নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়

১৪ ই মে, ২০২২ দুপুর ১:৫৬


কেউ পাশে নেই তবুও সমস্ত আয়োজন চলছে
নন্দনকলার বাঁশিওয়ালারা একাই বাজিয়ে যাচ্ছে
আধারের প্রচ্ছদে আলোর কল্পযাত্রা শুরু হয়ে গেছে
দুরের উষ্ণ আলিংগন আমাকে জানান দিচ্ছে যুদ্ধ নয় এখন শুধু ভালোসার সময়।

আমি জগতের শ্রেষ্ঠ প্রেম পূজারী
কোন মানুষের চোখের জল সহ্য করা আমার পক্ষে অসম্ভব
ভালোবাসার বাজারে মজুদদারী সমস্ত আনবিক শয়তানের বুকের মধ্যে ঘৃণার ড্রোণ ছুড়বো
যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়।

আমি প্রেমহীন প্রতিটি শব্দের বিরুদ্ধে দ্রোহের মিশাইল দাগাবো
হাতে হাতে ভালোবাসার গোলাপ ধরিয়ে দিতে প্রয়োজনে রাস্তার মোড়ে মোড়ে সশস্ত্র চোকি বসাবো।
যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়।

একখানা প্রেমপত্রের জন্যে
আজীবন পুড়েছি
তবু থেমে যাই নি
এমনকি মৃত্যুর পাতানো মঞ্চকেও ভয় করিনি,
কলমের ডোগায় বিষ নয় ভালোবাসার পদ্ম ফোটাতে চাই,
হ্নদয়ে বারুদের গন্ধ নয় ভালোবাসার সুষমা ছড়াতে চাই
যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়।

ভালোবাসা না পেলে ;
ইতিহাসকে ছাই করে দেবো
অতীতের বুকে কলংকের কামড় বসাবো
ভবিষ্যতের চাকাকে করবো আজরাইলের মুখোমুখি,
ভালোবাসার অভাবে কলমের এক খোঁচাতেই সভ্যতাকে করে দেবো হুলুস্থুল
যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়।

দুষ্কৃতি চায় বোবা আড়াল
সমাজ চায় মুখশ্রী
কুকুর চায় ঘিয়ে ভাজা হাড্ডি
আমি শুধু ভালোবাসা চাই
যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়…

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২২ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.