নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯ › বিস্তারিত পোস্টঃ

বাংলায় শিখুন জাভা প্রোগ্রামিং

১৮ ই মে, ২০১৪ রাত ১১:৩৩





আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। আমি জানি আপনারা অনেকেই আমাদের আজকের আলোচ্য বিষয়টির সাথে পরিচিত, তবুও যারা এর সম্পর্কে বিস্তারিত জানেন না তাদেরকে আজ আমার এই ব্লগের মাধ্যমে বর্তমান জগতের একটি অন্যতম শক্তিশালী ও কার্যকর প্রোগ্রামিং ভাষা – জাভা’র সাথে আরও গভীরভাবে পরিচয় করিয়ে দেব। আমার প্রচেষ্টা থাকবে যাতে আপনারা ধাপে ধাপে এই ভাষাটিকে আয়ত্ত করতে পারেন। সেই দিকটিকে মাথায় রেখে এই সিরিজটিকে সাজাতে চেয়েছি একজন শিক্ষানবিশ থেকে একজন দক্ষ প্রোগ্রামার সবার জন্যে। তাই আপনারা সূচিপত্র থেকে যেকোনো একটি অধ্যায় নির্বাচন করে এবং সেখানে দেখানো ইন্সট্রাকশনগুলো অনুসরণ করে শুরু করতে পারেন জাভা প্রোগ্রামিং অথবা চাইলে আপনারা প্রথম পর্ব থেকেও শুরু করতে পারেন। তবে আপনি যদি এমন কেউ হন যিনি জাভা সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ তাহলে আপনার প্রতি অনুরোধ থাকবে যেন আপনি প্রথম অধ্যায় থেকেই শুরু করেন। তাহলে পরবর্তি অধ্যায়গুলো বুঝতে আপনার অনেক সুবিধা হবে… তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক – “জাভা প্রোগ্রামিং”







সূচিপত্র



জাভা প্রোগ্রামিং এর যে বেসিকগুলো আমরা এখানে শিখবঃ



প্রথম পর্ব – Hello, World!

দ্বিতীয় পর্ব – Variables and Types

তৃতীয় পর্ব – Conditionals

চতুর্থ পর্ব – Arrays

পঞ্চম পর্ব – Loops

ষষ্ঠ পর্ব – Functions

সপ্তম পর্ব – Objects

অষ্টম পর্ব – Compiling and Running with Arguments

নবম পর্ব – Inheritance

দশম পর্ব – Try and Catch

একাদশ পর্ব – Abstract Classes

দ্বাদশ পর্ব – Interfaces

ত্রয়োদশ পর্ব – Using Generics

চতুর্দশ পর্ব – Collections

পঞ্চদশ পর্ব – Wrappers and Autoboxing

ষষ্ঠদশ পর্ব – Exceptions

সপ্তদশ পর্ব – Generic Types

অষ্টাদশ পর্ব – IO Streams



প্রথম পর্ব – Hello, World!



জাভা মূলত একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাতে অবজেক্ট’কে “ক্লাস” বলা হয়। এখন আমরা “Hello, World!” নামে একটি প্রোগ্রাম দেখবো যেটি আপনাদেরকে স্ক্রিনে – প্রিন্ট করে দেখাবে। এটি খুব সাধারন একটি জাভা প্রোগ্রাম এবং সকলেই এই সাধারন প্রোগ্রামটি দিয়ে জাভা প্রোগ্রামিং শেখা শুরু করে থাকে।



public class Main {



public static void main(String[] args) {



System.out.println(“Hello, World!”);



}



}



প্রথম লাইনটি হল –



public class Main {



এখানে প্রথম লাইনে Main নামে একটি ক্লাসকে বর্ননা করা হয়েছে। মনে রাখবেন যে, জাভাতে প্রতিটি কোডই রান করার আগে যেকোনো একটি ক্লাসের ভিতরে থাকতে হয়। তাই জাভার ক্ষেত্রে ক্লাস একটি মুখ্য ও অপরিহার্য বিষয়। তাই প্রথম লাইনে Main নামে যে ক্লাসকে উল্লেখকরা হয়েছে সেটি Public অর্থ্যাৎ এটি যে কেউই ব্যবহার বা access করতে পারবে। তবে এই মুহুর্তে এটি খুব একটি জরুরি বিষয় নয় তাই এটাকে মাথার এক পাশে রেখে শুধু মনে রাখুন যে আমরা আমাদের কোডগুলোকে একটি ক্লাসের ভেতরে লিখব যার নাম হচ্ছে Main। আর Object নিয়ে আমরা পরবর্তিতে আলোচনা করব।



খেয়াল করবেন যে, আমরা যখন কোন Public ক্লাস ডিক্লেয়ার করব তখন আমরা এটিকে অবশ্যই একটি ফাইলের ভিতরে ডিক্লেয়ার করব যেটির নাম ও ক্লাসের নাম একই হবে অর্থ্যাৎ এক্ষেত্রে ফাইলটির নাম হবে (Main.java)। অন্যথায় কম্পাইল করার সময় আমরা এরর দেখতে পাবো।



পরবর্তি লাইনটি হল –



public static void main(String[] args) {



এটাই হবে মূলত আমাদের জাভা প্রোগ্রামের শুরু, আমাদের লেখা প্রোগ্রামটিকে রান করতে হলে মূল মেথডটিতে হুবহু এই সিগনেচারটি থাকতেই হবে।



public – এর অর্থ হল এটি যে কেউই ব্যবহার বা অ্যাক্সেস করতে পারবে।

static – এর অর্থ হল আপনি এই মেথডটি Main এর কোন ইন্সট্যান্স তৈরি না করেই রান করতে পারবেন।

void – এর অর্থ হল এই মেথডটি কোন ভ্যালু রিটার্ন করে না।

main – এটি হচ্ছে এই মেথডের নাম।



আমরা মেথড এর ভেতরে যে আর্গুমেন্টগুলো পাব, সেই একই আর্গুমেন্টগুলোই আমরা প্রোগ্রামটিকে parameters সহ যখন রান করব তখন পাব। এটাকে মূলত array of stringsবলা হয়। আমরা এটাকে পরবর্তি অধ্যায়গুলোতে ব্যবহার করব, তাই চিন্তার কোন কারন নেই যদি এখন এটাকে বুঝতে সমস্যা হয়।



সবশেষেঃ



System.out.println(“Hello, World!”);



System – এটা হল একটি pre-defined class যেটা স্বাভাবিকভাবেই জাভাতে উপস্থিত থাকে এবং এটি বেশকিছু useful methods and variablesধারন করে।

out – এটা সিস্টেমের ভেতরে একটা static variable যেটা আপনার প্রোগ্রামের output represent করে থাকে(stdout).

println – এটি হল একটি method যেটা কোন লাইনকে print করতে ব্যবহার করা হয়ে থাকে।



ধন্যবাদ, কোন সমস্যা/পরামর্শ থাকলে কমেন্ট করতে পাড়েন।



আর সময় পেলে আমার সাইট থেকে ঘুরে আসুন এখানে ক্লিক করে



আমার ফেসবুক পেইজ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

জুয়েল ০১ বলেছেন: আমরা একটি ডিরেক্টরি ওয়েবসাইটের জন্য বাংলা ব্লগার/আর্টিকেল লেখক খুঁজছি। যদি আগ্রহী থাকেন, তাহলে বিস্তারিত তথ্যের জন্য আপনার ইমেইল ঠিকানা আমাদের জানিয়ে যোগাযোগ করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.