নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

হে রাষ্ট্র বিবেচক হও...

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪

বারী সিদ্দিকীর চেয়ে একটি রাষ্ট্রে কেনো রেজওয়ানা চৌধুরী বন্যা বেশি মূল্যায়িত হবেন? বন্যার মৌলিকতা কী? উনি কি গান লিখেছেন? উত্তর : না। সুর করেছেন? উত্তর : না। তো, উনি কী করেছেন?-- উনি রবীন্দ্রনাথের গান গেয়েছেন। যেই গানের কথা এবং সুর রবীন্দ্রনাথের-ই। এবং বন্যার আগেও ওইসব গান আরও আরও প্রভূত বন্যারা গেয়েছেন। এই তো বন্যার অবদান! মিহি কণ্ঠের দ্যোতনা। এই অবদানের জন্যে রাষ্ট্রের সর্বোচ্চ পদকও দেয়া হয়েছে তাকে। বন্যাকে পদক দেয়ায় বাঁধা নেই। দেয়া যেতেই পারে। অগা-মগারাও পদক পাচ্ছে। কথা হলো, বারী সিদ্দিকীর দোষ কী? বারীও তো বন্যার মতো অন্যের গান গেয়েছেন। সেইটা ঠাকুরের নয়, মুন্সীর। ফরায়েজীর। অন্যের গান গাওয়া গর্বের বিষয় নয় বারী এটা বুঝতে পারতেন। এটাই কি তার দোষ?
বারী সাহেব প্রকৃত শিল্পী। শিল্পের স্পর্ধায় তিনি নিজে গান লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন। এই তো বন্যাদের থেকে একজন প্রকৃত শিল্পীর পার্থক্য। এরপরও রাষ্ট্র বারী সাহেবকে আমলে নিলো না! ৬৩ বছর চলে গেলো! হায় রে শিল্প-সাধনা, হায় রে জীবন!
আমি মনে করি, সবার আগে প্রকৃত শিল্পীর মূল্যায়ন হওয়া উচিৎ। তারপর বন্যাদের মূল্যায়ন। হে রাষ্ট্র বিবেচক হও...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:



রবীন্দ্রনাথ ঠাকুর কিসব দেবী মেবীর গান লিখেছে, কোথাকার কোন বন্য মন্য গাইছে, সেটা নিয়ে সরকার কি পাইছে? আপনি কয়েকটা রবীন্দ্র সংগীত লিখে ফেলেন!

২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৩

আমি মুরগি বলেছেন: ভাইয়া দিন শেষে ব্রান্ড বা পপুলারিটি আসল। তাহাসান কি অভিনয় পারে? বা*ও পারে না। অথচ ওর নাটক হিট! ওর নাটকের ভিউয়ার বেশি।

আমি অনেককেই চিনি খুব ভাল অভিনয় করে কিন্তু প্রধান চরিত্র পায় না, কারন তার মার্কেট নেই।
আর একটা কথা, আমরা জানি তেল মাথায় তেল দিতে।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: আপনার নাম কি জামিল?

৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

আল ইফরান বলেছেন: বন্যারা হচ্ছেন উপরতলার লোকজনদের প্রতিনিধি, জাতে ওঠার সিড়ি।
কোথাকার কোন নেত্রকোনার দুর্গম গ্রামের আনকালচার্ড বাউল কি কখনো সিভিল সোসাইটির ড্রইংরুমে পাত্তা পাবে ? ? ?

৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বারী সিদ্দিকীর চেয়ে চৌধুরী বন্যা বেশি মূল্যায়িত হবেন?
এভাবে তুলনা করাটা অন্যায়।

আগের যেকোনো সময়ের চেয়ে রাষ্ট্র মিডিয়া ও নাগরিকরা শিল্পীদের বেশি সম্মানিত করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.