নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

আমাকে ভালোবাসতেই হবে...

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০


আমাকে তোমার পড়তেই হবে
বেঁচে থাকাটা যখন মুহূর্তের জন্য নিষ্প্রয়োজন মনে হবে,
নাম পরিচয়হীন কাকভেজা শরীর নিয়ে যখন একা একা থমকে দাঁড়াবে,
নিজেকে মানুষ নয় যখন মাটির দলা বলে মনে হবে
তখন আমাকে তোমার পড়তেই হবে।

আমার কাছে তোমাকে আসতেই হবে
রুপালি চামড়ার সেক্সি পোষাক যখন ধোঁকা দেবে,
মানুষের জিহ্বা যখন ঘৃণার তেতো স্বাদে ভরে উঠবে,
মোচড়ে ওঠা বিরহ যখন পাঁজর ভাংগা বেদনা জাগাবে,
তখন আমার কাছে তোমাকে আসতেই হবে।

আমাকে তোমার মনে রাখতেই হবে
সমুদ্র সফেনের উপর দিয়ে যখন হেঁটে যাবে,
যুগল প্রেমের স্রোতে ভেসে যখন পূর্ণতার গভীর বন্দরে নোঙর করবে,
বেলকনির ইজিচেয়ারে বসে যখন ঝরঝরে ডানার মত আলতো কবিতা পাঠ করবে,
তখন আমাকে তোমার মনে রাখতেই হবে।

আমাকে তোমার ভালোবাসতেই হবে
প্রভাতের শিশির ভেজা শিউলি যখন ঝিরিঝিরি বাতাসে দোল খাবে,
যখন ঘুঘু পাখির নরম পালকে অঘ্রাণের কড়া রোদ তাঁতিয়ে উঠবে,
যখন আগ্নেয়গিরির উপর বসে থাকা প্রজাপতির রঙিন পাখায় রোমান্টিক লীলা ভর করবে
তখন আমাকে তোমার ভালোবাসতেই হবে…

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: আপনি কে বলুন তো?
আপনিার কবিতা সত্যিই বিমোহিত করছে বার বার।!!

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন কবি দা...

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫২

ক্রেটোস বলেছেন: আপনার এই কবিতা খুব ভালো হয়েছে। তবে একটি শব্দ এই কবিতার সাথে বেমানান লাগলো। তবুও বেশ ভালো হয়েছে। শুভকামনা রইল।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে। কোন শব্দটার কথা বলছেন।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতা।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভালো লেগেছে কবিতা।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.