নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

সফদার মিঞা

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫১

আমাদের একজন সফদার মিঞা ছিলো
তার জন্মের মধ্যে দিয়ে অনন্য এক সৌন্দর্যের
জন্ম শুরু হয়েছিলো
দেখাবার ও দেখবার যে দুটি চোখ থাকা দরকার সেটি তার ছিলো।

সফদার মিঞা জীবন ঘষে ঘষে আলো জ্বেলেছে
সফদার হয়ে উঠেছিলো চিন্তার বোধিবৃক্ষ
নির্ভাবুক রক্তের প্রতি বিন্দুতে এঁকে দিয়েছিল জ্বালাময়ী চিন্তার স্রোত।

সফদার নিয়ে লিখলে এক সমুদ্র ও কম পড়ে যাবে
তার প্রবল ধাক্কায়
কিভাবে পাল্টে গেলো ইতিহাসের অলিগলি, কিভাবে বদলে গেলো ভূগোলের নিরীহ ম্যাপ!

সফদার ফুটিয়েছিলো প্রজ্ঞার প্রখর দীপ্তি
সৃষ্টিঋদ্ধ কালির ঠাস বুনটে গড়েছিলো সত্যের অপার তাজমহল!

সফদার মিঞার আধছেড়া কালো ব্যাগে
ছিলো গণমুক্তির মুখর শব্দমালা
সম্মোহনী সৌন্দর্য দিয়ে অন্ধকারের গর্তে দিশার আলো ফেলে গেছে সে
তামাশার ছদ্মপ্রকরণ উল্টিয়ে ইনসাফের
পতাকা উঁচিয়ে গেছে সফদার মিঞা।

সফদার আজীবন নিজেকে অতিক্রম করেছে
আজীবন বৃত্তের ছক ভেংগেছে
জনতার আজন্ম ক্রোধে শোরগোল তুলে এক সময় হয়ে গেছে জনপ্রিয় স্তম্ভ!

দিনশেষে সফদার মিঞা সবার জন্যে রেখে গেছে আশা ও বিশ্বাসের উপহার
আমাদের একজন সফদার মিঞা ছিলো…









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.