নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

যারা গাড়ি চালান, বিশেষভাবে তাদের জন্য

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৪


আপনারা রাতে যারা গাড়ি চালান এবং হঠাৎ যদি দেখেন, আপনার সামনের কাঁচের ওপর কেউ ডিম ছুঁড়ে মেরেছে, দয়া করে গাড়ি থামিয়ে দেখতে যাবেন না কিংবা ওয়াইপার দিয়ে পরিস্কার করতে যাবেন না। পানি স্প্রে করে ওয়াইপার দিয়ে একদমই পরিস্কার করতে যাবেন না। কেননা ডিমমিশ্রিত পানি দিয়ে পরিস্কার করতে গেলে অনেকটা দুধের মতো ঘোলাটে হয়ে কাচের ওপর আটকে যায়। এতে সামনে কিছু দেখার সম্ভাবনা ৯২.৫% শতাংশ নষ্ট হয়ে যায়। ফলে সামনে রাস্তার পাশে আপনি গাড়ি থামাতে বাধ্য হবেন।
ফলাফল হলো যারা ছিনতাই করতে ডিম ছুঁড়ে মেরেছিলো, তাদের দলের লোক সামনে ওঁতপেতে বসে আছে। আপনার জীবননাশের হুমকি রয়েছে। এই টেকনিক কিছু গ্যাং শুরু করেছে। আপনার বন্ধু, আত্মীয়-স্বজন (এমনকি শত্রু) এবং বিশেষত আপনার ড্রাইভারকে জানিয়ে রাখুন যেনো এই ফাঁদে পা পড়ে এবং স্বার্থপরের মতো নিজে পড়ে চুপচাপ থাকবেন না, শেয়ার করুন, করি বা করে যেনো সকলেই জানতে পারে এবং সতর্ক হতে পারে।

জনস্বার্থে: একটি দূর্ঘটনা, সারা জীবনের কান্না।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১০

অধৃষ্য বলেছেন: গাড়ি নেই। পরিচিত কারোও নেই। আমি কাকে জানাবো? সতর্কবার্তা পড়ে ভালো লাগলো।

ফেসবুকে ফ্যান ফলোয়ার কিছু থাকলে শেয়ার করতাম।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সচেতনতামূলক পোস্ট, ভাল লাগলো।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪৯

রাফা বলেছেন: অপরাধীরা সব সময় এক ধাপ এগিয়ে।ষাবধানতার বিকল্প নেই।

ধন্যবাদ,সচেতনতামূলক পোষ্টের জন্য,মানবানল।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: হায় হায়----

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

আকিব হাসান জাভেদ বলেছেন: সচেতন মূলক বার্তা , যাদের গাড়ি আছে তাদের জানা দরকার । বিপদ কখন আসে বলা মুশকিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.