ছিলো ভিন্ন। আগের দিন ভিডিওবার্তায় মুসলমানদের ঈদ উৎসবে শুভেচ্ছা জানালেও তিনি কোনো ঈদের জামাতে যাওয়ার ফুসরত পাননি। কারণ, সেদিন তিনি টরন্টো ছুটে গিয়েছিলেন ‘সমকামী’দের প্রাইড প্যারেডে। সেখানে যান তার পুরো পরিবার নিয়ে। কিন্তু মুসলমানদের খুশি করতেও তিনি ভুলে যাননি। সমকামীদের প্রতীক ‘রঙধনু রঙ’ এর মোজা পরেছিলেন তিনি, সেই মোজায় ইংরেজি আর আরবিতে ‘ঈদ মোবারক’ লেখা ছিলো-তাতেই খুশিতে গদগদ হয়ে যান অনেকে।
প্রাইড প্যারেডে ছোটো একটি বাচ্চাকে ‘হাই ফাইভ’ দিতে খানিক উপুড় হয়ে নিচের দিকে ঝুঁকে পড়েছিলেন ট্রুডো। সেই সময় প্যান্টের নীচের অংশটা খানিকটা উপরে ওঠে প্রধানমন্ত্রীর ‘ঈদ মোবারক মোজা’ দৃশ্যমান হয়ে যায়। ব্যাস, তারপরই ক্লিক, ক্লিক। সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠলো। টুইটারে অসংখ্য টুইট চোখে পড়লো-‘হালাল সকস’ বলে কথা। বাহ, জাস্টিন ট্রুডো মোজাটাও হালাল হয়ে গেছে-ঈদ মোবারক লেখার কারণে!
‘প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঈদ মোবারক মোজা’ পড়েছেন-তাতে মুসলমানরা বেশ উচ্ছ্বসিত। সমকামীদের প্রতীক রঙধনু রঙের মোজায় ইংরেজি আর আরবি ভাষায় ‘ঈদ মোবারক’ও মুসলমানদের পুলকিত করেছে, উচ্ছ্বসিত করেছে!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৭ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: :-P ।। রাজনীতি বলে কথা!!
আর আমরাতো সেই চিরায়ত " গরুখেকো" জাত!! তাই বুদ্ধিও গরুর মতই!!
এতসব আশ্চর্য্যবোধক দেখে অবাক হবেন না, আশা করি।। আমিও আর হই নাা।।

৩০ শে জুন, ২০১৭ রাত ২:৪৯

মানবানল বলেছেন: আমাদের দেশে হলে অবশ্যই এ নিয়ে রাজনীতি হতো। কানাডার মুসলমানরা কিন্তু এর মধ্যে কোনো ইস্যূ খুঁজতে যাচ্ছে না। আপনি আশ্চর্য্য হয়তো হবেন না কিন্তু আমি হই-এই ভেবে যে, অামরা কেনো এভাবে সম্প্রীতি রক্ষা করে চলতে পারি না!

২| ২৮ শে জুন, ২০১৭ রাত ১:৪১

অনল চৌধুরী বলেছেন: তাহলে কি ভারতের মতো মদ খাওয়া চালু রেখে গরু খাওয়া বন্ধ করলে বুদ্ধি বাড়বে?

৩০ শে জুন, ২০১৭ রাত ২:৫২

মানবানল বলেছেন: হাহাহা। চেষ্টা করেই দেখুন না!

৩| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৭

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

৩০ শে জুন, ২০১৭ রাত ২:৫৪

মানবানল বলেছেন: আপনি মুগ্ধ হয়েছেন তাতে আমার খুশিতে বগল বাজাতে ইচ্ছে করছে! ধন্যবাদ সাথে থাকার জন্যে

৪| ২৮ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ! ! ! ! !

৩০ শে জুন, ২০১৭ রাত ২:৫৬

মানবানল বলেছেন: বাংলাদেশের মানুষ বাংলাদেশেরর মতো করে ভাবছে। দেশটা যে কানাডা এটা অনেকেই মাথায় নিতে পারছেন না। সেখানে জামা মর্যাদার বস্তু আর মোজা অমর্যাদাকর-এ রকমভাবে ভাবা হয় না। সরকার প্রধান হিসেবে তার বৈষম্য করার সুযোগ্য নেই। তাই তিনি সমকামীদের প্রতীক রংধনু রং যেমন ধারণ করেছেন তেমনি ইসলাম অনুসারীদেরও শুভেচ্ছা বার্তা দিতে চেয়েছেন। এতে !!!!! হবার কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.