নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

খুবই জরুরী এবং আশঙ্কাজনক একটি খবর

০১ লা জুলাই, ২০১৭ রাত ১:৪১

একটু আগে খবর পেয়েছি খাগড়াছড়ি জেলার রামগড় ‍উপজেলার ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত সৌনায়া গা ও ব্রত চন্দ্র কার্বারী পাড়াতে পার্শ্ববর্তী কালাঢেবা নামক এলাকা থেকে শতাধিক সেটলার সংবদ্ধভাবে হামলা চালাচ্ছে। এই গ্রামগুলিতে ত্রিপুরা আদিবাসীদের বসবাস। রাত এগারোটার দিকে সৌনায়া গা গ্রামটি সম্পূর্ণ ধ্বংস করে লুটপাট চালানো হয়েছে এবং ব্রত চন্দ্র কার্বারী গ্রামটিতে চলছিলো নির্বিচার হামলা, মারধর আর লুটপাট। সেটেলারদের সাথে এইসব হামলায় স্থানীয় চৌচালা বিজিবি ক্যাম্প থেকে বিজিবি সদস্যরাও অংশ নিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গ্রামের ত্রিপুরা আদিবাসী মানুষজন প্রাণভয়ে পালাচ্ছে বাড়িঘর ছেড়ে।
আপনারা কেউ যদি এখনও জেগে থাকেন, একটু দেখবেন প্লিজ? ওই এলাকার কোনো সরকারি কর্মকর্তা, সাংবাদিক মানবাধিকারকর্মী কিংবা রাজনৈতিক নেতাকর্মী যারাই আপনার পরিচিত আছেন, একটু যোগাযোগ করেন প্লিজ। দেখেন কিছু করা যায় কিনা। যদি কিছুটা হলেও মানুষকে রক্ষা করা যায়। আর দয়া করে করে অন্যদেরকেও বিষয়টি জানান। দেখেন কি করতে পারেন। যদি কারও এই বিষয়ে বিস্তারিত কিছু জানা থাকে বা জানার সুযোগ থাকে, জানাতে ভুলবেন না। এই সেটেলাররা তো আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না রে ভাই!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ২:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনি কার মাধ্যমে খবরটি পেলেন । তবে দুঃখ জনক খবর ।

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ১:৪২

মানবানল বলেছেন: নিজস্ব সোর্সের মাধ্যমে। দু:খ প্রকাশ ছাড়া আর কি-ইবা করার আছে আমাদের!

২| ০১ লা জুলাই, ২০১৭ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


খবর যদি সত্য হয়ে থাকে, পাহাড় থেকে নোয়াখালী ও বরিশালের সব সেটেলারদের বের করে দেয়ার দরকার; এগুলো মগ-জল-দস্যু

০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩

মানবানল বলেছেন: সত্য খবর। সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.