নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

অনুরাগ

১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪

ছবি : ইন্টারনেট


প্রসন্ন রাত, তোমার পূজায় মগ্ন আমি ঋষি ,
রূপ লাবণ্যের আভরণে ,
আঁধার রাত কে করেছো জ্যোতির্ময় ,
চোখ খুলতে ভীষণ ভয়।
এতে ঝলসে যাওয়ার আশঙ্কা করি ,
আধখোলা চোখে হবে রাত পার
ভাঙতে কি পারো আমার ধ্যান ?
আলিঙ্গনে থাকার প্রয়াস পূর্ণ করো
সিক্ত করো প্রেমজলে তনু ,
প্রসন্ন রাতে, প্রসন্ন করো তোমার দেবীসত্তা,
আমি যে বহুকাল অতৃপ্ত তোমারি মতো।
তোমার নিঃসৃত প্রসাদ আমায় দান করো
অভুক্ত হৃদয় তোমার সংগোপনে সিদ্ধ ,
আমায় বদ্ধ করো আজ এই রাতে,
সার্থক করো আমার পূজা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

মিরোরডডল বলেছেন:




আমি যে বহুকাল অতৃপ্ত তোমারি মতো।
তোমার নিঃসৃত প্রসাদ আমায় দান করো
অভুক্ত হৃদয় তোমার সংগোপনে সিদ্ধ ,
আমায় বদ্ধ করো আজ এই রাতে,
সার্থক করো আমার পূজা।



দেবী অর্চণা ভালো হয়েছে।

ড্রামার হবার গল্পটা শুনতে চাই।
কবে থেকে ড্রাম শিখছে?
কি করে ব্যান্ডের সাথে ড্রামার হিসেবে যুক্ত হলো?
কোথায় কোথায় কি ধরণের পারফর্মেন্স করেছে এসব জানতে চাই।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ।
আমাকে তুমি বলে সম্বোধন করতে পারেন।
ড্রামস শিখেছিলাম ২০১৬ -২০১৭
গুরু ছিলেন নিয়াজ কামরান আবির ভাইয়া (এক্স ড্রামার রেডিও এক্টিভ, আর্টসেল)
ব্যান্ড এ Basist +Vocal ছিলাম। পরে ব্যান্ডের genera চেঞ্জ হওয়ার পর ড্রামসে শিফট করেছি।
পারফরম্যান্স করা হয়েছে অনেক। সব আন্ডারগ্রাউন্ড শো। আমার ব্যান্ডের নাম প্রকাশ করছি না সংগত কারনে।
২০১২ -২০১৩ তে কমার্শিয়াল শো করেছি অনেক।

২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

মিরোরডডল বলেছেন:




এই ছবিটা কার বা কারো একাধিক পোষ্টে দেখেছি, পরিচিত ছবি, সুন্দর।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২০

মায়াস্পর্শ বলেছেন: চেঞ্জ করবো তবে?

৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩০

মিরোরডডল বলেছেন:




কয়েকজন আপুকে ছাড়া ব্লগে আমি কাউকে আপনি বা তুমি বলে ডাকিনা, নিক ধরেই কথা বলি।

এতো পারফর্মেন্স করেছে, তাহলে কখন দেখবো সেগুলো!
কিছুতো শেয়ার করবে, দেখি একটু।
দেখবো, সমালোচনা করবো।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

মায়াস্পর্শ বলেছেন: আর্কাইভ করা হয় নি। দুঃখিত না দেখাতে পারার জন্য।

৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩২

মিরোরডডল বলেছেন:




চেঞ্জ করবো তবে?

নাহ তা কেনো, সুন্দরতো!

৫| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১০

মিরোরডডল বলেছেন:




আর্কাইভ করা হয় নি। দুঃখিত না দেখাতে পারার জন্য।

X((

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৯

মায়াস্পর্শ বলেছেন: যেগুলো আছে ওগুলো দেখানোর মতো নয়। বাজে অবস্থা একদম।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৩

মিরোরডডল বলেছেন:




নতুন লেখা কোথায়?


১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩২

মায়াস্পর্শ বলেছেন: মানসিকভাবে লেখার উপযুক্ত নই আজ। চেষ্টা করেও লিখতে পারিনি। কাল লিখবো।
আপনার মন ভাল এখন ?

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫২

মিরোরডডল বলেছেন:




হুম মন ভালো, শরীর বিশেষ ভালো নেই, একটু জ্বর এসেছে।
Thanks for asking.

ঠিক আছে, কাল হবে।


১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৭

মায়াস্পর্শ বলেছেন: নিদ্রার সাথে সময় কাটান আপাতত ।

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৩

মায়াস্পর্শ বলেছেন: কোথায় আপনি ? জ্বর কমেছে ? কেমন আছেন এখন ?

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি আসলে একটা গল্প মাথায় রেখে সামুতে চোখ রেখেছি। গল্পটা আর গতকাল লিখা হলনা। বনজ্যোছনা- নামক সেই গল্পে হঠাৎ আপনি আর ডল-কে ক্যারেকটর ভাবতে চাইলাম কিন্তু না এই গল্পে নয় অন্য কোন গল্পে আপনাদের আনবো। আমারও মনে হলো আপনাদের সাথে আলাপনে যোগদেই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬

মায়াস্পর্শ বলেছেন: আপনার গল্পের আশায় বসে থেকে অনেকদিন হয়ে গেলো। কবে লিখবেন জনাব ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.