নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

মনের পথ

১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫

মন ভেংচি দিয়ে বলে
কি রে বোকা আর কতদুর?
আমায় খুঁজে পাবি সেই নয়নে
যেখানে স্বপ্ন সবেমাত্র অঙ্কুর।
আমি নয়ন থেকে অশ্রু হয়ে
হাওয়া নিয়ে শুকিয়ে যাওয়া ,
এক ধূসর সুখের
গল্পে বেঁচে থাকি।
বেঁচে থাকি মুহুর্ত, মহাকাল,
বেঁচে থাকি আলোকবর্ষ ।
নিজসত্তা আবার হাসে,
কি রে বোকা আর কতদুর?
কতদুর সেই পথ?
থমকে যাবার কোনো উপায় নেই ,
যেখানে মহাকাল অতি তুচ্ছ
উজ্জীবিত হব সেই পথে
ভাঙচুর করে দিবো অসারতা।


মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

মিরোরডডল বলেছেন:




পথের ছবিটা লেখায় একটা অন্য মাত্রা যোগ করেছে।



২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৪

মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৬

সোনালি কাবিন বলেছেন: কী সুন্দর করে সহজভাবে মনের ভাব প্রকাশ করলেন ! ++

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৬

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা সুন্দর, ছবিটা দৃষ্টিনন্দন এবং অত্যন্ত মনোমুগ্ধকর!
"এক ধূসর সুখের গল্পে বেঁচে থাকি" - চমৎকার একটি অভিব্যক্তি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ জানবেন অনেক অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.