নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার কাংগাল

০৬ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:২৫


আমি বড় কাংগাল শুদ্ধতম ভালোবাসা
দেবার, ভালোবাসা পাবার।
চেতন-অবচেতন স্বপ্ন- জাগরণের মাঝামাঝি শুধু একটা স্পর্ধা ই ভাষা খুঁজে বেড়ায়
ভালোবাসা চাই ভালোবাসা চাই।

আমার মত অপূর্নাংগ মানুষের জন্য ভালোবাসা শোভা পায় না তবু মাঠে-ঘাটে ভালোবাসার হলুদ কুসুম ছড়িয়ে দিবো বলে প্রেম বিষয়ক একটা পূর্ণাঙ্গ মন্ত্রনালয় চাই।

ভালোবাসা ই হচ্ছে তাবৎ দুনিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়
তবে ডিজিটাল হলরুমে নয় আমার ভালোবাসার ক্লাস চলবে শীত ও বসন্তের খোলা হাওয়ায়।

ভালোবাসার দুর্দান্ত ছোঁয়া পেলে
ধ্বংসকামী সভ্যতার বিপরীতে কাশফুলের সমুদ্র উঠিয়ে আনবো বিজয়ের যৌথখামারে
ভালোবাসার কস্তুরী আবেশ পেলে
আটলান্টিকের নাভী সেচে ঠিক আনবো স্বর্গের গোলাপী রুমাল!

ভালোবাসার সানুগ্রহ সাদরে
ওল্টানো গামলার মত আকাশটা রোদে ভরে যাবে
ভালোবাসার আলতো আদরে
গালে পন্ডস বিউটি ক্রিমের মত চাঁদের আলো ঝলমল করবে
ভালোবাসার লাস্যময়ী বাসরে
তুমুল বেগে জেগে উঠবে আমাদের শেষ রাতের চওড়া হাসি…





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: কবিতা টা কাঙাল টাইপ ই হয়েছে।

২| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০১

মাসুদ রানা শাহীন বলেছেন: সবাই ভালোবাসা চায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.