নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

প্রশংসা

২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭


ছবি : ইন্টারনেট


কণিকার বুকের এপাশ থেকে ওপাশে
গোপন গমনের যে সমাচার ,
সেখানে নায়ক হয়ে উঠেছি বেশ।
কণিকার অনুভূতি বোঝার প্রচেষ্টা ,
তার চিহ্ন বিন্দুমাত্র আমার ভেতরে নেই।
সেলফিস নাকি অনিয়ন্ত্রিত ,
তা বলার বা বোঝার আগেই
কণিকা আমায় গ্রাস করে বসে।
রূপ মনোহর,মায়াস্পর্শ, জাদুকরী চাহনি
সবকিছু মিলে একটা ঘোর সৃষ্টি করে ,
যেখানে আমি নির্ঘাত মাতাল।
আড়ালে লুকিয়ে থাকা সত্তা কি চায়
কেন চায়,তা বুঝতে আমার করণীয় কি ,
আমি বুঝি সব,
কণিকা ভীষণভাবে আমাকেও চায়।
আমি বাঁধা পড়েছি। কেটে যাওয়া ঘুড়ি ,
কিংবা সযত্নে আকাশে উড়িয়ে দেওয়া
রঙিন ফানুসের মতো নয়।
আমি বাঁধা পড়েছি কণিকার বুকের নরমে ,
পরম মমতা আর তার সর্বময়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩

মিরোরডডল বলেছেন:




ছবিটা ভালো লাগেনি। মার্শর লেখার সাথে যায়না।
শিরোনামটাও কেমন যেনো, একদম সাদামাটা, ফ্ল্যাট :(

২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৯

মায়াস্পর্শ বলেছেন: এই লেখার সাথে যে ছবি নির্বাচন করেছিলাম, তা দিলে হয়তো সমালোচনা করতো কেউ কেউ। যদিও কেউ পড়ে না আমার লেখা।
একটা শিরোনাম বলতে পারেন।

২| ২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১০

মিরোরডডল বলেছেন:




নাহ, আমি শিরোনাম দিবোনা।
ছবি, শিরোনাম দুটোই মার্শ নিজেই ঠিক করে নিবে।
শুধু এটুকু বলবো এই পোষ্টের সবকিছুতেই মনে হলো you're pushing yourself harder to be someone else.

But you don't need to.
Be yourself, be genuine, that suits you best.
The way you're, that much better.

আমাদের প্রত্যেকেরই একটা সহজাত প্রবৃত্তি থাকে, সেটাকে ধারণ করেই সবকিছু করতে হয়।


২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৫

মায়াস্পর্শ বলেছেন: Ha ha ha. Actually I was not there when I writing this lines. You understand. I am not trying to be someone else. I will fix it.

৩| ২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২১

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: Ha ha ha. Actually I was not there when I writing this lines.

What do you mean by this? Were you out of your mind? মনের অজান্তে লেখা!

লেখা কিন্তু খারাপ হয়নি কিন্তু লেখার ভাববাচ্য যা বোঝায়, সেটা মার্শ না।
মার্শতো এমন লেখে না।


২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৬

মায়াস্পর্শ বলেছেন: বেখেয়ালি ছিলাম অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.