নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

আমি বলেই যাবো

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫


আমি বলেই যাবো
যে যত কথাই বলুক আমি থামবো না,
নদীর মত নীরব শ্রোতা হয়ে আর থাকবো না
আমি এবার আমার কথা বলবো।

আমি বলবো আমাদের গর্বের কথা,
আমাদের শ্লাঘার কথা,
অসামান্য সব শব্দপুষ্প মালা গেথে
আমি অবিরাম দু:খের কথা বলবো, আমি বার বার হেরে যাওয়া গল্পের কথা বলবো।

আমাকে কোন মতেই থামানো যাবে না
মানুষের পক্ষে বলার জন্য ভিটে-মাটি বিক্রি করে কথার মাইক্রোফোন ভাড়া নেব,
আমি মৌনতার ট্যাবু ভেংগে কবিতায় লাখো শ্রোতা ও পাঠকের গহীন মনের লুকানো কথা বলবো।

আমি খলবলিয়ে ওঠা লতানো পুইয়ের কথা বলবো,
বলবো ধবল জোৎস্নার মাদকতার কথা,
কলা পাতা রংগের পাট ভাংগা শাড়ির কথা বলবো বলবো চোয়াল ভাংগা হারু শেখের জীবন যুদ্ধের কথা।

আমি সহজে থামবো না
আমার মুখ বন্ধ করা হলে আমার চোখ কথা বলবে, চোখ তুলে নেওয়া হলে হ্নৎপিন্ড কথা বলবে, হ্নৎপিন্ড ছিঁড়ে ফেলা হলে রক্ত কথা বলবে, রক্ত ছাই করা হলে আমার আত্মা কথা বলবে।

আমার কথা আমি বলেই যাবো…

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

প্রামানিক বলেছেন: হ্নৎপিন্ড ছিঁড়ে ফেলা হলে রক্ত কথা বলবে, রক্ত ছাই করা হলে আমার আত্মা কথা বলবে।
কথাগুলো খুব ভালো লাগল

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২০

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৭

কামাল১৮ বলেছেন: মুক্তির কথা বলুন,বিজয়ের কথা বলুন।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২০

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে বলে যান।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২০

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২১

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.