নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

টলমলে শীত সকাল

২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪


ধূসর কুয়াশা মোড়ানো শীতের মিষ্টি সকালে আবার চোখ বুলাতে চাই,
কুয়াশা ভেজা টলমলে রোদ শরীরে বেশ ওম ধরাক,
ওম জেগে উঠুক ধোঁয়া ওঠা ভাপার নারকোলি পেটে!

নির্মেদ প্রকাশ নিয়ে মাঘের প্রথম শীত আবার ঘাঁটি গাড়ুক,
ঘাঁটি গাড়ুক শত আবেগের প্রশস্ত করিডোরে,
কবিতাযাপনের অদম্য অবসেশনে কেটে যাক লম্বা লম্বা শীতার্ত রাত।

ঘন দুধে ডুবো পিঠার মৈ মৈ গন্ধে ভরে উঠুক বাংলার একশো একটি হেঁসেল ঘর,
ঝরা পাতার মরা বহরে ফিরে আসুক জবুথবু শীতের জান্তব কামড়,
হিম হিম ঠান্ডায় জুড়িয়ে যাক সমস্ত তাপিত হ্নদয়।

শরীরে থরথর ঠান্ডা মেখে খেজুর রসে হৃদয় ভেজাতে চাই,
কোটি বছরের শীতনিদ্রা ভেংগে আরেকটি শীতার্দ্র সকাল চাই,
আরেকটি শিশির ভেজা টলমলে রোদ চাই।

এই শীত সেই শীত,
এই সকাল সেই সকাল;
যে সুন্দর!
তীব্র সুন্দর!
আটপৌরে ফুটফুটে সুন্দর…















মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩০

এম ডি মুসা বলেছেন: কবিতার ভাষা এবং বিষয় বেশ!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

মাসুদ রানা শাহীন বলেছেন: শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপনাকে।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: অন্যান্য বছর আমি শীতের জন্য ওয়েট করি, এবছর অসহ্য লাগতেছে। বসন্ত আর কত দূর!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.