নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

উদাসপুর

২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

[
তোমরা যারা পেলবতার সন্ধান চাইবে
হৃদয়ের আর্তির কাছে পৌঁছাতে চাইবে
তোমাদেরকে উদাসপুরের এই মেঠো পথে একবার আসতেই হবে

তোমরা যারা গ্রামকে বুকে করে শহরে চলে এসেছো
তোমাদেরকে আবার ফিরতে হবে
উদাসপুরের রোমাঞ্চিত পিঁপড়ের কাছে,
পাখির গানের কাছে, মাছের সাঁতারের কাছে
গায়ে পরশ বুলিয়ে যাওয়া ঝিরিঝিরি বাতাসের কাছে

আমায় এই নাগরিক অসভ্যতা থেকে মুক্ত করো
আমায় স্বস্তি দাও
আমার সমস্ত শক্তি, আরামের ঘুম সব কিছু নিয়ে নাও
আমার কাছে শেষ সম্বল মায়ের কোল ভরা কিছু আদর আছে যদি চাও‌ সেটাও নাও
যা আছে সব নাও
কিন্তু আমাকে উদাসপুরের এই মেঠোপথে বার বার ফিরতে দাও

কবিতা পড়তে পড়তে আমি হাঁটতে থাকবো উদাসপুরের শিউলি ঝরা এই উঠোনতলায়,
হাঁটতে হাঁটতে উদাসপুরের সাদা রোদ আর কলাপাতার সবুজ স্নেহে একাকার হবো,
আমায় একটিবার উদাসপুরের এই সবুজ ঘাস ছুঁতে দাও
আমি একদিন আকাশ ছুঁয়ে দিবো,
তোমরা যারা শরীরে আলস্য ভেংগে পানসী ফুলের নীল ঋতু দেখতে চাও
তোমাদেরকে উদাসপুরের এই মেঠো পথে স্বাগতম…

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন।

২| ২২ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর একটা কবিতা। অথচ পাঠক নেই। মন্তব্য নেই। আজিব!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.