নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

গৃহাগত

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৯



তিমির রাত্রি , চোখ ঝাপসা ,
ঠক ঠক ঠক ঠক।
কে এলো দুয়ারে অবেলায়,
খুব চিনতে পারবো না হয়তো
জীবনের অন্তিম বেলায়।
কাঁপতে কাঁপতে গেলাম
ঠেলে দুয়ারের সামনে ,
খুলে দেখি এক মহিয়সী নারী
আছেন দাঁড়িয়ে।

আগন্তুক , নির্বিকার চেয়ে
ঠায় দাঁড়িয়ে ,মিষ্টি মিষ্টি হাসে ,
কিঞ্চিৎ পানি ভরে উঠেছে ,
বসে যাওয়া আঁখি কোণে।

দ্বিধায় পরে এদিক সেদিক
চশমা খুঁজে মরি,
বলল আমায় এসো তোমায়
জড়িয়ে আগে ধরি।
এই কণ্ঠ , শুনেছিলাম হায়
তেইশ বছর আগে ,
ছেড়ে এসেছিলাম এই মহীয়সীকে
অল্প কিছু রাগে।
চোখের আলো কমে গেছে তবু
অভিমান কমে নি ,
মহীয়সীও তাই আমায় ছাড়া
থাকতে পারেনি ।
অন্তিম বেলায় মিলন মুহূর্তে
কেঁদে বলে সব ভুল ,
বিচ্ছেদে কাটালো তেইশ বছর
জমেছে লক্ষ ফুল।
আজকে যে আর ভুল হবে না
পেয়েছি তোমায় কাছে,
অন্তর্যামী তুমি আমার
রেখেছি মনের মাঝে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

মিরোরডডল বলেছেন:




I know you don't care about front page, কিন্তু মার্শর লেখাগুলো অনেক সুন্দর, সবাই পড়লে ভালো লাগবে।
আই উইশ তাড়াতাড়ি ফ্রন্ট পেইজে এক্সেস পেয়ে যাক।

ছবিটাও অনেক কিউট।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯

মায়াস্পর্শ বলেছেন: আপনি পড়েছেন এবং এতো সুন্দর মন্তব্য করেছেন এতেই আমি খুশি।
আগে গান করতাম , একবার আমাদের শো তে দর্শক ছিল মাত্র তিনজন যা আমাদের ব্যান্ড মেম্বারদের চেয়েও কম। তারা তিনজন প্রায় একঘন্টা আমাদের পারফরমেন্স দেখেছিলেন। হতাশ হইনি। ভেবেছিলাম আমাদের দায়িত্ব শো চালিয়ে যাওয়া।
এরপরের শো তে দর্শক ছিল প্রায় চারশো।
সৃষ্টি করতে ভালোবাসি, প্রচারে আগ্রহ কম।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৭

মিরোরডডল বলেছেন:




এখানে মাঝে মাঝে ছবির মতো এমন কাপল দেখি।
৭০/৮০ বছর বয়স, হাত ধরে ছোট ছোট পা ফেলে হেটে যাচ্ছে, কি যে কিউট লাগে দেখতে।
অনেক সময় কথা হয়, তখন জানি ওরা ৫০ ইয়ার্স সেলিব্রেটি করছে একসাথে।

এই বয়সেও এদের প্রেম দেখার মতো!
অবশ্য সেসময় প্রেমের চেয়ে নির্ভরতা বেশি।

স্যরি অনেক বেশি কথা বলে ফেললাম :|


০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৩

মায়াস্পর্শ বলেছেন: মাঝে মাঝে আমিও দেখি এমন কাপলদের। মায়ায় ভরা। বর্তমান জেনেরেশনের যে অবস্থা, হয়তো সে অবধি এতো মায়া আর ভালোবাসায় পৌঁছানো দুস্কর হয়ে যাবে। কল্পনায় সুখ খোঁজাও একরকম সুখের আভরণ।

আপনি সামান্য বলেছেন। আরো বেশি আশা করবো পরেরবার।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৭

মিরোরডডল বলেছেন:




what kind of music?
ব্যান্ডে মার্শ কি ভোকাল নাকি ইন্সট্রুমেন্টে আছে?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪

মায়াস্পর্শ বলেছেন: Vocal with guitar for soft melody music
As a Drummer for groove metal

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সামুতে স্বাগতম আপনাকে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৯

মায়াস্পর্শ বলেছেন: সাদরে গ্রহণ করার জন্য ধন্যবাদ। সাথে আছি ,সাথে থাকবেন।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৩

মিরোরডডল বলেছেন:




তখন জানি ওরা ৫০ ইয়ার্স সেলিব্রেটি করছে একসাথে।

এখানে একটা টাইপো ছিলো।
শব্দটা সেলিব্রেট হবে।

নতুন লেখা কোথায়?

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪

মায়াস্পর্শ বলেছেন: সাময়িক ব্যাস্ততা গ্রাস করেছে। আজ লিখবো। ধন্যবাদ জানবেন অনেক অনেক। আপনার মন্তব্য এখন আমার লেখার গতি বেগে পরিনত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.